নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাংবাদিকদের ছয় শীর্ষ সংগঠনের ১১ জন নেতার ব্যাংক হিসাব তলবের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। গতকাল মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে ওই দুই সংগঠনের নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের স্বার্থ রক্ষা ও অধিকার আদায়ে একাগ্র সাংবাদিক সংগঠনগুলোকে প্রশ্নবিদ্ধ করা এবং নির্বাচিত নেতাদের হেয় করার মাধ্যমে স্বাধীন সাংবাদিকতার ওপর নতুন করে চাপ সৃষ্টি করার লক্ষ্যে ব্যাংক হিসাব তলব করা হয়েছে। অবিলম্বে এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত তৎপরতা বন্ধ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠন দুটির নির্বাহী পরিষদ।
বিবৃতি দেওয়া (বিএফইউজের আওয়ামীপন্থী অংশের সভাপতি মোল্লা জালাল আজকের পত্রিকাকে বলেন, সুনির্দিষ্টভাবে সাংবাদিক নেতাদের পদ-পদবি উল্লেখ করে ব্যাংক হিসাব চাওয়ার বিষয়টা হাস্যকর। তবুও এ উদ্যোগকে স্বাগত জানাই। পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে যে তথ্য পাওয়া যাবে, সেই তথ্য গুরুত্ব সহকারে জনসমক্ষে প্রকাশ করা হোক। যদি তা না হয়, তাহলে বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগটা মানহানির পর্যায়ে পড়বে।
বিবৃতিতে নির্বাহী পরিষদের নেতারা আরও বলেন, রাজধানীসহ সারা দেশের কয়েক হাজার পেশাদার সাংবাদিকের সরাসরি ভোটে নির্বাচিত শীর্ষ ৬ সংগঠনের নেতারা দায়িত্ব পালন করছেন। বন্ধ হতে থাকা গণমাধ্যম প্রতিষ্ঠান, সংবাদকর্মীদের বেকারত্ব, চাকরিচ্যুতি, দীর্ঘদিন ধরে বেতন-ভাতা বকেয়ার মতো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে টিকে থাকার সংগ্রাম করছেন কর্মরত সাংবাদিকেরা। যদি কোনো বিশেষ নেতা বা সাংবাদিকের ব্যাংক হিসেবে অস্বাভাবিক লেনদেন বা অর্থ পাচারের সুনির্দিষ্ট তথ্য থাকে, তাহলে তার বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। কিন্তু ঢালাওভাবে সংগঠনের শীর্ষ পদে নির্বাচিতদের আর্থিক লেনদেন তলব সাংবাদিক সংগঠন ও এর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ এবং হেয় করার দুরভিসন্ধি নিয়ে প্রশ্ন উঠেছে। দেশে হাজারো কোটি টাকা লুটপাটের যেসব চাঞ্চল্যকর খবর প্রতিনিয়ত গণমাধ্যমে আসছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিলেই কেবল এ ধরনের পদক্ষেপের যৌক্তিকতা মিলতো। পাশাপাশি সাংবাদিক ছাড়াও অন্যান্য পেশাজীবী সংগঠনের নেতাদের হিসাব বিবরণীও একই সঙ্গে তলব করা হলে বিষয়টি যুক্তিযুক্ত হতো বলে মনে করেন সাংবাদিক নেতারা।
বিএফইউজে ও ডিইউজে নির্বাহী পরিষদের বক্তব্য, দেশের গণমাধ্যম চরম সংকটকাল পার করছে। স্বাধীন ও সাহসী সাংবাদিকতার পরিবেশ বিপন্ন। এমন নাজুক পরিস্থিতিতে ঢালাওভাবে সাংবাদিক সংগঠন ও নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপপ্রয়াস সংবাদমাধ্যম ও সাংবাদিকদের মধ্যে নতুন করে চাপ ও আতঙ্ক সৃষ্টি ছাড়াও জনমনে ভুল বার্তা দেবে।
ডিইউজের একাংশের সভাপতি কুদ্দুস আফ্রাদ আজকের পত্রিকাকে বলেন, সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলবের উদ্দেশ্য নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে। আইন অনুযায়ী তারা যে কাউকে তলব করতে পারে। তবে শুধু একটা পেশাজীবী সংগঠনের সব নির্বাচিত শীর্ষ নেতাদের বিষয়ে খোঁজ খবর করা উদ্বেগের বিষয়। আমার মনে হয়, কোনো মহল বিশেষের এর পেছনে কোনো উদ্দেশ্য আছে। ডিইউজের পক্ষ থেকে এ ধরনের ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

সাংবাদিকদের ছয় শীর্ষ সংগঠনের ১১ জন নেতার ব্যাংক হিসাব তলবের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। গতকাল মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে ওই দুই সংগঠনের নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের স্বার্থ রক্ষা ও অধিকার আদায়ে একাগ্র সাংবাদিক সংগঠনগুলোকে প্রশ্নবিদ্ধ করা এবং নির্বাচিত নেতাদের হেয় করার মাধ্যমে স্বাধীন সাংবাদিকতার ওপর নতুন করে চাপ সৃষ্টি করার লক্ষ্যে ব্যাংক হিসাব তলব করা হয়েছে। অবিলম্বে এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত তৎপরতা বন্ধ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠন দুটির নির্বাহী পরিষদ।
বিবৃতি দেওয়া (বিএফইউজের আওয়ামীপন্থী অংশের সভাপতি মোল্লা জালাল আজকের পত্রিকাকে বলেন, সুনির্দিষ্টভাবে সাংবাদিক নেতাদের পদ-পদবি উল্লেখ করে ব্যাংক হিসাব চাওয়ার বিষয়টা হাস্যকর। তবুও এ উদ্যোগকে স্বাগত জানাই। পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে যে তথ্য পাওয়া যাবে, সেই তথ্য গুরুত্ব সহকারে জনসমক্ষে প্রকাশ করা হোক। যদি তা না হয়, তাহলে বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগটা মানহানির পর্যায়ে পড়বে।
বিবৃতিতে নির্বাহী পরিষদের নেতারা আরও বলেন, রাজধানীসহ সারা দেশের কয়েক হাজার পেশাদার সাংবাদিকের সরাসরি ভোটে নির্বাচিত শীর্ষ ৬ সংগঠনের নেতারা দায়িত্ব পালন করছেন। বন্ধ হতে থাকা গণমাধ্যম প্রতিষ্ঠান, সংবাদকর্মীদের বেকারত্ব, চাকরিচ্যুতি, দীর্ঘদিন ধরে বেতন-ভাতা বকেয়ার মতো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে টিকে থাকার সংগ্রাম করছেন কর্মরত সাংবাদিকেরা। যদি কোনো বিশেষ নেতা বা সাংবাদিকের ব্যাংক হিসেবে অস্বাভাবিক লেনদেন বা অর্থ পাচারের সুনির্দিষ্ট তথ্য থাকে, তাহলে তার বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। কিন্তু ঢালাওভাবে সংগঠনের শীর্ষ পদে নির্বাচিতদের আর্থিক লেনদেন তলব সাংবাদিক সংগঠন ও এর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ এবং হেয় করার দুরভিসন্ধি নিয়ে প্রশ্ন উঠেছে। দেশে হাজারো কোটি টাকা লুটপাটের যেসব চাঞ্চল্যকর খবর প্রতিনিয়ত গণমাধ্যমে আসছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিলেই কেবল এ ধরনের পদক্ষেপের যৌক্তিকতা মিলতো। পাশাপাশি সাংবাদিক ছাড়াও অন্যান্য পেশাজীবী সংগঠনের নেতাদের হিসাব বিবরণীও একই সঙ্গে তলব করা হলে বিষয়টি যুক্তিযুক্ত হতো বলে মনে করেন সাংবাদিক নেতারা।
বিএফইউজে ও ডিইউজে নির্বাহী পরিষদের বক্তব্য, দেশের গণমাধ্যম চরম সংকটকাল পার করছে। স্বাধীন ও সাহসী সাংবাদিকতার পরিবেশ বিপন্ন। এমন নাজুক পরিস্থিতিতে ঢালাওভাবে সাংবাদিক সংগঠন ও নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপপ্রয়াস সংবাদমাধ্যম ও সাংবাদিকদের মধ্যে নতুন করে চাপ ও আতঙ্ক সৃষ্টি ছাড়াও জনমনে ভুল বার্তা দেবে।
ডিইউজের একাংশের সভাপতি কুদ্দুস আফ্রাদ আজকের পত্রিকাকে বলেন, সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলবের উদ্দেশ্য নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে। আইন অনুযায়ী তারা যে কাউকে তলব করতে পারে। তবে শুধু একটা পেশাজীবী সংগঠনের সব নির্বাচিত শীর্ষ নেতাদের বিষয়ে খোঁজ খবর করা উদ্বেগের বিষয়। আমার মনে হয়, কোনো মহল বিশেষের এর পেছনে কোনো উদ্দেশ্য আছে। ডিইউজের পক্ষ থেকে এ ধরনের ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ রেলস্টেশনে খুলনাগামী আন্তনগর ডাউন রূপসা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে পাথর নিক্ষেপের ঘটনায় চার তরুণকে আটক করেছে জিআরপি পুলিশ। শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। তবে পাথর নিক্ষেপের ঘটনায় কেউ আহত হয়নি।
৩৮ মিনিট আগে
পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ (গণতান্ত্রিক) বিলুপ্ত হয়নি; বরং দলের কার্যক্রম চলমান থাকবে বলে জানাল দলটি। ইউপিডিএফের (গণতান্ত্রিক) বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করা হয়।
৪১ মিনিট আগে
ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর একটি টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে চারজন সেনাসদস্য আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে ওই ট্রাকটি আটক করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে মহেশপুর-খালিশপুর সড়কের বেলেঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত সেনাসদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরায় এক ব্যক্তিকে একটি প্রাডো গাড়িসহ অপহরণ এবং এক বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকে আহত করে তাঁর আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অপহৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের একটি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে