নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুস্থ ও সুন্দর জাতি বিনির্মাণে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। গতকাল মঙ্গলবার ‘বঙ্গবন্ধু আন্ত-মেডিকেল কলেজ প্রীতি ফুটবল টুর্নামেন্টের’—ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইউএস-বাংলা মেডিকেল কলেজের আয়োজনে গ্রিন ইউনিভার্সিটির পূর্বাচল আমেরিকান সিটি ক্যাম্পাস মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। খেলায় ঢাকা মেডিকেল কলেজ ইউএস-বাংলা মেডিকেল কলেজকে টাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘সুস্থ ও সুন্দর জাতি বিনির্মাণে শিক্ষার পাশাপাশি খেলাধুলার ভূমিকা অনস্বীকার্য। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে আজকের শিক্ষার্থীরা আগামী দিনে অগ্রণী ভূমিকা পালন করবে। ফলে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলা ও সংস্কৃতি চর্চার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। কারণ খেলাধুলা ও সংস্কৃতি চর্চা তরুণ সমাজকে মাদকাসক্তি ও অন্যান্য বিপথগামিতা হতে রক্ষা করবে।’ তিনি আগামী দিনে চিকিৎসক হয়ে সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য মেডিকেল ছাত্র ছাত্রীদের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন ডা. শাহরিয়ার নবী বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, এমবিবিএস শিক্ষার সিলেবাস অন্যান্য শিক্ষার তুলনায় বেশ দীর্ঘতম। এই দীর্ঘ সিলেবাস পাড়ি দিতে গিয়ে শিক্ষার্থীদের একগুঁয়েমি শুধুমাত্র পড়াশোনার মধ্য দিয়ে যেতে হয়। প্রত্যেকটা মেডিকেল কলেজ যদি এ রকম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে তাহলে সমস্ত ছাত্রছাত্রীরা দারুণভাবে উপকৃত হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—ইউএস-বাংলা মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিটু মিঞা, ইউএস-বাংলা গ্রুপের ডিএমডি ডা. মাহবুব ঢালী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএস-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. আজিজুল ইসলাম।

সুস্থ ও সুন্দর জাতি বিনির্মাণে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। গতকাল মঙ্গলবার ‘বঙ্গবন্ধু আন্ত-মেডিকেল কলেজ প্রীতি ফুটবল টুর্নামেন্টের’—ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইউএস-বাংলা মেডিকেল কলেজের আয়োজনে গ্রিন ইউনিভার্সিটির পূর্বাচল আমেরিকান সিটি ক্যাম্পাস মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। খেলায় ঢাকা মেডিকেল কলেজ ইউএস-বাংলা মেডিকেল কলেজকে টাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘সুস্থ ও সুন্দর জাতি বিনির্মাণে শিক্ষার পাশাপাশি খেলাধুলার ভূমিকা অনস্বীকার্য। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে আজকের শিক্ষার্থীরা আগামী দিনে অগ্রণী ভূমিকা পালন করবে। ফলে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলা ও সংস্কৃতি চর্চার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। কারণ খেলাধুলা ও সংস্কৃতি চর্চা তরুণ সমাজকে মাদকাসক্তি ও অন্যান্য বিপথগামিতা হতে রক্ষা করবে।’ তিনি আগামী দিনে চিকিৎসক হয়ে সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য মেডিকেল ছাত্র ছাত্রীদের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন ডা. শাহরিয়ার নবী বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, এমবিবিএস শিক্ষার সিলেবাস অন্যান্য শিক্ষার তুলনায় বেশ দীর্ঘতম। এই দীর্ঘ সিলেবাস পাড়ি দিতে গিয়ে শিক্ষার্থীদের একগুঁয়েমি শুধুমাত্র পড়াশোনার মধ্য দিয়ে যেতে হয়। প্রত্যেকটা মেডিকেল কলেজ যদি এ রকম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে তাহলে সমস্ত ছাত্রছাত্রীরা দারুণভাবে উপকৃত হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—ইউএস-বাংলা মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিটু মিঞা, ইউএস-বাংলা গ্রুপের ডিএমডি ডা. মাহবুব ঢালী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএস-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. আজিজুল ইসলাম।

ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ রেলস্টেশনে খুলনাগামী আন্তনগর ডাউন রূপসা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে পাথর নিক্ষেপের ঘটনায় চার তরুণকে আটক করেছে জিআরপি পুলিশ। শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। তবে পাথর নিক্ষেপের ঘটনায় কেউ আহত হয়নি।
৩৮ মিনিট আগে
পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ (গণতান্ত্রিক) বিলুপ্ত হয়নি; বরং দলের কার্যক্রম চলমান থাকবে বলে জানাল দলটি। ইউপিডিএফের (গণতান্ত্রিক) বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করা হয়।
৪১ মিনিট আগে
ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর একটি টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে চারজন সেনাসদস্য আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে ওই ট্রাকটি আটক করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে মহেশপুর-খালিশপুর সড়কের বেলেঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত সেনাসদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরায় এক ব্যক্তিকে একটি প্রাডো গাড়িসহ অপহরণ এবং এক বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকে আহত করে তাঁর আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অপহৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের একটি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে