ইন্টারন্যাশনাল ইথনোস্পোর্টস বাংলাদেশ অ্যাসোসিয়েশনের (আইইবিএ) উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে যোগ দিয়েছেন ব্যবসায়ী মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি জাপানি ইলেকট্রনিকস সামগ্রীর নির্মাতা প্রতিষ্ঠান সনির বাংলাদেশের পরিবেশক। এ ছাড়া তিনি স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।
সম্প্রতি আইইবিএর সভাপতি ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব মো. নজরুল ইসলাম খান (এনআই খান) এবং সাধারণ সম্পাদক মো. আল মামুনের আমন্ত্রণে সংগঠনটির উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন জহিরুল।
অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে জানান জহিরুল। এ ছাড়া তিনি দেশের ঐতিহ্যবাহী খেলা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দিতে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
আইইবিএর উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মো. শাহাবুদ্দিন চুপ্পু, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব খন্দকার শওকত হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ফারুক হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আখতার হোসেন, পদ্মাসেতুর প্রধান সমন্বয়ক মেজর জেনারেল (অব.) আবু সাঈদ মো. মাসুদ, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব আবদুন নূর মুহম্মদ আল ফিরোজ, সাধারণ বিমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ বেলাল হোসেন, হাক্কানি পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফা, আলহাজ্ব মকবুল হোসেন কলেজের প্রাধ্যক্ষ আ ফ ম রেজাউল হাসান, বহুজাতিক সংস্থা গালফ নাসিম এবং গ্রিন ফিল্ড জেনারেল ট্রেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. আকবর হোসেন, স্টেপ মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা তৌহিদ খান এবং সিকদার ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস কে আব্দুর রফিক আলী।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে