আগামী ১২ থেকে ১৬ ফেব্রুয়ারি রাজস্ব খাতভুক্ত সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন) পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। আরইবির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ জানুয়ারি অনুষ্ঠিত লিখিত (রচনামূলক) পরীক্ষায় উত্তীর্ণ ৭৯ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা ১২ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ-২ এ অবস্থিত বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে এই মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মৌখিক পরীক্ষার জন্য নতুনভাবে প্রবেশপত্র দেওয়া হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্র মৌখিক পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে। পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, অভিজ্ঞতা সনদ, চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্র ও নাগরিকত্ব সনদ সঙ্গে আনতে হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি এই
লিংকে দেওয়া বিজ্ঞপ্তি থেকে দেখা যাবে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে