Ajker Patrika

ছাত্রলীগ কর্মী নয়ন হত্যাকাণ্ডে ৪ জন গ্রেপ্তার

শ্রীপুর প্রতিনিধি
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ৪৪
ছাত্রলীগ কর্মী নয়ন হত্যাকাণ্ডে ৪ জন গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে আলোচিত ছাত্রলীগ কর্মী নয়ন হত্যা মামলার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা-পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলা কাওরাইদ ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেইলদিয়া গ্রামের মো. নূরুল ইসলামের ছেলে ফাহাদ (২৪), কাওরাইদ গ্রামের বাসানীর ছেলে মো. মানিক মিয়া (২৫), সোনাব গ্রামের মৃত রমজান আলী শেখ বাচ্চু মিয়া (৩৮) ও কাওরাইদ গ্রামের মৃত সমের আলীর ছেলে বাদল মিয়া (৪৫)।

শ্রীপুর থানার উপপরিদর্শক (অপারেশন) গোলাম সারোয়ার বলেন, গত শুক্রবার সারা রাত অভিযান পরিচালনা করে আলোচিত ছাত্রলীগ কর্মী নয়ন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান বিভিন্নভাবে খুনের সঙ্গে তাদের জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। গ্রেপ্তারকৃত মো. ফাহাদ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি আরও জানান, ১০ দিনের রিমান্ড আবেদন করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ গত ১৩ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলার কাওরাইদ বাজারে ক্রিকেট খেলার জেরে ছাত্রলীগ কর্মী নয়ন শেখকে পুকুরে ফেলে পিটিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের ঘটনায় বিপ্লব নামে এক আসামিকে গত ১৫ জানুয়ারি গ্রেপ্তার করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত