২০২১ সালের ২১ অক্টোবরের ঘটনা। হলিউডের ‘রাস্ট’ সিনেমার শুটিং চলছিল নিউ মেক্সিকোতে। চিত্রনাট্য অনুযায়ী নিজের পিস্তল থেকে গুলি ছুড়বেন ‘মিশন ইম্পসিবল’খ্যাত অভিনেতা অ্যালেক বল্ডউইন। রাস্ট সিনেমার সহপ্রযোজকও তিনি। শুটিংয়ের জন্য রাখা খেলনা পিস্তল ক্যামেরার দিকে তাক করে গুলি ছুড়লেন অ্যালেক বল্ডউইন। হঠাৎ ঘটে যায় এক অপ্রত্যাশিত দুর্ঘটনা।
অ্যালেক বল্ডউইনের হাতের নকল বন্দুক থেকে ছুটে আসে আসল গুলি! সঙ্গে সঙ্গে মৃত্যু হয় চিত্রগ্রাহক হ্যালাইনা হাটচিনসের। গুরুতর আহত হন রাস্ট সিনেমার পরিচালক জোয়েল সৌজা।
পুলিশের তথ্য অনুযায়ী, বল্ডউইনের হাতে পিস্তলটি তুলে দিয়েছিলেন সিনেমার সহপরিচালক। সবাই জানতেন, এটা ছিল নকল পিস্তল, যাতে কোনো গুলিও ছিল না। এ ঘটনার পর হত্যা মামলা দায়ের করা হয় অ্যালেক বল্ডউইনের বিরুদ্ধে। তবে অভিনেতা বারবার দাবি করে এসেছেন, তাঁর কোনো ধারণাই নেই কীভাবে ওই নকল পিস্তলে আসল গুলি এল!
তিন বছর পর অবশেষে সেই হত্যা মামলা থেকে অব্যাহতি পেলেন অভিনেতা। গত শুক্রবার নিউ মেক্সিকোর বিচারক বল্ডউইনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ খারিজ করে দেন। রায় শুনে আদালতে বসেই কান্নায় ভেঙে পড়েন বল্ডউইন।
অনিচ্ছাকৃত খুনের অভিযোগে এ নিয়ে দ্বিতীয়বারের মতো তাঁর বিরুদ্ধে আসা অভিযোগ খারিজ করে দিয়েছেন আদালত। এ ঘটনায় তাঁকে আর অভিযুক্ত করা যাবে না বলেও উল্লেখ করা হয় শুক্রবারের রায়ে। আলোচিত এই রায়ের পর কান্নায় ভেঙে পড়লেও গণমাধ্যমে কোনো প্রতিক্রিয়া দেননি অ্যালেক বল্ডউইন। দ্রুত স্ত্রীকে নিয়ে আদালত থেকে বেরিয়ে যান তিনি।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে