বগুড়া প্রতিনিধি

বগুড়ায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার কর্মসূচিতে হামলা হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের সাতমাথা মোড় এবং শহীদ খোকন পার্ক এলাকায় এ হামলা হয়। ফ্যাসিবাদীবিরোধী মঞ্চের নেতা-কর্মীদের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে আয়োজক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠী।
হামলায় অন্তত সাতজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে উদীচী শিল্পীগোষ্ঠী ও ছাত্র ইউনিয়নের নেতা-কর্মী রয়েছেন। উদীচী শিল্পীগোষ্ঠীর বগুড়া জেলা কার্যালয়েও হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।
বগুড়া উদীচীর সাধারণ সম্পাদক সাহেদুর রহমান বিপ্লব বলেন, ‘আমরা কর্মসূচির স্থান পরিবর্তন করলেও হামলাকারীরা সেখানে এসে পুলিশের উপস্থিতিতেই হামলা চালায় এবং আমাদের অফিসের ব্যানার ছিঁড়ে ফেলে, দরজা ভেঙে ফেলার চেষ্টা করে।’
এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা দাবি করেছেন, এ ঘটনার সঙ্গে তাঁদের কোনো সংশ্লিষ্টতা নেই।
বগুড়া জেলা এনসিপির সংগঠক আহমেদ সাব্বির বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী মঞ্চের ডাকে আয়োজিত সমাবেশে এনসিপির কোনো সম্পৃক্ততা নেই।’
অভিযোগের বিষয়ে ফ্যাসিবাদবিরোধী মঞ্চের কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান আজকের পত্রিকাকে বলেন, উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে মিল রেখে খোকন পার্কে জাতীয় সংগীত গাওয়ার আয়োজন করা হয়। একই সময়ে সেখানে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও উপস্থিত ছিলেন। পরে টেম্পল রোডে অবস্থিত উদীচীর কার্যালয় ভাঙচুরের চেষ্টা হলে পুলিশ তাতে বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

বগুড়ায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার কর্মসূচিতে হামলা হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের সাতমাথা মোড় এবং শহীদ খোকন পার্ক এলাকায় এ হামলা হয়। ফ্যাসিবাদীবিরোধী মঞ্চের নেতা-কর্মীদের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে আয়োজক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠী।
হামলায় অন্তত সাতজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে উদীচী শিল্পীগোষ্ঠী ও ছাত্র ইউনিয়নের নেতা-কর্মী রয়েছেন। উদীচী শিল্পীগোষ্ঠীর বগুড়া জেলা কার্যালয়েও হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।
বগুড়া উদীচীর সাধারণ সম্পাদক সাহেদুর রহমান বিপ্লব বলেন, ‘আমরা কর্মসূচির স্থান পরিবর্তন করলেও হামলাকারীরা সেখানে এসে পুলিশের উপস্থিতিতেই হামলা চালায় এবং আমাদের অফিসের ব্যানার ছিঁড়ে ফেলে, দরজা ভেঙে ফেলার চেষ্টা করে।’
এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা দাবি করেছেন, এ ঘটনার সঙ্গে তাঁদের কোনো সংশ্লিষ্টতা নেই।
বগুড়া জেলা এনসিপির সংগঠক আহমেদ সাব্বির বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী মঞ্চের ডাকে আয়োজিত সমাবেশে এনসিপির কোনো সম্পৃক্ততা নেই।’
অভিযোগের বিষয়ে ফ্যাসিবাদবিরোধী মঞ্চের কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান আজকের পত্রিকাকে বলেন, উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে মিল রেখে খোকন পার্কে জাতীয় সংগীত গাওয়ার আয়োজন করা হয়। একই সময়ে সেখানে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও উপস্থিত ছিলেন। পরে টেম্পল রোডে অবস্থিত উদীচীর কার্যালয় ভাঙচুরের চেষ্টা হলে পুলিশ তাতে বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৫ মিনিট আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
১১ মিনিট আগে
রাজধানীর বায়ুদূষণরোধে সরকার সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করে উপজেলাটিতে সব ধরনের ইটভাটায় ইট পোড়ানো ও প্রস্তুতের কার্যক্রম পরিচালনা বন্ধ ঘোষণা করেছে।
১৩ মিনিট আগে
শিক্ষক ও লোকবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ। উন্নত শিক্ষার প্রসারে সদর হাসপাতালে প্রতিষ্ঠানটি উদ্বোধনের প্রায় সাত বছর পার হলেও লক্ষ্যমাত্রা অনুযায়ী শিক্ষা কার্যক্রম পরিচালনা ব্যাহত হচ্ছে।
১৭ মিনিট আগে