প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)

করোনা সংক্রমণ রোধে দেশে চলছে সাত দিনের কঠোর লকডাউন। লকডাউনের প্রথম ও দ্বিতীয় দিনের মতো আজ শনিবার লকডাউনের তৃতীয়দিনেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাফিক পুলিশের কড়াকড়ি লক্ষ্য করা গেছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উত্তর বঙ্গের প্রবেশদ্বার খ্যাত গাজীপুরের চন্দ্রা ত্রি মোড় এলাকায় ট্রাফিক পুলিশ ছিল ব্যাপক তৎপর।
আজ শনিবার সকাল থেকেই কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুটি চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়িকে মামলা দেওয়াসহ জরিমানা আদায় করে ট্রাফিক পুলিশ। এদিন রাস্তাঘাটে পরিবহন ও সাধারণ মানুষের চলাচল কম দেখা গেছে।
সালনা হাইওয়ে ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চন্দ্রা ও খাড়াজোড়া এলাকায় দুটি চেকপোস্ট বসিয়ে সকাল থেকে পাঁচটি গাড়ি আটক করা হয়েছে। রেকার বিলের জরিমানা করা হয়েছে দশ হাজার টাকা। আইন অমান্য ও কাগজপত্রের সমস্যার কারণে ছয়টি গাড়িকে মামলা দেওয়া হয়েছে। পণ্যবাহী যানবাহন ছাড়া কেউ বাইরে বের হলেই তাঁকে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে।
গাজীপুর ট্রাফিক পুলিশের সার্জেন্ট মকবুল হোসেন জানান, গাজীপুর জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহর নির্দেশনায় টিআই খাইরুল হাসান সরকারের নেতৃত্বে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়িকে পর্যবেক্ষণ করা হচ্ছে। সরকারের যে বিধিনিষেধ আছে তা কার্যকর করতে হাইওয়ে পুলিশ তৎপর রয়েছে। কঠোর লকডাউনের মধ্যে যেসব গাড়ির অনুমতি রয়েছে সেসব গাড়ি চলাচল করতে দেওয়া হচ্ছে। আর যেসব গাড়ি চলাচলের অনুমতি নেই সেসব গাড়ি আটক করে মামলা দেওয়া হচ্ছে।

করোনা সংক্রমণ রোধে দেশে চলছে সাত দিনের কঠোর লকডাউন। লকডাউনের প্রথম ও দ্বিতীয় দিনের মতো আজ শনিবার লকডাউনের তৃতীয়দিনেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাফিক পুলিশের কড়াকড়ি লক্ষ্য করা গেছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উত্তর বঙ্গের প্রবেশদ্বার খ্যাত গাজীপুরের চন্দ্রা ত্রি মোড় এলাকায় ট্রাফিক পুলিশ ছিল ব্যাপক তৎপর।
আজ শনিবার সকাল থেকেই কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুটি চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়িকে মামলা দেওয়াসহ জরিমানা আদায় করে ট্রাফিক পুলিশ। এদিন রাস্তাঘাটে পরিবহন ও সাধারণ মানুষের চলাচল কম দেখা গেছে।
সালনা হাইওয়ে ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চন্দ্রা ও খাড়াজোড়া এলাকায় দুটি চেকপোস্ট বসিয়ে সকাল থেকে পাঁচটি গাড়ি আটক করা হয়েছে। রেকার বিলের জরিমানা করা হয়েছে দশ হাজার টাকা। আইন অমান্য ও কাগজপত্রের সমস্যার কারণে ছয়টি গাড়িকে মামলা দেওয়া হয়েছে। পণ্যবাহী যানবাহন ছাড়া কেউ বাইরে বের হলেই তাঁকে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে।
গাজীপুর ট্রাফিক পুলিশের সার্জেন্ট মকবুল হোসেন জানান, গাজীপুর জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহর নির্দেশনায় টিআই খাইরুল হাসান সরকারের নেতৃত্বে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়িকে পর্যবেক্ষণ করা হচ্ছে। সরকারের যে বিধিনিষেধ আছে তা কার্যকর করতে হাইওয়ে পুলিশ তৎপর রয়েছে। কঠোর লকডাউনের মধ্যে যেসব গাড়ির অনুমতি রয়েছে সেসব গাড়ি চলাচল করতে দেওয়া হচ্ছে। আর যেসব গাড়ি চলাচলের অনুমতি নেই সেসব গাড়ি আটক করে মামলা দেওয়া হচ্ছে।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সরকারি পুকুর থেকে মাছ ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভাগাভাগি করার অভিযোগ উঠেছে। সরকারি পুকুরের এসব মাছ গরিবদের মধ্যে বিতরণের নিয়ম থাকলেও নিজেরাই ভাগবাঁটোয়ারা করে নিয়েছেন।
৪ ঘণ্টা আগে
প্রার্থী ঘোষণা নিয়ে রাজবাড়ীর দুটি আসনেই বিএনপিতে কোন্দল সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে মরিয়া তাদের প্রধান প্রতিপক্ষ জামায়াত। তবে এসবের মধ্যেও বিএনপির প্রার্থীরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তাঁরা বলছেন, যেসব সমস্যা আছে, তা মিটে যাবে।
৪ ঘণ্টা আগে
দেশে ভ্রমণপিপাসু মানুষের কাছে এখন সবচেয়ে প্রিয় গন্তব্য কক্সবাজার। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিলেট। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশিদের বিদেশ ভ্রমণও বেড়েছে। সে হিসাবে দেশের গণ্ডি পেরিয়ে দেশি পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য মালয়েশিয়া।
৫ ঘণ্টা আগেরাজধানীতে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক অনুসন্ধানে যন্ত্রাংশটিতে গুরুতর ত্রুটি চিহ্নিত হয়েছে। একই সঙ্গে অবকাঠামোর নকশাগত ত্রুটির কথাও বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে। এসব বিষয়ে অধিকতর তদন্ত করার কথা বলেছে কমিটি।
৫ ঘণ্টা আগে