টি-টোয়েন্টি সিরিজে আয়ারল্যান্ডের ব্যাটারদের বেশ পরীক্ষা নিয়েছেন তাসকিন আহমেদ। দুর্দান্ত বোলিং করে হয়েছেন সিরিজ-সেরা। উইকেটের আচরণ কেমন হবে, তা নিয়ে না ভেবে নিজের ওপর বিশ্বাস রাখার কথা জানিয়েছেন বাংলাদেশের এই পেসার।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ৮ উইকেট নিয়েছেন তাসকিন। তাঁর ইকোনমি ৭.১ এবং বোলিং গড়: ৮.৮৮। বাংলাদেশের সিরিজ জয়ে বোলিংয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ৮ উইকেটের ৭ উইকেট নিয়েছেন প্রথম দুই টি-টোয়েন্টিতে, যেখানে প্রথম ম্যাচে ৪ উইকেট এবং দ্বিতীয় ম্যাচে ৩ উইকেট নেন। দুটো ম্যাচেই বাংলাদেশ ২০০-এর ওপরে রান করে হেসেখেলে জিতেছে। বাংলাদেশ হারলেও আজ তাসকিন পেয়েছেন ১ উইকেট। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশের এই পেসার বলেন, ‘আমি নিজের ওপর বিশ্বাস রেখেছি। উইকেট ফ্ল্যাট হোক বা না হোক, আমি আমার প্রক্রিয়াতেই ছিলাম। দলকে জেতানোর সাহায্য করছিলাম। গত কয়েক বছর দল হিসেবে আমরা খুব কঠোর পরিশ্রম করছি। আমরা ভালো পেস বোলিং গ্রুপ হতে চাই।’
টি-টোয়েন্টি সিরিজের মতো ওয়ানডেতেও দুর্দান্ত বোলিং করেন তাসকিন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৫ উইকেট নিয়েছেন তাসকিন। ইকোনমি ও বোলিং গড় ছিল ২.৫৬ এবং ৮.২।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে