উপশাখা ব্যবসায়ে উন্নয়নের জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমান। প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মুহাম্মদ মুনিরুল মওলা।
এ ছাড়া সম্মেলনে ব্যাংকের ২২৯টি উপশাখার ইনচার্জসহ প্রধান কার্যালয়ের নির্বাহী ও কর্মকর্তারা এই সম্মেলনে অংশ নেন।
সম্মেলনে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, মো. ওমর ফারুক খান ও জে. কিউ. এম. হাবিবুল্লাহ, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, আবুল ফায়েজ মুহাম্মাদ কামালউদ্দিন, ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরী, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুব আলম, মিজানুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা, মো. আশরাফুল হক, মো. মিজানুর রহমান ভূঁইয়া এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে