নিজস্ব প্রতিবেদক

ঢাকা: হেফাজতে ইসলামের যুগ্ম–মহাসচিব মামুনুল হক রিমান্ডের প্রথম দিনেই দুটি বিয়ের বিষয়ে মুখ খুলেছেন। প্রথম স্ত্রীকে না জানিয়েই আরও দুটি বিয়ে করেছেন তিনি। এ দুটি বিয়েই চুক্তিভিত্তিক। সামাজিক মর্যাদা না দেওয়ার শর্তে কাবিননামা ছাড়াই ওই দুই নারীকে বিয়ে করেন তিনি। ভরণপোষণের জন্য প্রত্যেককে মাসে দেন ১৫ হাজার টাকা।
মামলার তদারকি কর্মকর্তা এডিসি পদমর্যাদার এক পুলিশ বলেন, মামুনুলের দাবি, অর্থনৈতিক নিশ্চয়তা দিতেই দুই তালাকপ্রাপ্তাকে বিয়ে করেছেন। তাঁদের একজনকে মোহাম্মদপুরের একটি মাদ্রাসায় চাকরিও দিয়েছেন তিনি। প্রতি মাসে প্রত্যেক স্ত্রীকে ১৫ হাজার করে টাকা দেন। তবে বিয়ের চুক্তিতে ছিল তাঁরা কখনো সামাজিক মর্যাদা পাবেন না। এমনকি মামুনুলের পরিবারের কেউ, বিশেষ করে তাঁর প্রথম স্ত্রী বিয়ের বিষয়ে কিছু জানবেন না।
পরের দুই বিয়ের কাবিননামা না থাকলেও বিয়েতে দুজন সাক্ষী আছে বলে দাবি করেছেন মামুনুল হক। পুলিশ বলছে, শিগগিরই জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডেকে পাঠানো হবে।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার হারুন অর রশিদ বলেন, জান্নাতুল ফেরদৌস লিপি মামুনুলের কথিত তৃতীয় স্ত্রী। জান্নাত আরা ঝর্ণাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করছেন তিনি। প্রথম স্ত্রীর নাম আমেনা তৈয়বা। কথিত দ্বিতীয় ও তৃতীয় স্ত্রীর সঙ্গে বিয়ের কোনো কাবিননামা হয়নি। বিয়ের ব্যাপারে তিনি নিজের মতো ব্যাখ্যা দিচ্ছেন। তবে এটা স্বীকার করেছেন যে, এসব বিয়ের কোনো আইনগত প্রমাণ তাঁর কাছে নেই।
হারুন অর রশিদ আরও বলেন, মামুনুল উত্তেজনার বশবর্তী হয়ে বিভিন্ন জায়গায় উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। যার পেছনে তাঁর একধরনের উদ্দেশ্য ছিল। হেফাজতে ইসলামের কর্মীদের ওপর ভর করে তিনি রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে চেয়েছিলেন। আর সারা দেশে হেফাজত নেতা–কর্মীরা যখন তাঁর কথা শুনতে থাকে, তখন থেকেই এই স্বপ্ন মনের ভেতরে বুনতে থাকেন।
এদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলা তদন্ত করতে গিয়ে মামুনুলের সম্পৃক্ততা পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে আনতে চায় সংস্থাটি।
আজ মঙ্গলবার সিআইডির প্রধান মাহবুবুর রহমান বলেন, আমরা এই মামলায় মামুনুলকে জিজ্ঞাসাবাদ করতে চাই। তার মাধ্যমে এই মামলার অনেক অজানা বিষয় জানা সম্ভব।
অন্যদিকে মামুনুল হকের রিসোর্টকাণ্ডের সময় দায়িত্বরত সোনারগাঁও থানার ওসি রফিকুল ইসলামকে অবসরে পাঠানো হয়েছে।

ঢাকা: হেফাজতে ইসলামের যুগ্ম–মহাসচিব মামুনুল হক রিমান্ডের প্রথম দিনেই দুটি বিয়ের বিষয়ে মুখ খুলেছেন। প্রথম স্ত্রীকে না জানিয়েই আরও দুটি বিয়ে করেছেন তিনি। এ দুটি বিয়েই চুক্তিভিত্তিক। সামাজিক মর্যাদা না দেওয়ার শর্তে কাবিননামা ছাড়াই ওই দুই নারীকে বিয়ে করেন তিনি। ভরণপোষণের জন্য প্রত্যেককে মাসে দেন ১৫ হাজার টাকা।
মামলার তদারকি কর্মকর্তা এডিসি পদমর্যাদার এক পুলিশ বলেন, মামুনুলের দাবি, অর্থনৈতিক নিশ্চয়তা দিতেই দুই তালাকপ্রাপ্তাকে বিয়ে করেছেন। তাঁদের একজনকে মোহাম্মদপুরের একটি মাদ্রাসায় চাকরিও দিয়েছেন তিনি। প্রতি মাসে প্রত্যেক স্ত্রীকে ১৫ হাজার করে টাকা দেন। তবে বিয়ের চুক্তিতে ছিল তাঁরা কখনো সামাজিক মর্যাদা পাবেন না। এমনকি মামুনুলের পরিবারের কেউ, বিশেষ করে তাঁর প্রথম স্ত্রী বিয়ের বিষয়ে কিছু জানবেন না।
পরের দুই বিয়ের কাবিননামা না থাকলেও বিয়েতে দুজন সাক্ষী আছে বলে দাবি করেছেন মামুনুল হক। পুলিশ বলছে, শিগগিরই জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডেকে পাঠানো হবে।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার হারুন অর রশিদ বলেন, জান্নাতুল ফেরদৌস লিপি মামুনুলের কথিত তৃতীয় স্ত্রী। জান্নাত আরা ঝর্ণাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করছেন তিনি। প্রথম স্ত্রীর নাম আমেনা তৈয়বা। কথিত দ্বিতীয় ও তৃতীয় স্ত্রীর সঙ্গে বিয়ের কোনো কাবিননামা হয়নি। বিয়ের ব্যাপারে তিনি নিজের মতো ব্যাখ্যা দিচ্ছেন। তবে এটা স্বীকার করেছেন যে, এসব বিয়ের কোনো আইনগত প্রমাণ তাঁর কাছে নেই।
হারুন অর রশিদ আরও বলেন, মামুনুল উত্তেজনার বশবর্তী হয়ে বিভিন্ন জায়গায় উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। যার পেছনে তাঁর একধরনের উদ্দেশ্য ছিল। হেফাজতে ইসলামের কর্মীদের ওপর ভর করে তিনি রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে চেয়েছিলেন। আর সারা দেশে হেফাজত নেতা–কর্মীরা যখন তাঁর কথা শুনতে থাকে, তখন থেকেই এই স্বপ্ন মনের ভেতরে বুনতে থাকেন।
এদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলা তদন্ত করতে গিয়ে মামুনুলের সম্পৃক্ততা পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে আনতে চায় সংস্থাটি।
আজ মঙ্গলবার সিআইডির প্রধান মাহবুবুর রহমান বলেন, আমরা এই মামলায় মামুনুলকে জিজ্ঞাসাবাদ করতে চাই। তার মাধ্যমে এই মামলার অনেক অজানা বিষয় জানা সম্ভব।
অন্যদিকে মামুনুল হকের রিসোর্টকাণ্ডের সময় দায়িত্বরত সোনারগাঁও থানার ওসি রফিকুল ইসলামকে অবসরে পাঠানো হয়েছে।

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
১৬ মিনিট আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
২২ মিনিট আগে
সুনামগঞ্জের হাওরগুলোতে গেল বর্ষায় প্রচণ্ড পানিস্বল্পতা ছিল। পানি কম থাকায় অক্ষত রয়েছে অধিকাংশ ফসল রক্ষা বাঁধ। বিগত সময়ের তুলনায় ক্লোজারও (বড় ভাঙন) কমেছে সম্ভাব্য বাঁধগুলোতে। কিন্তু যেনতেন প্রাক্কলন, মনগড়া জরিপের মাধ্যমে বাড়ানো হয়েছে বরাদ্দ। হাওর সচেতন মানুষের অভিযোগ, বরাদ্দ বাড়িয়ে সরকারি অর্থ লুটপাট
২৭ মিনিট আগে
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল হুমাইরা আক্তার মিম (১৫)। স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে বড় কিছু হওয়ার। কিন্তু গত শুক্রবার দিবাগত রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।
৩১ মিনিট আগে