
চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে সারা দেশের স্থানীয় দৈনিক আজকের পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলার গণমাধ্যমকর্মী ও বিশিষ্টজনদের নিয়ে এই আয়োজন করা হয়।

বাজারে আসার অল্প দিনেই আজকের পত্রিকা পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছে। এ জন্য অন্য পত্রিকার তুলনায় আজকের পত্রিকার পাঠক-চাহিদা উল্লেখযোগ্য। সেটা পত্রিকার এজেন্ট ও হকারেরাও বলে থাকেন।

নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীতে আজকের পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বেলা ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

আলোচনা সভা, কেক কাটা ও শোভাযাত্রা বের করার মধ্য দিয়ে কুষ্টিয়ায় আজকের পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি উদ্যাপিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ৩টায় কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে অবস্থিত কুষ্টিয়া প্রেসক্লাবের (কেপিসি) সাংবাদিক পিনু/খোকন মিলনায়তনে এ সব অনুষ্ঠান হয়।