উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল মঙ্গলবার হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে বাধা দিতে গেলে প্রধান নির্বাহী কর্মকর্তা, মহাব্যবস্থাপক (অপারেশনস), ছাত্রসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলায় এক ছাত্র আহতের ঘটনায় শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।
উত্তরা ১১ নম্বর সেক্টরে অবস্থিত মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা ১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত হামলার ঘটনা ঘটে। চাকরিচ্যুত কয়েকজন চিকিৎসক লোকজন নিয়ে এসে এ হামলা চালিয়েছেন বলে কর্তৃপক্ষের অভিযোগ।
হাসপাতালটির মহাব্যবস্থাপক (অপারেশনস) ক্যাপ্টেন (অব.) সাদাফ আবরার রাইয়ান আজকের পত্রিকাকে বলেন, ‘বিভিন্ন কারণে সাবেক পরিচালক (প্রশাসন) গোলাম মাওলা এবং রায়হান, দিনা, লিজা ও জুয়েল নামের চিকিৎসকদের চাকরিচ্যুত করা হয়। তারা এই মেডিকেল কলেজেরই সাবেক শিক্ষার্থী। তারা ৬০ থেকে ৮০ জন লোক নিয়ে এসে নিরাপত্তাকর্মীদের মারধর করে হাসপাতালে প্রবেশ করে। তারা একপর্যায়ে সিইও লে. কর্নেল আবু নওরোজ খুরশিদ আলম স্যারকে পদত্যাগ করতে বলে। কয়েকজন ছাত্র বলেছিল, কেন হাসপাতালে ঝামেলা করছেন? সাথে সাথেই তারা শিক্ষার্থীদের মারতে শুরু করে।’
মহাব্যবস্থাপক সাদাফ আবরার অভিযোগ করেন, পরে হামলাকারীরা অব্যাহতিপত্রে স্বাক্ষর করতে চাপ দেন। সিইও রাজি না হলে তাঁরা তাঁকে মারধর করেন। পরে আরও কয়েকজন কর্মচারীর ওপর হামলা করা হয়। সাদাফের অভিযোগ, হামলাকারীরা হাসপাতালের সাবেক পরিচালক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতা মোসাদ্দেক হোসেন ডাম্বেলের লোকজন। হামলাকারীরা সিসিটিভির ডিভিআর খুলে নিয়ে গেছে এবং ফার্মেসিতে ভাঙচুর করে ৬-৭ লাখ টাকা লুট করেছে বলেও দাবি করেছেন তিনি।
সাদাফ আরও বলেন, ‘বিএনপির সঙ্গে সম্পৃক্ত লোকজনও গত ৫ আগস্টের পর থেকে দুবার আমাদের হাসপাতাল দখল করতে এসেছিল। তাতে আমরা উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরিও করেছিলাম।’
হামলায় আহতরা হলেন—সিইও আবু নওরোজ খুরশিদ আলম, মহাব্যবস্থাপক সাদাফ আবরার রাইয়ান, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব টেকনোলজির সপ্তম সেমিস্টারের ছাত্র শাহ আলমসহ (২৬) কয়েকজন। শাহ আলমকে প্রথমে উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে এবং পরে ওই এলাকারই লুবানা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হামলার ঘটনায় শিক্ষার্থীরা মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশের পর জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
হামলার বিষয়ে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল হাসান আজকের পত্রিকাকে বলেন, তিনি দুপুরের পর থেকে থানায় ছিলেন না। অন্য দায়িত্বে ছিলেন। তাই এ বিষয়ে জানতে পারেননি। উত্তরা জোনের সহকারী কমিশনার (এসি) সাদ্দাম হোসেন বলেন, ‘আমি ছুটিতে আছি।’ উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহানও ‘বিষয়টি জানা নেই’ বলে জানান।

রাজধানীর উত্তরার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল মঙ্গলবার হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে বাধা দিতে গেলে প্রধান নির্বাহী কর্মকর্তা, মহাব্যবস্থাপক (অপারেশনস), ছাত্রসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলায় এক ছাত্র আহতের ঘটনায় শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।
উত্তরা ১১ নম্বর সেক্টরে অবস্থিত মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা ১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত হামলার ঘটনা ঘটে। চাকরিচ্যুত কয়েকজন চিকিৎসক লোকজন নিয়ে এসে এ হামলা চালিয়েছেন বলে কর্তৃপক্ষের অভিযোগ।
হাসপাতালটির মহাব্যবস্থাপক (অপারেশনস) ক্যাপ্টেন (অব.) সাদাফ আবরার রাইয়ান আজকের পত্রিকাকে বলেন, ‘বিভিন্ন কারণে সাবেক পরিচালক (প্রশাসন) গোলাম মাওলা এবং রায়হান, দিনা, লিজা ও জুয়েল নামের চিকিৎসকদের চাকরিচ্যুত করা হয়। তারা এই মেডিকেল কলেজেরই সাবেক শিক্ষার্থী। তারা ৬০ থেকে ৮০ জন লোক নিয়ে এসে নিরাপত্তাকর্মীদের মারধর করে হাসপাতালে প্রবেশ করে। তারা একপর্যায়ে সিইও লে. কর্নেল আবু নওরোজ খুরশিদ আলম স্যারকে পদত্যাগ করতে বলে। কয়েকজন ছাত্র বলেছিল, কেন হাসপাতালে ঝামেলা করছেন? সাথে সাথেই তারা শিক্ষার্থীদের মারতে শুরু করে।’
মহাব্যবস্থাপক সাদাফ আবরার অভিযোগ করেন, পরে হামলাকারীরা অব্যাহতিপত্রে স্বাক্ষর করতে চাপ দেন। সিইও রাজি না হলে তাঁরা তাঁকে মারধর করেন। পরে আরও কয়েকজন কর্মচারীর ওপর হামলা করা হয়। সাদাফের অভিযোগ, হামলাকারীরা হাসপাতালের সাবেক পরিচালক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতা মোসাদ্দেক হোসেন ডাম্বেলের লোকজন। হামলাকারীরা সিসিটিভির ডিভিআর খুলে নিয়ে গেছে এবং ফার্মেসিতে ভাঙচুর করে ৬-৭ লাখ টাকা লুট করেছে বলেও দাবি করেছেন তিনি।
সাদাফ আরও বলেন, ‘বিএনপির সঙ্গে সম্পৃক্ত লোকজনও গত ৫ আগস্টের পর থেকে দুবার আমাদের হাসপাতাল দখল করতে এসেছিল। তাতে আমরা উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরিও করেছিলাম।’
হামলায় আহতরা হলেন—সিইও আবু নওরোজ খুরশিদ আলম, মহাব্যবস্থাপক সাদাফ আবরার রাইয়ান, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব টেকনোলজির সপ্তম সেমিস্টারের ছাত্র শাহ আলমসহ (২৬) কয়েকজন। শাহ আলমকে প্রথমে উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে এবং পরে ওই এলাকারই লুবানা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হামলার ঘটনায় শিক্ষার্থীরা মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশের পর জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
হামলার বিষয়ে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল হাসান আজকের পত্রিকাকে বলেন, তিনি দুপুরের পর থেকে থানায় ছিলেন না। অন্য দায়িত্বে ছিলেন। তাই এ বিষয়ে জানতে পারেননি। উত্তরা জোনের সহকারী কমিশনার (এসি) সাদ্দাম হোসেন বলেন, ‘আমি ছুটিতে আছি।’ উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহানও ‘বিষয়টি জানা নেই’ বলে জানান।

পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১৪ মিনিট আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
২৪ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
৩৬ মিনিট আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
১ ঘণ্টা আগে