আজকের পত্রিকা ডেস্ক

ভাড়া বৃদ্ধি না করে জনপ্রিয় করার লক্ষ্যে মেট্রোরেলের সেবার ওপর ভ্যাট (মূল্য সংযোজন কর) অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আজ সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করেছে এনবিআর। এতে সই করেছেন এনবিআরের দ্বিতীয় সচিব (মূসক আইন ও বিধি) ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সী।
আদেশে বলা হয়, চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।
ভ্যাট অব্যাহতির কারণ হিসেবে এনবিআর বলেছে, মেট্রোরেল বাংলাদেশের সর্বাধুনিক ও জনপ্রিয় গণপরিবহন। মেট্রোরেল যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি কর্মঘণ্টা সাশ্রয়ে অগ্রণী ভূমিকা পালন করছে। মেট্রোরেলকে অধিক জনপ্রিয় করার লক্ষ্যে যাতায়াত ব্যয়সাশ্রয়ী করা প্রয়োজন।
এসব দিক বিবেচনায় এনবিআর জানিয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর (২০১২ সনের ৪৭ নম্বর আইন) ধারা ১২৬-এর উপধারা (৩)-এ প্রদত্ত ক্ষমতাবলে, দ্রুতগামী, নিরাপদ, সময়সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও দূরনিয়ন্ত্রিত অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর পরিবহনব্যবস্থা মেট্রোরেল সেবার ওপর আরোপণীয় মূল্য সংযোজন কর অব্যাহতি দেওয়া হলো।
আদেশটি গেজেট আকারে প্রকাশ করার নির্দেশও দিয়েছে এনবিআর। বাংলাদেশ সরকারি ফরম ও প্রকাশনা অফিসের উপপরিচালকের কাছে পাঠানো চিঠিতে আদেশের ১০০ গেজেট কপি মুদ্রণ এবং মুদ্রিত কপি সরাসরি এনবিআরে সরবরাহ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।
এর আগে মেট্রোরেল সেবায় ১৫ শতাংশ হারে ভ্যাট প্রযোজ্য ছিল, যা সেবা গ্রহণকারী হিসেবে যাত্রীদের পরিশোধ করতে হয়। এর পরিপ্রেক্ষিতে গত সেপ্টেম্বরে ১০ বছরের জন্য ভ্যাট অব্যাহতি চেয়ে এনবিআরকে চিঠি দিয়েছিল মেট্রোরেল নিয়ন্ত্রণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ভাড়া বৃদ্ধি না করে জনপ্রিয় করার লক্ষ্যে মেট্রোরেলের সেবার ওপর ভ্যাট (মূল্য সংযোজন কর) অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আজ সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করেছে এনবিআর। এতে সই করেছেন এনবিআরের দ্বিতীয় সচিব (মূসক আইন ও বিধি) ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সী।
আদেশে বলা হয়, চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।
ভ্যাট অব্যাহতির কারণ হিসেবে এনবিআর বলেছে, মেট্রোরেল বাংলাদেশের সর্বাধুনিক ও জনপ্রিয় গণপরিবহন। মেট্রোরেল যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি কর্মঘণ্টা সাশ্রয়ে অগ্রণী ভূমিকা পালন করছে। মেট্রোরেলকে অধিক জনপ্রিয় করার লক্ষ্যে যাতায়াত ব্যয়সাশ্রয়ী করা প্রয়োজন।
এসব দিক বিবেচনায় এনবিআর জানিয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর (২০১২ সনের ৪৭ নম্বর আইন) ধারা ১২৬-এর উপধারা (৩)-এ প্রদত্ত ক্ষমতাবলে, দ্রুতগামী, নিরাপদ, সময়সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও দূরনিয়ন্ত্রিত অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর পরিবহনব্যবস্থা মেট্রোরেল সেবার ওপর আরোপণীয় মূল্য সংযোজন কর অব্যাহতি দেওয়া হলো।
আদেশটি গেজেট আকারে প্রকাশ করার নির্দেশও দিয়েছে এনবিআর। বাংলাদেশ সরকারি ফরম ও প্রকাশনা অফিসের উপপরিচালকের কাছে পাঠানো চিঠিতে আদেশের ১০০ গেজেট কপি মুদ্রণ এবং মুদ্রিত কপি সরাসরি এনবিআরে সরবরাহ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।
এর আগে মেট্রোরেল সেবায় ১৫ শতাংশ হারে ভ্যাট প্রযোজ্য ছিল, যা সেবা গ্রহণকারী হিসেবে যাত্রীদের পরিশোধ করতে হয়। এর পরিপ্রেক্ষিতে গত সেপ্টেম্বরে ১০ বছরের জন্য ভ্যাট অব্যাহতি চেয়ে এনবিআরকে চিঠি দিয়েছিল মেট্রোরেল নিয়ন্ত্রণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

পুঁজিবাজার নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মো. মনির হোসেন। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দ্য ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক আহসান হাবিব রাসেল। তাঁরা আগামী দুই বছর সংগঠনের নেতৃত্ব দেবেন।
১৩ ঘণ্টা আগে
কাস্টমস স্টেশনভিত্তিক শিপিং এজেন্ট লাইসেন্সের সংখ্যা নির্ধারণের জন্য আগের মতো এনবিআর থেকে পূর্বানুমোদন নিতে হবে না। ফলে আগের তুলনায় লাইসেন্সিং কর্তৃপক্ষ বর্তমানে আরও কম সময়ের মধ্যে শিপিং এজেন্ট লাইসেন্স প্রদান করতে পারবে।
১৬ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে পরিচালনা পর্ষদ।
১৮ ঘণ্টা আগে
নতুন বছরের শুরুতেই পাওয়া গেল দারুণ এক স্বস্তির খবর। সদ্য বিদায়ী বছরে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৩২ দশমিক ৮২ বিলিয়ন ডলার; যা আগের বছরের (২০২৪ সাল) তুলনায় প্রায় ৬ বিলিয়ন ডলার বা ২২ দশমিক ১০ শতাংশ বেশি।
১ দিন আগে