নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টানা তিন কর্মদিবস ঊর্ধ্বমুখী থাকার পর সপ্তাহের তৃতীয় কর্মদিবসে আজ মঙ্গলবার পুঁজিবাজারে কিছুটা দর সংশোধন হয়েছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়ে পাঁচ শ কোটি টাকার ঘরে চলে এসেছে, যা ১৩ কর্মদিবসের মধ্যে সর্বোচ্চ।
এর আগে গত সপ্তাহে গুজবের কারণে চার কর্মদিবসের মধ্যে তিন দিনই দরপতন দেখা যায়। সূচক কমে ৭৬ পয়েন্ট। তবে শেষ কর্মদিবসে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি অংশীজনদের সঙ্গে দুটি বৈঠকে পর বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয়। ওই দিন মূল্যসূচকের বড় উত্থান হয়। তবে লেনদেন দুই শ কোটি টাকার ঘরে নেমে আসে। চলতি সপ্তাহের প্রথম দুই দিনই সূচক বাড়ে। গতকাল সোমবার লেনদেনও গতি ফেরে।
এ পরিস্থিতিতে আজ লেনদেনের একদম শুরুর দিকে সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যায়। তিন দিন দরবৃদ্ধির কারণে লেনদেন শুরুর পরপরই এক শ্রেণির বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়ার জন্য বিক্রির চাপ বাড়ান। প্রথম দেড় ঘণ্টার লেনদেন শেষ হওয়ার পর বেশ কিছু প্রতিষ্ঠানের শেয়ারের দাম পতন থেকে বেরিয়ে আসে। এতে সূচকও ঊর্ধ্বমুখী হয়। দুপুর সাড়ে ১২টার দিকে ডিএসইর প্রধান সূচক ১০ পয়েন্ট বেড়ে যায়। কিন্তু শেষ দেড় ঘণ্টার লেনদেনে আবার এক শ্রেণির বিনিয়োগকারীরা বিক্রির চাপ বাড়ান। এতে দাম কমার তালিকা বড় হওয়ার পাশাপাশি সব কটি সূচক কমে শেষ হয় দিনের লেনদেন।
দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলিয়ে ৫৬ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লেখাতে পেরেছে। বিপরীতে দাম কমেছে ১০৮টির। আর ১৬০টির দাম অপরিবর্তিত রয়েছে। এর প্রভাবে সাধারণ সূচক ডিএসই এক্স ৩ পয়েন্ট কমে ৬ হাজার ২৮৮ পয়েন্টে অবস্থান করছে।
সূচক কমলেও টানা ১৩ কর্মদিবস পর পাঁচ শ কোটি টাকার ঘরে লেনদেন হয়েছে ডিএসইতে। দিনভর ৫০৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার, বন্ড ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর চেয়ে বেশি লেনদেন হয়েছিল গত ২ আগস্ট ৬৩৯ কোটি ১৫ লাখ টাকা। আর গতকাল লেনদেন হয় ৪৯৪ কোটি ৭১ লাখ টাকা। সেই হিসাবে লেনদেন বেড়েছে ১৮ কোটি ৪৪ লাখ টাকা।

টানা তিন কর্মদিবস ঊর্ধ্বমুখী থাকার পর সপ্তাহের তৃতীয় কর্মদিবসে আজ মঙ্গলবার পুঁজিবাজারে কিছুটা দর সংশোধন হয়েছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়ে পাঁচ শ কোটি টাকার ঘরে চলে এসেছে, যা ১৩ কর্মদিবসের মধ্যে সর্বোচ্চ।
এর আগে গত সপ্তাহে গুজবের কারণে চার কর্মদিবসের মধ্যে তিন দিনই দরপতন দেখা যায়। সূচক কমে ৭৬ পয়েন্ট। তবে শেষ কর্মদিবসে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি অংশীজনদের সঙ্গে দুটি বৈঠকে পর বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয়। ওই দিন মূল্যসূচকের বড় উত্থান হয়। তবে লেনদেন দুই শ কোটি টাকার ঘরে নেমে আসে। চলতি সপ্তাহের প্রথম দুই দিনই সূচক বাড়ে। গতকাল সোমবার লেনদেনও গতি ফেরে।
এ পরিস্থিতিতে আজ লেনদেনের একদম শুরুর দিকে সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যায়। তিন দিন দরবৃদ্ধির কারণে লেনদেন শুরুর পরপরই এক শ্রেণির বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়ার জন্য বিক্রির চাপ বাড়ান। প্রথম দেড় ঘণ্টার লেনদেন শেষ হওয়ার পর বেশ কিছু প্রতিষ্ঠানের শেয়ারের দাম পতন থেকে বেরিয়ে আসে। এতে সূচকও ঊর্ধ্বমুখী হয়। দুপুর সাড়ে ১২টার দিকে ডিএসইর প্রধান সূচক ১০ পয়েন্ট বেড়ে যায়। কিন্তু শেষ দেড় ঘণ্টার লেনদেনে আবার এক শ্রেণির বিনিয়োগকারীরা বিক্রির চাপ বাড়ান। এতে দাম কমার তালিকা বড় হওয়ার পাশাপাশি সব কটি সূচক কমে শেষ হয় দিনের লেনদেন।
দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলিয়ে ৫৬ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লেখাতে পেরেছে। বিপরীতে দাম কমেছে ১০৮টির। আর ১৬০টির দাম অপরিবর্তিত রয়েছে। এর প্রভাবে সাধারণ সূচক ডিএসই এক্স ৩ পয়েন্ট কমে ৬ হাজার ২৮৮ পয়েন্টে অবস্থান করছে।
সূচক কমলেও টানা ১৩ কর্মদিবস পর পাঁচ শ কোটি টাকার ঘরে লেনদেন হয়েছে ডিএসইতে। দিনভর ৫০৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার, বন্ড ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর চেয়ে বেশি লেনদেন হয়েছিল গত ২ আগস্ট ৬৩৯ কোটি ১৫ লাখ টাকা। আর গতকাল লেনদেন হয় ৪৯৪ কোটি ৭১ লাখ টাকা। সেই হিসাবে লেনদেন বেড়েছে ১৮ কোটি ৪৪ লাখ টাকা।

সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার পর জুলাই সনদ বাস্তবায়নে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারপত্র ও ব্যানার টাঙানোর কাজ শুরু করেছে ব্যাংকগুলো। তবে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর খাতের অর্থ হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণার জন্য বেসরকারি সংস্থাকে (এনজিও) দিতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান...
৩ ঘণ্টা আগে
উদ্বোধনী বক্তব্যে উপদেষ্টা বলেন, পানগাঁও টার্মিনালকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হলে অভ্যন্তরীণ নৌপথে কনটেইনার পরিবহন বাড়বে এবং দেশের বন্দর ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে। দীর্ঘদিন লোকসানে থাকা এই টার্মিনালকে দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে লাভজনক করাই সরকারের লক্ষ্য।
৭ ঘণ্টা আগে
ভারতের এই সিদ্ধান্ত দেশটির গণমাধ্যমে খুব একটা আলোচিত হয়নি। তবে অনেকের মতে, এটি ট্রাম্প প্রশাসনের আগের আরোপ করা ৫০ শতাংশ (শাস্তিমূলক) শুল্কের নীরব জবাব। এই পরিস্থিতি দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য আলোচনাকে আরও কঠিন করে তুলতে পারে।
৯ ঘণ্টা আগে
সৌদি আরবের খনি শিল্পে এক ঐতিহাসিক ও যুগান্তকারী সাফল্যের ঘোষণা দিয়েছে দেশটির রাষ্ট্রীয় খনি কোম্পানি ‘মাআদেন’। দেশের চারটি কৌশলগত স্থানে নতুন করে প্রায় ৭৮ লাখ আউন্স (২ লাখ ২১ হাজার কেজির বেশি) স্বর্ণের মজুত খুঁজে পাওয়া গেছে।
১৩ ঘণ্টা আগে