এবার আইফোন ব্যবহারকারীদের জন্য ভয়েস স্ট্যাটাস দেওয়ার সুবিধা এনেছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধা চালুর ফলে আইফোন ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপে যেকোনো ধরনের অডিও স্ট্যাটাস হিসেবে দিতে পারবেন। গত মাসে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এ সুবিধা চালু করা হয়।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ ম্যাকের প্রতিবেদন অনুযায়ী, এ সুবিধা চালুর ফলে আইফোন ব্যবহারকারীরা এখন থেকে হোয়াটসঅ্যাপে ভয়েস নোট রেকর্ড করে তা স্ট্যাটাস হিসেবে পোস্ট করতে পারবেন। স্ট্যাটাসের অপশন থেকেই ভয়েস রেকর্ড করা যাবে। ফলে ভয়েস রেকর্ডের জন্য আলাদা অ্যাপে ব্যবহারের বাড়তি ঝামেলা করতে হবে না ব্যবহারকারীকে। চ্যাটে থাকা ভয়েস নোটও স্ট্যাটাস হিসেবে ব্যবহার করা যাবে। আপাতত সর্বোচ্চ ৩০ সেকেন্ড দৈর্ঘ্যের ভয়েস স্ট্যাটাস দেওয়া যাবে।
সম্প্রতি, আইওএস অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা আনে হোয়াটসঅ্যাপ। দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, বিগত বছরের শেষ দিকে নতুন এই ফিচার পরীক্ষা শুরু করে হোয়াটসঅ্যাপ। এ সুবিধার ফলে হোয়াটসঅ্যাপে ভিডিও কল চলাকালীন অন্য কোনো অ্যাপ চালু করলে ব্যবহারকারীর ভিডিও কল ‘মিনিমাইজ’ করবে হোয়াটসঅ্যাপ। ফলে, সেবায় ভিডিও কল চলাকালীন অন্য কাজ করার সুযোগ পাওয়া যাবে।
এর আগে, সর্বোচ্চ ১০০ ছবি ও ভিডিও পাঠানোর সুবিধা আনে হোয়াটসঅ্যাপ। আগে একসঙ্গে সর্বোচ্চ ৩০টি ছবি ও ভিডিও পাঠানো যেত হোয়াটসঅ্যাপে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই সুবিধা অ্যান্ড্রয়েড এবং আইওএস—দুই অপারেটিং সিস্টেমেরই ব্যবহারকারীরা পাবেন। তবে নতুন এ সুবিধা পেতে ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপ অ্যাপ আপডেট করে নিতে হবে। সম্প্রতি, ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য গুণগতমান বজায় রেখে ছবি পাঠানোর সুবিধা আনে হোয়াটসঅ্যাপ।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে