বনভূমি খাস দেখিয়ে সচিবের ভাইয়ের নামে একাডেমি
কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালংয়ে মূল সড়ক থেকে পূর্ব দিকে প্রায় এক কিলোমিটার গেলে চোখে পড়বে তিনটি একতলা ভবন। সাইনবোর্ডে লেখা আছে ‘শহীদ এ টি এম জাফর আলম মাল্টি ডিসিপ্লিন একাডেমি। প্রতিষ্ঠাতা: শফিউল আলম’। এই শফিউল আলম আওয়ামী লীগ আমলের অন্যতম একজন দাপুটে আমলা, যিনি দেশের ২১তম মন্ত্রিপরিষদ সচিব ছিলে