Ajker Patrika

নতুন উদ্যোক্তাদের নিয়ে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি ইউসিবির

নতুন উদ্যোক্তাদের নিয়ে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি ইউসিবির

বাংলাদেশ ব্যাংকের সহায়তায় দিনাজপুরে এসএমই খাতের নতুন উদ্যোক্তাদের নিয়ে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। সম্প্রতি স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (এসইআইপি) উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির দ্বিতীয় পর্বের আওতায় এই কর্মশালার উদ্বোধন করা হয়। 

দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নসহ নতুন এসএমইয়ের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করার জন্য এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ইউসিবি নতুন প্রশিক্ষিত উদ্যোক্তাদের ব্যবসার উন্নয়নের জন্য ঋণ সুবিধা দেবে। 

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. নজরুল ইসলাম ও ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরিদুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ