বগুড়া প্রতিনিধি

বগুড়ার শহরের সাতমাথা এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। আজ মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রতারক চক্রের সদস্যরা ধাতব মুদ্রা ও আংটি দিয়ে জনসাধারণকে প্রতারণা করতেন। তারা ক্রেতাদের বলতেন মুদ্রা ও আংটিতে রয়েছে ‘অলৌকিক ক্ষমতা’। এসব জিনিস কাছে থাকলে খুব দ্রুত প্রচুর ধনসম্পত্তির মালিক হওয়া যায়।
গতকাল সোমবার রাত আটটার দিকে বগুড়া শহরের সাতমাথা এলাকার বিআরটিসি ট্রাক ডিপোর সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাতটি ধাতব মুদ্রা ও দুটি আংটি উদ্ধার করা হয়। এ ছাড়া তাদের কাছে থাকা মুঠোফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়া সদরের সেউজগাড়ী আমতলা এলাকার কোরবান আলী (৫৮), নামাজগড় (টিনপট্টি মোড়) এলাকার বাসিন্দা উৎপল দত্ত (৪১) ও বগুড়ার শিবগঞ্জ উপজেলার চাপাচি গ্রামের সাইদুল ইসলাম (৪৭)।
বগুড়া র্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার (সহকারী পুলিশ সুপার) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের গ্রেপ্তারকৃতরা স্বীকার করেন, তারা দীর্ঘদিন ধরে ধাতব মুদ্রা ও আংটি দিয়ে জনসাধারণের সঙ্গে প্রতারণা করে আসছেন। একই সঙ্গে তাঁরা এ কাজে হাতিয়ে নিয়েছেন বড় অঙ্কের টাকা। তারা বিভিন্ন অলৌকিক কথা বলে মানুষদের আকৃষ্ট করতেন। তাদের কথা বিশ্বাস করে প্রতারিত হতেন সাধারণ মানুষেরা। গ্রেপ্তারের পর তাদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাবের এ ধরনের অভিযান কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে এ কার্যক্রম আরও জোরদার করা হবে।
এ বিষয়ে বগুড়া সদর থানায় ওসি মো. সেলিম রেজা জানান, তিনজনকে ধাতব মুদ্রা ও আংটিসহ গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে র্যাব। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আজ মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

বগুড়ার শহরের সাতমাথা এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। আজ মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রতারক চক্রের সদস্যরা ধাতব মুদ্রা ও আংটি দিয়ে জনসাধারণকে প্রতারণা করতেন। তারা ক্রেতাদের বলতেন মুদ্রা ও আংটিতে রয়েছে ‘অলৌকিক ক্ষমতা’। এসব জিনিস কাছে থাকলে খুব দ্রুত প্রচুর ধনসম্পত্তির মালিক হওয়া যায়।
গতকাল সোমবার রাত আটটার দিকে বগুড়া শহরের সাতমাথা এলাকার বিআরটিসি ট্রাক ডিপোর সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাতটি ধাতব মুদ্রা ও দুটি আংটি উদ্ধার করা হয়। এ ছাড়া তাদের কাছে থাকা মুঠোফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়া সদরের সেউজগাড়ী আমতলা এলাকার কোরবান আলী (৫৮), নামাজগড় (টিনপট্টি মোড়) এলাকার বাসিন্দা উৎপল দত্ত (৪১) ও বগুড়ার শিবগঞ্জ উপজেলার চাপাচি গ্রামের সাইদুল ইসলাম (৪৭)।
বগুড়া র্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার (সহকারী পুলিশ সুপার) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের গ্রেপ্তারকৃতরা স্বীকার করেন, তারা দীর্ঘদিন ধরে ধাতব মুদ্রা ও আংটি দিয়ে জনসাধারণের সঙ্গে প্রতারণা করে আসছেন। একই সঙ্গে তাঁরা এ কাজে হাতিয়ে নিয়েছেন বড় অঙ্কের টাকা। তারা বিভিন্ন অলৌকিক কথা বলে মানুষদের আকৃষ্ট করতেন। তাদের কথা বিশ্বাস করে প্রতারিত হতেন সাধারণ মানুষেরা। গ্রেপ্তারের পর তাদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাবের এ ধরনের অভিযান কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে এ কার্যক্রম আরও জোরদার করা হবে।
এ বিষয়ে বগুড়া সদর থানায় ওসি মো. সেলিম রেজা জানান, তিনজনকে ধাতব মুদ্রা ও আংটিসহ গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে র্যাব। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আজ মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
১৫ মিনিট আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
২১ মিনিট আগে
সুনামগঞ্জের হাওরগুলোতে গেল বর্ষায় প্রচণ্ড পানিস্বল্পতা ছিল। পানি কম থাকায় অক্ষত রয়েছে অধিকাংশ ফসল রক্ষা বাঁধ। বিগত সময়ের তুলনায় ক্লোজারও (বড় ভাঙন) কমেছে সম্ভাব্য বাঁধগুলোতে। কিন্তু যেনতেন প্রাক্কলন, মনগড়া জরিপের মাধ্যমে বাড়ানো হয়েছে বরাদ্দ। হাওর সচেতন মানুষের অভিযোগ, বরাদ্দ বাড়িয়ে সরকারি অর্থ লুটপাট
২৬ মিনিট আগে
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল হুমাইরা আক্তার মিম (১৫)। স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে বড় কিছু হওয়ার। কিন্তু গত শুক্রবার দিবাগত রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।
৩০ মিনিট আগে