শুক্রবার, ০২ জুন ২০২৩

সেকশন

 

বিদেশ থেকে মুহূর্তেই টাকা আনা যাবে নগদে

আপডেট : ২৫ মার্চ ২০২৩, ২১:১১

ছবি: সংগৃহীত ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের মাধ্যমে বিদেশ থেকে মুহূর্তেই টাকা আনা যাবে। এতে প্রতি হাজারে সরকারি বোনাস ২৫ টাকাসহ সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত বোনাস পাওয়ার সুযোগ দিচ্ছে নগদ।

নগদ লিমিটেড বাংলাদেশ ব্যাংক অনুমোদিত একটি রেমিট্যান্স সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম শুরু করেছে। ফলে এখন থেকে প্রবাসীরা কম খরচে সর্বোচ্চ নিরাপত্তা ও দ্রুত সময়ে দেশে আত্মীয়স্বজনের কাছে টাকা পাঠাতে পারবেন।

বৈধভাবে রেমিট্যান্স পাঠানোকে উৎসাহিত করতে নগদ একটি বোনাস ক্যাম্পেইন চালু করেছে। এই ক্যাম্পেইনের আওতায় একজন গ্রাহক ১০ হাজার বা এর বেশি টাকা পাঠালে প্রতি লেনদেনে ১০০ টাকা বোনাস পাবেন এবং ক্যাম্পেইন চলাকালীন গ্রাহক সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন। ৩০ এপ্রিল পর্যন্ত ক্যাম্পেইনটি চালু থাকবে।

নগদ রেমিট্যান্স সেবার ফলে এখন আর প্রবাসীদের স্বজনদের রেমিট্যান্স পাওয়ার জন্য কোনো ধরনের অপেক্ষা করতে হবে না এবং কোনো কর্মদিবসের ওপরও নির্ভর করতে হবে না। রেমিট্যান্স সেবা ৩৬৫ দিন ২৪ ঘণ্টা গ্রাহকের জন্য খোলা থাকবে, ফলে চাইলেই পৃথিবীর যেকোনো স্থান থেকে মুহূর্তেই রেমিট্যান্স পাঠানো যাবে নগদে।

ইউরোপিয়ান ইউনিয়নের দেশসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইতালি, কাতার, কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, সিঙ্গাপুর ও জাপান থেকে কম খরচে টাকা পাঠাতে পারবেন প্রবাসীরা। এসব দেশ থেকে পার্টনার এক্সচেঞ্জ হাউস, মানি ট্রান্সফার অপারেটর বা ব্যাংকের মাধ্যমে নগদে রেমিট্যান্স পাঠানো যাবে।

প্রাথমিকভাবে দেশের সোনালী ব্যাংক লিমিটেড পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, এনসিসি ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং ট্রাস্ট ব্যাংক লিমিটেডের পার্টনার এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে তাৎক্ষণিকভাবে দেশে নগদ ওয়ালেটে টাকা পাঠানো যাবে। ক্রমাগত দেশের সব ব্যাংকের মাধ্যমে এই সেবা ছড়িয়ে দিতে কাজ করে যাবে প্রতিষ্ঠানটি।

নগদের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘আমরা শুরু থেকে চেষ্টা করেছি মানুষের জীবন সহজ করার জন্য। এরই অংশ হিসেবে আজ যুক্ত হলো রেমিট্যান্স, এর ফলে প্রবাসী ভাই-বোনেরা এখন কম খরচে দ্রুত সময়ে দেশে টাকা পাঠাতে পারবেন।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    ২০ বছর পূর্তি উদ্‌যাপন ইস্টার্ন ইউনিভার্সিটির

    বিএইএয়ের বিভিন্ন প্রকল্পের প্রদর্শনী উদ্বোধন

    আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালনা বোর্ডের সভা

    এবারও অনলাইন কোরবানি হাট চালু বেঙ্গল মিটের

    ১০ কর্মচারীকে হজে পাঠাল ইউসিবি

    সিঙ্গারের ওয়েবসাইট থেকে পণ্য কিনলে বিনা মূল্যে হোম ডেলিভারি

    শ্যামলীতে বহুতল ভবনে আগুন: নিচে মোবাইল ফোনে আটকা পড়াদের কান্নার আওয়াজ

    কানাডায় সিগারেটই দেবে মৃত্যুর বার্তা

    দক্ষিণখানে ২৬ লাখ টাকার জন্য স্ত্রীকে হত্যা করে কানাডায় পালান স্বামী: পুলিশ

    মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বাস্তবায়ন সম্ভব নয়: সিপিডি

    গোপালগঞ্জে ধর্ষণের শিকার স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, মামলার পর আসামি গ্রেপ্তার

    মোহাম্মদপুরে বহুতল ভবনে আগুন