বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩

সেকশন

 

অনাগত ২ সন্তান হারালেন অভিনেতা ইরফান সাজ্জাদ

আপডেট : ২৪ মে ২০২৩, ১২:২৬

অভিনেতা ইরফান সাজ্জাদ। ছবি: ফেসবুক অনাগত দুই সন্তানকে হারিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। গত ৫ মে গর্ভপাতে অনাগত দুই সন্তানকে হারিয়েছেন তিনি। বিষয়টি গতকাল মঙ্গলবার নিজের ফেসবুকে ইরফান সাজ্জাদ জানিয়েছেন।

নিজের ফেসবুকে কবরের সামনে একটি ছবি পোস্ট করে ইরফান সাজ্জাদ লিখেছেন, ‘তাদের নাম রেখেছিলাম প্রিয়া আর মায়া। তারা আল্লাহর বেশি প্রিয় হয়ে গেল…!’

এ প্রসঙ্গে ইরফান সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার স্ত্রী শারমিন সাজ্জাদ দেড় বছর ধরে অসুস্থ। চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে তার নিয়মিত চিকিৎসা চলছিল। এর মধ্যে জানতে পারি আমার স্ত্রী অন্তঃসত্ত্বা। এ কারণে আমি দেড় বছর সেভাবে কাজ করিনি। পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করেছি সব সময়।’

অনাগত দুই সন্তান হারালেন অভিনেতা ইরফান সাজ্জাদ। ছবি: ফেসবুক এই অভিনেতা আরও বলেন, ‘গত (৫ মে) দুপুরে চেন্নাই থেকে ঢাকার ফ্লাইটের টিকিট কনফার্ম করা ছিল। কিন্তু হঠাৎ সেদিন সকালে আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। এরপর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। বড় সার্জারি হয় তার। কিন্তু চিকিৎসক আমাদের ছয় মাসের অনাগত সন্তানকে আর পৃথিবীর আলো দেখাতে পারেননি। আমার স্ত্রীর শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে সেই মুহূর্তে চিকিৎসকের হাতে কোনো উপায় ছিল না আমাদের সন্তানকে পৃথিবীর আলো দেখানোর।’

সবশেষে ইরফান বলেন, ‘বর্তমানে আমার স্ত্রী অসুস্থ রয়েছে। সন্তান কী সেটা উপলব্ধি করছি, এই ফিলিং আসলেই ভাষায় প্রকাশ করার মতো মানসিক অবস্থা নেই। দোয়া করবেন যেন সুস্থ স্ত্রীকে নিয়ে দেশে ফিরতে পারি শিগগিরই।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    সহশিল্পীদের কাছে দুঃখ প্রকাশ করলেন রাজ

    মানসিক প্রস্তুতি নিয়েই সিনেমায় ফিরতে চান আমির

    প্রথম মৃত্যুবার্ষিকীতে মুক্তি পেল কেকের গাওয়া শেষ মারাঠি গান 

    ৮৩ বছর বয়সে চতুর্থ সন্তানের বাবা হচ্ছেন আল পাচিনো

    ধূসর শাড়িতে সাদা গোলাপ হাতে কার অপেক্ষায় মিম

    নাট্যকার ও নির্মাতা মোহন খানের মৃত্যু

    জ্যৈষ্ঠের গরমে ভোগান্তি বাড়াচ্ছে লোডশেডিং

    গাজীপুর মেট্রোপলিটন থেকে ব্যাটালিয়নে বদলি মোল্যা নজরুল

    শীতলক্ষ্যায় পড়ে নিরাপত্তা প্রহরী নিখোঁজ

    দক্ষিণখানে পুঁতে রাখা কানাডা প্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক  

    ‘ঘুষ দিয়ে চেয়ারে বসেছি, ফ্রিতে সেবা দিতে আসিনি’ সংবাদ মিথ্যা বলে দাবি সিএমপির