মঙ্গলবার, ৩০ মে ২০২৩

সেকশন

 

ভারতে অচল হচ্ছে ২০০০ রুপির নোট, বদলাতে হলে যা করতে হবে

আপডেট : ২১ মে ২০২৩, ১৯:৪৩

ভারতে তুলে নেওয়া হচ্ছে ২০০০ রুপির নোট। ছবি: পিটিআইয়ের সৌজন্যে গত শুক্রবার বাজার থেকে ২০০০ রুপির নোট তুলে নেওয়ার ঘোষণা দেয় রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। আরবিআই জানায়, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নোট বদলে নেওয়া অথবা জমা দেওয়ার সুযোগ থাকবে। কীভাবে নোট বদল করা যাবে সেটি জানানো হলেও কিছুটা অস্পষ্টতা ছিল। অবশেষে এ নিয়ে আজ রোববার বিজ্ঞপ্তি দিয়েছে আরবিআই। 

আরবিআই–এর বিজ্ঞপ্তির বরাতে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, ২০০০ রুপির নোট জমা দিতে হলে অথবা বদলাতে গেলে কাউকে কোনো পরিচয়পত্র দেখাতে হবে না, নির্দিষ্ট কোনো ফরমও পূরণ করতে হবে না। তবে এক ব্যক্তি একবারে সর্বোচ্চ ২০ হাজার রুপির সমপরিমাণ ২০০০ রুপির নোট বদলে নিতে পারবেন। ব্যাংকের গ্রাহক নন, এমন ব্যক্তিরাও নোট বদলের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে কোনো অতিরিক্ত অর্থ দিতে হবে না। 

ইন্ডিয়া টুডে জানায়, ২৩ মে থেকে আরবিআই–এর ১৯টি আঞ্চলিক অফিসে ও বিভিন্ন ব্যাংকে ২০০০ রুপির নোট বদলে নেওয়া যাবে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আরবিআই এরই মধ্যে সব ব্যাংকে ২০০০ রুপির ‘ইস্যু’ বন্ধ করার নির্দেশ দিয়েছে। এর আগে ২০১৬ সালের নভেম্বরে ১০০০ ও ৫০০ রুপির নোট বাতিলের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

আরবিআইয়ের বিবৃতিতে বলা হয়, ওই সময়ে নোটের ঘাটতি পূরণ করতে বাজারে ২০০০ রুপির নোট ছাড়া হয়েছিল। বর্তমানে অন্য নোটগুলোর যথেষ্ট জোগান আছে। তাই ২০১৮-১৯ সালে ২০০০ রুপির নোট ছাপানো বন্ধ করে দেওয়া হয়। 

একটি সূত্র এনডিটিভিকে জানিয়েছে, নোট বদলে নেওয়ার সময়সীমা বাড়াতে পারে আরবিআই। ৩০ সেপ্টেম্বরের পরেও যদি কারও কাছে ২০০০ রুপির নোট থাকে, তবে সেই নোটের বৈধ টেন্ডার থাকবে। 

২০০০ রুপির নোটগুলোর ৮৯ শতাংশই ২০১৭ সালের মার্চের আগে ইস্যু করা হয়েছিল বলে জানিয়েছে আরবিআই। বিবৃতিতে বলা হয়েছে, বাজারে ২০০০ রুপির নোটের লেনদেন দিনে দিনে কমছে। ২০১৮ সালের ৩১ মার্চ পর্যন্ত ৬ দশমিক ৭৩ লাখ কোটি রুপির সমমূল্যের নোট ভারতের বাজারে ছিল। কিন্তু ২০২৩ সালের মার্চে তা কমে ৩ দশমিক ৬২ লাখ কোটি রুপিতে নেমে এসেছে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    মূলধন ঘাটতিতে আট ব্যাংক

    গোয়াফেস্টে ৫ পুরস্কার জিতেছে মাইন্ডশেয়ার বাংলাদেশ 

    আগাম কর থাকছে না উড়োজাহাজ ইঞ্জিনে

    বিকাশ থেকে গ্রামীণফোনে রিচার্জে জেতা পুরস্কার নিলেন গ্রাহকেরা

    সোনার দাম কমল ভরিতে ১ হাজার ৭৪৯ টাকা

    চাল রপ্তানি কমিয়ে দিচ্ছে বাংলাদেশের বড় উৎস ভিয়েতনাম

    মধ্যরাতে ফাঁস হওয়া রা‌জের ভিডিওতে সুনেরাহ, তিশা

    জাদেজার জাদুতে রোমাঞ্চ জিতে চেন্নাইয়ের পাঁচ

    সিলেটে কিশোরী মাকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

    সংসদে বাজেট অধিবেশন উপলক্ষে ডিএমপির নিষেধাজ্ঞা

    মূলধন ঘাটতিতে আট ব্যাংক

    ‘ডা. জাফরুল্লাহ দেশ ও সমাজ গঠনে জীবনের শেষ দিন পর্যন্ত যুদ্ধ করে গেছেন’