জবি প্রতিনিধি

বিচারহীনতার কারণে অঙ্কনদের বারবার মৃত্যু হচ্ছে। একটা হাস্যোজ্জ্বল মেয়ে হঠাৎ করে বিষ খেল আর মরে গেল, এমনটা হতে পারে না। এর পেছনের কারণ খতিয়ে বের করতে হবে। অঙ্কনের মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয়।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের (২০১৬-২০১৭ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী অঙ্কন বিশ্বাসের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা।
এ সময় মানববন্ধনে ইংরেজি বিভাগের শিক্ষার্থীরাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেন সহপাঠী আফসানা বিথী। তিনি বলেন, ‘আমরা অঙ্কনের এই রহস্যময় মৃত্যুকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছি না। পরিবার মামলা না করলেই কোনো অস্বাভাবিক মৃত্যু বিনা বিচারে ধামাচাপা পড়তে পারে না। এ ক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব আছে সত্য উদ্ঘাটন করা এবং দোষীদের শাস্তি নিশ্চিত করা। অঙ্কনের মৃত্যু প্রতিনিয়ত কাঁদাচ্ছে আমাদের, ভাবিয়ে তুলেছে নানাভাবে। অঙ্কনের মৃত্যুরহস্যের আইনি তদন্ত হোক।’
সহপাঠী নিয়ামত উল্লাহ তানিম বলেন, ‘এমন প্রচণ্ড মেধাবী একজন শিক্ষার্থী হুট করে সবার মাঝ থেকে হারিয়ে যেতে পারে না। আমরা চাই অঙ্কনের মৃত্যুরহস্যের আইনি তদন্ত হোক।’
অণুজীব বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী পিয়াল দাস অনুপ বলেন, ‘রহস্যজনক মৃত্যু দিনদিন বেড়েই চলেছে। কিছুদিন আগে আকবর ভাইয়ের মৃত্যু হলো, দীর্ঘদিন হয়ে গেলেও সেই রহস্য কাটেনি।’
ডিবেটিং সোসাইটির সভাপতি সাইদুল ইসলাম সাইদ বলেন, ‘একজন মেধাবী শিক্ষার্থী অঙ্কনের এই মৃত্যু কোনো সাধারণ মৃত্যু নয়। তাঁর আত্মহত্যায় মৃত্যু হয়েছে নাকি হত্যা করা হয়েছে, এর সুষ্ঠু তদন্ত হোক। সত্য বেরিয়ে আসুক। তাঁর মৃত্যু ডিবেটিং সোসাইটির অপূরণীয় ক্ষতি।’
সুমাইয়া ইসলাম সোমা বলেন, ‘অঙ্কনের এই রহস্যজনক মৃত্যু যেন ধামাচাপা না পড়ে। তদন্ত করে বের করা হোক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে। এখনো কোনো মামলা হয়নি। তাঁর পরিবারও চুপ করে রয়েছে। সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিতে তাঁর পরিবারের সহযোগিতা করা উচিত। সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত যতবার পথে নামতে হয় আমরা নামব।’
প্রসঙ্গত, গত ২৪ এপ্রিল স্বামীর বাসায় অজ্ঞান হয়ে পড়েন অঙ্কন বিশ্বাস। ১৪ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ৮ মে মৃত্যুবরণ করেন। হাসপাতালের সূত্রমতে, অতিরিক্ত বিষক্রিয়ায় তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুর পর জানা যায়, ধর্মান্তরিত করে এই শিক্ষার্থীকে বিয়ে করেন একই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী শাকিল আহমেদ। শাকিলের সঙ্গে বিভিন্ন সময় মনোমালিন্য ও বিয়ের বিষয়ে হতাশ থাকতেন অঙ্কন।

বিচারহীনতার কারণে অঙ্কনদের বারবার মৃত্যু হচ্ছে। একটা হাস্যোজ্জ্বল মেয়ে হঠাৎ করে বিষ খেল আর মরে গেল, এমনটা হতে পারে না। এর পেছনের কারণ খতিয়ে বের করতে হবে। অঙ্কনের মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয়।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের (২০১৬-২০১৭ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী অঙ্কন বিশ্বাসের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা।
এ সময় মানববন্ধনে ইংরেজি বিভাগের শিক্ষার্থীরাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেন সহপাঠী আফসানা বিথী। তিনি বলেন, ‘আমরা অঙ্কনের এই রহস্যময় মৃত্যুকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছি না। পরিবার মামলা না করলেই কোনো অস্বাভাবিক মৃত্যু বিনা বিচারে ধামাচাপা পড়তে পারে না। এ ক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব আছে সত্য উদ্ঘাটন করা এবং দোষীদের শাস্তি নিশ্চিত করা। অঙ্কনের মৃত্যু প্রতিনিয়ত কাঁদাচ্ছে আমাদের, ভাবিয়ে তুলেছে নানাভাবে। অঙ্কনের মৃত্যুরহস্যের আইনি তদন্ত হোক।’
সহপাঠী নিয়ামত উল্লাহ তানিম বলেন, ‘এমন প্রচণ্ড মেধাবী একজন শিক্ষার্থী হুট করে সবার মাঝ থেকে হারিয়ে যেতে পারে না। আমরা চাই অঙ্কনের মৃত্যুরহস্যের আইনি তদন্ত হোক।’
অণুজীব বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী পিয়াল দাস অনুপ বলেন, ‘রহস্যজনক মৃত্যু দিনদিন বেড়েই চলেছে। কিছুদিন আগে আকবর ভাইয়ের মৃত্যু হলো, দীর্ঘদিন হয়ে গেলেও সেই রহস্য কাটেনি।’
ডিবেটিং সোসাইটির সভাপতি সাইদুল ইসলাম সাইদ বলেন, ‘একজন মেধাবী শিক্ষার্থী অঙ্কনের এই মৃত্যু কোনো সাধারণ মৃত্যু নয়। তাঁর আত্মহত্যায় মৃত্যু হয়েছে নাকি হত্যা করা হয়েছে, এর সুষ্ঠু তদন্ত হোক। সত্য বেরিয়ে আসুক। তাঁর মৃত্যু ডিবেটিং সোসাইটির অপূরণীয় ক্ষতি।’
সুমাইয়া ইসলাম সোমা বলেন, ‘অঙ্কনের এই রহস্যজনক মৃত্যু যেন ধামাচাপা না পড়ে। তদন্ত করে বের করা হোক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে। এখনো কোনো মামলা হয়নি। তাঁর পরিবারও চুপ করে রয়েছে। সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিতে তাঁর পরিবারের সহযোগিতা করা উচিত। সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত যতবার পথে নামতে হয় আমরা নামব।’
প্রসঙ্গত, গত ২৪ এপ্রিল স্বামীর বাসায় অজ্ঞান হয়ে পড়েন অঙ্কন বিশ্বাস। ১৪ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ৮ মে মৃত্যুবরণ করেন। হাসপাতালের সূত্রমতে, অতিরিক্ত বিষক্রিয়ায় তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুর পর জানা যায়, ধর্মান্তরিত করে এই শিক্ষার্থীকে বিয়ে করেন একই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী শাকিল আহমেদ। শাকিলের সঙ্গে বিভিন্ন সময় মনোমালিন্য ও বিয়ের বিষয়ে হতাশ থাকতেন অঙ্কন।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হন আরও দুজন। গতকাল বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে উপজেলার ফাঁসিতলা বাজারের ব্র্যাক অফিসের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সরকারি পুকুর থেকে মাছ ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভাগাভাগি করার অভিযোগ উঠেছে। সরকারি পুকুরের এসব মাছ গরিবদের মধ্যে বিতরণের নিয়ম থাকলেও নিজেরাই ভাগবাঁটোয়ারা করে নিয়েছেন।
৫ ঘণ্টা আগে
প্রার্থী ঘোষণা নিয়ে রাজবাড়ীর দুটি আসনেই বিএনপিতে কোন্দল সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে মরিয়া তাদের প্রধান প্রতিপক্ষ জামায়াত। তবে এসবের মধ্যেও বিএনপির প্রার্থীরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তাঁরা বলছেন, যেসব সমস্যা আছে, তা মিটে যাবে।
৫ ঘণ্টা আগে
দেশে ভ্রমণপিপাসু মানুষের কাছে এখন সবচেয়ে প্রিয় গন্তব্য কক্সবাজার। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিলেট। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশিদের বিদেশ ভ্রমণও বেড়েছে। সে হিসাবে দেশের গণ্ডি পেরিয়ে দেশি পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য মালয়েশিয়া।
৬ ঘণ্টা আগে