Ajker Patrika

মিরপুর টেস্টে কড়া নিরাপত্তা, দর্শক অনেক কম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ১১: ৪৮
মিরপুর টেস্টে কড়া নিরাপত্তা, দর্শক অনেক কম

সাকিব আল হাসানের বিরোধী ও সাকিব-পক্ষের সাকিবিয়ানদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষ হয়েছিল গতকাল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ সকালে মিরপুর স্টেডিয়াম এলাকায় কঠোর নিরাপত্তাবলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মিরপুরে টেস্ট ম্যাচ নিয়ে যে নিরাপত্তার শঙ্কা তৈরি হয়েছিল, তা কাটিয়ে নির্ধারিত সময় সকাল ১০টায় ম্যাচ  শুরু হয়।

সকালের শুরু থেকেই মিরপুর স্টেডিয়ামের ২, ৩ এবং ১ নম্বর গেটের চারপাশে আর্মি ও পুলিশ ব্যারিকেড বসিয়েছে। যার ফলে এসব রাস্তায় কেউই ঢুকতে পারছেন না। নিয়মিত এই পথে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। কারণ তাদের বিকল্প পথে যেতে হচ্ছে। শুধু সাধারণ যাত্রী নয়, এমনকি টেস্ট সিরিজে দায়িত্বে থাকা কর্মকর্তারাও স্টেডিয়ামের আশপাশ দিয়ে ঢুকতে পারছেন না।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন কঠোর নিরাপত্তার কারণে স্টেডিয়ামে দর্শকদের প্রবেশও অত্যন্ত সীমিত হয়ে পড়েছে। মাঠের ভেতর দর্শকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম দেখা গেছে। পূর্ব গ্যালারিতে মাত্র ৩০০-এর মতো দর্শক দেখা গেছে। যা সাধারণ পরিস্থিতির তুলনায় খুবই কম। গ্র্যান্ডস্ট্যান্ডও প্রায় ফাঁকা। এমনকি মাঠের বাইরের পরিবেশেও স্বাভাবিকের তুলনায় অনেক কম উৎসাহ দেখা গেছে।

মিরপুর স্টেডিয়ামের সামনে আজও সেনাবাহিনীর সদস্যরা পাহারা দিচ্ছেনএমন পরিস্থিতির পেছনে গতকালের ছাত্রদের দুই পক্ষের সমাবেশকে দায়ী করা হচ্ছে। সাকিব আল হাসানকে কেন্দ্র করে হওয়া এই সমাবেশে দুই পক্ষের সহিংসতার ফলে টেস্ট ম্যাচের নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা সৃষ্টি হয়। বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) সূত্রে জানা গেছে, এই শঙ্কা দূর করতেই বিসিবির সঙ্গে আলোচনা করে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ নিয়েছে। তারা মিরপুর স্টেডিয়ামকে কেন্দ্র করে পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে। যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং ম্যাচ নির্বিঘ্নে চলতে পারে।

যদিও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার কারণে দর্শকদের দুর্ভোগ ও স্বল্প উপস্থিতি টেস্ট ম্যাচের উন্মাদনায় কিছুটা প্রভাব ফেলেছে। তবে খেলার  স্বাভাবিক পরিবেশ তৈরিতে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা বলল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার

বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

মেসিকে ১৫ কোটি টাকার ঘড়ি উপহার দিলেন আম্বানি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ