Alexa
বুধবার, ২২ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

দেশের ওয়েব সিরিজে বাঁধন

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ১৫:১২

আজমেরী হক বাঁধন। ছবি: ইনস্টাগ্রাম প্রথমবার বাংলাদেশি ওয়েব সিরিজে অভিনয় করছেন আজমেরী হক বাঁধন। তাঁর বিপরীতে আছেন শাহরিয়ার নাজিম জয়। ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য নাম ঠিক না হওয়া সিরিজটি পরিচালনা করছেন শঙ্খ দাশগুপ্ত। এই পরিচালক এর আগে ওয়েব সিরিজ ‘বলি’ বানিয়েছেন। সিরিজটির খোঁজ পাওয়া যায় অভিনেতা জয়ের একটি ফেসবুক পোস্টের সূত্র ধরে। পোস্টে হলুদাভ ছবিতে নির্মাতার সঙ্গে হাস্যোজ্জ্বল জয় ও বাঁধন। ক্যাপশনের শুরুতে লেখা, ‘বাঁধনকে বাচ্চাসহ বিয়ে করতে হবে কখনো ভাবিনি!’

এরপরই বিষয়টি পরিষ্কার করেন অভিনেতা। বললেন, ‘ঘটক রেদওয়ান রনি ও চরকি। বিয়ের কাজি শঙ্খ দাশগুপ্ত। বছর শেষে আসছে ওয়েব সিরিজটি। শঙ্খ দুর্দান্ত নির্মাতা। বাঁধন আন্তর্জাতিক অভিনেত্রী। আর আমাকে বলা যেতে পারে ভাগ্যবান। এতটুকুই জানালাম। চরকি ও শঙ্খ দাশগুপ্ত নিশ্চয়ই ধামাকা দিয়ে দুই বাংলার মানুষকে অসাধারণ গল্পের এই ওয়েব সিরিজটি দেখতে বাধ্য করবেন।’

২৫ সেপ্টেম্বর সিরিজটির শুটিং শুরু হবে। এখন রিহার্সাল চলছে পুরোদমে। এটি সাত পর্বের সিরিজ। বাঁধন বলেন, ‘চরকির সঙ্গে এই প্রথম কাজ। দুর্দান্ত গল্প-চিত্রনাট্য সাজিয়েছেন নির্মাতা। আর এই সময়ের সেরা অভিনয়শিল্পীদের দেখা যাবে সিরিজটিতে।’

আজমেরী হক বাঁধন। ছবি: ইনস্টাগ্রাম কাজের সূত্রে বেশ কিছুদিন ভারতে ছিলেন বাঁধন। সেখানে তিনি বিশাল ভরদ্বাজের নির্মাণে ‘খুফিয়া’ নামের একটি সিনেমায় কাজ করছেন। ওই কাজ সেরে ৫ সেপ্টেম্বর ঢাকায় ফিরেছেন। এরপরই যোগ দিয়েছেন ওয়েব সিরিজের রিহার্সালে।

বাঁধন ও নির্মাতার সঙ্গে জয় প্রকাশ পেয়েছে ‘খুফিয়া’র ফার্স্ট লুক টিজার। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে দেখা যাবে সিনেমাটি। থ্রিলার গল্পে বানানো ‘খুফিয়া’র ফার্স্ট লুকে ঝড় তুলেছেন বাঁধন। তিনি বলেন, ‘টিজারে আমার যে শটটা দেখা যাচ্ছে, সেটা আমার নিজেরও ভীষণ পছন্দের। ভোরের দিকে নেওয়া হয়েছিল শটটা।’

বাঁধনের প্রথম ওয়েব সিরিজ ছিল ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’।  সৃজিত মুখার্জি পরিচালিত ভারতীয়  সিরিজটিতে মুশকান জুবেরীর চরিত্রে অভিনয় করেছেন বাঁধন।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     
    ভোটের মাঠে

    মাদারীপুর-২: শাজাহানের দুর্গে নাছিমের চোখ

    রমজানের চাঁদ দেখা সুন্নত

    প্রস্তুতিতে আ.লীগ, সিদ্ধান্তহীন বিএনপি

    স্মৃতিতে মার্চ ১৯৭১

    আর কত প্রাণ গেলে আমাদের হুঁশ হবে

    মৈত্রী পাইপলাইন

    ‘মেয়ের বাপ হওয়াই তো পাপ’

    টিকটক ‘ভয়ংকর’ কনটেন্টে সয়লাব বলছে ইতালি 

    দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, রোজা শুরু শুক্রবার

    এয়ারবাস থেকে উড়োজাহাজ ক্রয়ের পরিকল্পনা রয়েছে: বিমান প্রতিমন্ত্রী

    বিইউপির আন্তবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় জয়ী আইন বিভাগ

    প্রাথমিকে আরও তিন বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ