শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

সেকশন

 

হত্যা মামলা থেকে অব্যাহতি পেলেন অ্যালেক বল্ডউইন

আপডেট : ১৩ জুলাই ২০২৪, ২০:৫৯

আদালতে অ্যালেক বল্ডউইন। ছবি: ইনস্টাগ্রাম ২০২১ সালের ২১ অক্টোবরের ঘটনা। হলিউডের ‘রাস্ট’ সিনেমার শুটিং চলছিল নিউ মেক্সিকোতে। চিত্রনাট্য অনুযায়ী নিজের পিস্তল থেকে গুলি ছুড়বেন ‘মিশন ইম্পসিবল’খ্যাত অভিনেতা অ্যালেক বল্ডউইন। রাস্ট সিনেমার সহপ্রযোজকও তিনি। শুটিংয়ের জন্য রাখা খেলনা পিস্তল ক্যামেরার দিকে তাক করে গুলি ছুড়লেন অ্যালেক বল্ডউইন। হঠাৎ ঘটে যায় এক অপ্রত্যাশিত দুর্ঘটনা।

অ্যালেক বল্ডউইনের হাতের নকল বন্দুক থেকে ছুটে আসে আসল গুলি! সঙ্গে সঙ্গে মৃত্যু হয় চিত্রগ্রাহক হ্যালাইনা হাটচিনসের। গুরুতর আহত হন রাস্ট সিনেমার পরিচালক জোয়েল সৌজা।

পুলিশের তথ্য অনুযায়ী, বল্ডউইনের হাতে পিস্তলটি তুলে দিয়েছিলেন সিনেমার সহপরিচালক। সবাই জানতেন, এটা ছিল নকল পিস্তল, যাতে কোনো গুলিও ছিল না। এ ঘটনার পর হত্যা মামলা দায়ের করা হয় অ্যালেক বল্ডউইনের বিরুদ্ধে। তবে অভিনেতা বারবার দাবি করে এসেছেন, তাঁর কোনো ধারণাই নেই কীভাবে ওই নকল পিস্তলে আসল গুলি এল!

তিন বছর পর অবশেষে সেই হত্যা মামলা থেকে অব্যাহতি পেলেন অভিনেতা। গত শুক্রবার নিউ মেক্সিকোর বিচারক বল্ডউইনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ খারিজ করে দেন। রায় শুনে আদালতে বসেই কান্নায় ভেঙে পড়েন বল্ডউইন।

অনিচ্ছাকৃত খুনের অভিযোগে এ নিয়ে দ্বিতীয়বারের মতো তাঁর বিরুদ্ধে আসা অভিযোগ খারিজ করে দিয়েছেন আদালত। এ ঘটনায় তাঁকে আর অভিযুক্ত করা যাবে না বলেও উল্লেখ করা হয় শুক্রবারের রায়ে। আলোচিত এই রায়ের পর কান্নায় ভেঙে পড়লেও গণমাধ্যমে কোনো প্রতিক্রিয়া দেননি অ্যালেক বল্ডউইন। দ্রুত স্ত্রীকে নিয়ে আদালত থেকে বেরিয়ে যান তিনি।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     

    প্লেব্যাকে সেরাকণ্ঠের টুসি

    বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই নতুন অ্যাপার্টমেন্ট কিনলেন অভিষেক

    নচিকেতার সঙ্গে জয় শাহরিয়ারের দ্বৈত অ্যালবাম ‘তথাগত’

    নভেম্বরে মুক্তি পাবে ‘রং ঢং’

    বিচার না হওয়া পর্যন্ত ঢাবি ও জাবিতে গাইবেন না সানি

    চলচ্চিত্রশিল্পকে এগিয়ে নিতে গঠিত হলো নতুন সংগঠন

    রাজধানীর মোহাম্মদপুরে দুই যুবককে কুপিয়ে হত্যা

    ফেরার সময় ফুল নিয়ে ফিরতে পারলেই সফলতা: নজরুল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য 

    রাশিয়ার সবচেয়ে ধনী নারীর কাছে স্বামী এখন শত্রু

    সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি পার, বৃষ্টি কবে জানাল আবহাওয়া অধিদপ্তর

    আমি মেধার পক্ষেই ছিলাম: রিমান্ড শুনানিতে আদালতে অতিরিক্ত ডিআইজি মশিউর

    উত্তরখানে দিনব্যাপী জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প