Alexa
রোববার, ০২ এপ্রিল ২০২৩

সেকশন

epaper
 

টিকটকে যুক্ত হচ্ছে গণিত, বিজ্ঞানের ভিডিওর আলাদা ফিড 

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১৭:৩৩

যুক্তরাষ্ট্রের টিকটক ব্যবহারকারীরা শিগগিরই অ্যাপের হোমপেজে নতুন এই ফিড পাবেন। ছবি: টিকটকের সৌজন্যে গণিত, বিজ্ঞানের ভিডিও দেখতে ব্যবহারকারীরা সাধারণত ইউটিউবেই ভরসা রাখেন। আর ইউটিউবের সঙ্গে পাল্লা দিতে প্ল্যাটফর্মে নিয়মিতই বিভিন্ন সুবিধা আনছে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। এরই ধারাবাহিকতায় এবার টিকটকে যুক্ত হচ্ছে গণিত, বিজ্ঞানের ভিডিওর আলাদা ফিড।

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, টিকটকে প্রবেশের পর হোমপেজে ‘ফলোয়িং’ ও ‘ফর ইউ’ নামের দুটি ফিড দেখতে পান ব্যবহারকারীরা। ‘ফলোয়িং’ ফিডে মূলত ব্যবহারকারীরা যাদের ফলো করেন, তাদের ভিডিও দেখতে পান। ‘ফর ইউ’ ফিডে ব্যবহারকারীদের ভিডিও দেখার ইতিহাস পর্যালোচনা করে ভিডিও প্রদর্শন করে টিকটক। এবার এই দুটি ফিডের পাশে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতের (এসটিইএম) ভিডিওর আলাদা ফিড রাখতে যাচ্ছে প্ল্যাটফর্মটি। 

যুক্তরাষ্ট্রের টিকটক ব্যবহারকারীরা শিগগিরই অ্যাপের হোমপেজে নতুন এই ফিড পাবেন। তবে সব বিজ্ঞান ও প্রযুক্তির ভিডিও এই ফিডে জায়গা পাবে না। টিকটক জানিয়েছে, ভিডিওগুলোকে কিছু যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

এর আগে, ‘স্পোর্টস’, ‘ফ্যাশন’, ‘গেমিং’ও ‘ফুড’ নামের চারটি আলাদা ভিডিও ফিড যুক্ত করে টিকটক। ফিডগুলোর যে কোনো একটিতে ক্লিক করলে নির্দিষ্ট বিষয়ের ভিডিওগুলো দেখা যাবে। অর্থাৎ, ফুড ফিডে ক্লিক করলে টিকটকে থাকা সব ধরনের খাবারের ভিডিওগুলো দেখা যাবে। নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীর জন্য এ সুবিধা উন্মুক্ত করেছে প্ল্যাটফর্মটি।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, নতুন এ ভিডিও ফিড টিকটকের হোমপেজের ‘ফলোয়িং’এবং ‘ফর ইউ’ ফিডের পাশে যুক্ত করা হয়েছে। ফলে ব্যবহারকারীরা চাইলে ফিডগুলোয় ক্লিক করে নিজেদের পছন্দের ভিডিও দেখতে পারবেন।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    হোয়াইট হাউস ব্লু টিকের জন্য কোনো অর্থ দেবে না 

    ১ হাজার টেরাবাইটের এসএসডি আনবে স্যামসাং 

    জিমেইল, গুগল ডকে যুক্ত হলো এআই

    গুগলে কর্মীদের ফ্রি খাবারের সুবিধা বন্ধ  

    মেটা ইউরোপে রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ করতে পারে  

    চ্যাটজিপিটি নিষিদ্ধ করেছে ইতালি 

    ‘আবাসিকতার কাহিনি বাদ, যা বলব তাই হবে’, ছাত্রলীগকর্মীর হুমকি

    সাপ্লাই চেইন লজিস্টিক ব্যয় কমাতে কাজ করবেন প্রফেশনালেরা

    হারল্যানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিদ্যা সিনহা মিম

    কাউকে সস্তা রাজনীতি করতে দেব না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    কাপ্তাইয়ে ২১৭ লিটার চোলাইমদসহ আটক ১

    রেলক্রসিংয়ে মাদ্রাসার ছাত্রদের চিৎকারে রক্ষা পেল প্রাণ