Ajker Patrika

বিপিএল নিলামের শুরু থেকে শেষ: দল পেলেন মাহমুদউল্লাহ-মুশফিক, নাঈমই সবচেয়ে দামি

২১: ০৮

শেষ হলো বিপিএলের নিলাম

দেশি ও বিদেশি মিলিয়ে মোট ৪১৫ জন ক্রিকেটার নিলামে উঠেছিলেন। তাঁদের মধ্যে থেকে নিজেদের পছন্দের দল বেঁছে নিয়েছে ছয়টি ফ্র্যাঞ্চাইজি। ৬ ক্যাটাগরি থেকে ১৫৮ জন স্থানীয় ক্রিকেটার নিলামে উঠেছিলেন। বিদেশি ২৫৭ জন ক্রিকেটার নিলামে উঠেন ৫ ক্যাটাগরিতে। সবচেয়ে বেশি ১ কোটি ৮৭ লাখ টাকা খরচ করেছে নবাগত দল নোয়াখালি এক্সপ্রেস।

নিলামে সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ টাকায় বিক্রি হয়েছেন নাঈম শেখ। তাঁকে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। বিদেশিদের মধ্যে সর্বোচ্চ ৫৫ হাজার ডলারে দাসুন শানাকাকে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। শুরুতে দল পাননি মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। শেষদিকে দল পেয়েছেন এই দুই অভিজ্ঞ ক্রিকেটার।

নিলাম শেষ হলেও সমালোচনা থেকেই যাচ্ছে। রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত নিলামে বেশকিছু অব্যবস্থাপনা লক্ষ্য করা গেছে। যা বিপিএলের মানকেই প্রশ্নবিদ্ধ করেছে।

আজকের পত্রিকার লাইভের সঙ্গে যুক্ত থাকায় সবাইকে ধন্যবাদ।

২০: ৩৯

অবিক্রিত মালিক

দল পাননি পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। তাঁর প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

২০: ৩৫

রংপুরে জাহানদাদ খান

২০ হাজার ডলারে জাহানদাদ খানকে পেয়েছে রংপুর রাইডার্স।

২০: ২৯

যুক্তরাষ্ট্রের মারকুটে ওপেনারকে নিল সিলেট

যুক্তরাষ্ট্রের মারকুটে ওপেনার অ্যারন জোন্সকে দলে টেনেছে সিলেট টাইটান্স। ২০ হাজার ডলারে তাঁকে পেয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

২০: ২১

সিলেটে ম্যাথিউস, ঢাকায় শানাকা

‘এ’ ক্যাটাগরি থেকে ভিত্তিমুল্য ৩৫ হাজার ডলারে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে নিয়েছে সিলেট। এই ক্যাটাগরি থেকে ৫৫ হাজার ডলারে দাসুন শানাকা নিয়েছে ঢাকা।

২০: ১৬

প্রথম বিদেশি হিসেবে বিক্রি হলেন ডিকভেলা

প্রথম বিদেশি হিসেবে বিক্রি হলেন নিরোশান ডিকভেলা। শ্রীলঙ্কার এই ক্রিকেটার ভিত্তিমূল্য ৩৫ হাজার ডলারে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম।

২০: ১৪

দল পেলেন না পিযুষ চাওলা

বিপিএলের নিলামের ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন পিযুষ চাওলা। সাবেক ভারতীয় ক্রিকেটারকে কেউ কেনেনি।

২০: ০৯

এবার বিদেশি ক্রিকেটারদের নিলাম

৬ ক্যাটাগরিতে মোট ১৫৮ জন দেশি ক্রিকেটারের নিলাম সম্পন্ন হয়েছে। দেশিদের নিলাম শেষে বিরতি দেওয়া হয়েছে। এরপর শুরু হবে বিদেশি ক্রিকেটারদের নিলাম।

২০: ০১

মাহমুদউল্লাহ-মুশফিকের পর দল পেলেন মুমিনুল

মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের পর নিলামে দল পেলেন মুমিনুল হক। ‘সি’ ক্যাটাগরি থেকে ভিত্তিমূল্য ২২ লাখেই এই ব্যাটারকে দলে টেনেছে সিলেট টাইটান্স।

১৯: ৪৮

অবশেষে দল পেলেন মাহমুদউল্লাহ-মুশফিক

প্রথম ডাকে দল পাননি মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। অবশেষে দল পেলেন এই দুই অভিজ্ঞ ক্রিকেটার। ক্যাটাগরি ‘বি’ থেকে ভিত্তিমূল্য ৩৫ লাখে বিক্রি হলেন তাঁরা। মাহমুদউল্লাহকে নিয়েছে রংপুর রাইডার্স। মুশফিককে ভিড়িয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।

১৯: ৩০

‘ই’ ক্যাটাগরিতে সবচেয়ে বেশি টাকায় বিক্রি হলেন মুগ্ধ

১৪ লাখ টাকার ‘ই’ ক্যাটাগরি থেকে ৩৩ লাখে মুকিদুল ইসলাম মুগ্ধকে নিয়েছে চট্টগ্রাম। ১৯ লাখে ওয়াসি সিদ্দিকীকে দলে টেনেছে রাজশাহী। বাকিদের মধ্যে ভিত্তিমূল্য ১৪ লাখে সিলেটে শহিদুল ইসলাম, চট্টগ্রামে শুভাগত হোম চৌধুরী, আব্দুল্লাহ আল মামুন ঢাকা ক্যাপিটালস, ঢাকায় মারুফ মৃধা, সিলেটে রাহাতুল ফেরদৌস, চট্টগ্রামে সালমান হোসেন, নোয়াখালি এক্সপ্রেস মেহেদি হাসান রানা ও সাব্বির হোসেন, রংপুর নিয়েছে ইফতেখার হোসেনকে।

১৮: ৫৪

দল না পেয়ে মুশফিকের পোস্ট

বিপিএলের নিলামের প্রথম ডাকে দল পাননি মুশফিকুর রহিম। দল না পেয়ে ভেরিফাইড ফেসবুক পেজে বার্তা দিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। তিনি লিখেছেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’ সঙ্গে হাত তালির তিনটি ইমোজি যুক্ত করে দিয়েছেন মুশফিক।

১৮: ৪৭

দ্বিতীয় ডাকেও অবিক্রিত মুমিনুল-সাদমান

প্রথম ডাকে অবিক্রিত ছিলেন মুমিনুল হক ও সাদমান ইসলাম অনিক। দ্বিতীয় ডাকেও তাঁদের দুজনের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

১৮: ৩৫

রংপুরে রাব্বি

ভিত্তিমূল্য ১৮ লাখ টাকায় কামরুল ইসলাম রাব্বিকে দলে টেনেছে রংপুর রাইডার্স। ভিত্তিমূল্য ১৮ লাখে ইরফান শুক্কুরকে নিয়েছে ঢাকা ক্যাপিটালস।

১৮: ৩২

দ্বিতীয় ডাকে দল পেলেন ইবাদত

দ্বিতীয় ডাকে দল পেলেন ইবাদত

‘সি’ ক্যাটাগরির ইবাদত হোসেন প্রথম ডাকে দল পাননি। দ্বিতীয় ডাকে এই পেসারকে নিয়েছে সিলেট টাইটান্স। ভিত্তিমূল্য ২২ লাখেই ইবাদতকে পেয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

১৮: ২৯

২৬ লাখ টাকায় সিলেটে আরিফুল

‘ডি’ ক্যাটাগরির শেষ খেলোয়াড় হিসেবে নিলামে উঠেছিলেন আরিফুল ইসলাম। ২৬ লাখ টাকায় তাঁকে দলে ভিড়িয়েছে সিলেট টাইটান্স।

১৮: ১৮

৫০ লাখ টাকায় নোয়াখালীতে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরিয়ান

৫০ লাখ টাকায় নোয়াখালীতে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরিয়ান
৫০ লাখ টাকায় হাবিবুর রহমান সোহানকে নিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। ছবি: বিসিবি

ডি’ ক্যাটাগরিতে থাকা হাবিবুর রহমান সোহানের ভিত্তিমূল্য ছিল ১৮ লাখ টাকা। তাঁকে ৫০ লাখ টাকায় কিনেছে নোয়াখালী এক্সপ্রেস। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে ৩৫ বলে সেঞ্চুরির কীর্তি রয়েছে সোহানের।

১৭: ৫৪

ঢাকায় সাব্বির, রাজশাহীতে রিপন

‘সি’ ক্যাটাগরির ২২ লাখ টাকা ভিত্তিমূল্যের সাব্বির রহমানকে ২৮ লাখ টাকায় নিয়েছে ঢাকা ক্যাপিটালস। একই ক্যাটাগরির ২২ লাখ টাকা ভিত্তিমূল্যের রিপন মন্ডলকে ২৫ লাখ টাকায় নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।

১৭: ৫৪

৩০ লাখ টাকায় ঢাকায় তাইজুল

২২ লাখ টাকা ভিত্তিমূল্যের তাইজুল ইসলামকে ৩০ লাখ টাকায় নিয়েছে ঢাকা ক্যাপিটালস।

১৭: ৫৪

৫২ লাখ টাকায় ঢাকায় মিঠুন

২২ লাখ টাকা ভিত্তিমূল্যের মোহাম্মদ মিঠুনকে নিয়েও অনেক কাড়াকাড়ি হয়েছে। শেষ পর্যন্ত মিঠুনকে ৫২ লাখ টাকায় নিয়েছে ঢাকা ক্যাপিটালস।

১৭: ৪৫

৫৬ লাখ টাকায় রংপুরে নাহিদ রানা

‘সি’ ক্যাটাগরিতে থাকা নাহিদ রানার ভিত্তিমূল্য ছিল ২২ লাখ টাকা। বাংলাদেশের তরুণ গতিতারকাকে নিতে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে কাড়াকাড়ি হয়ে যায়। অবশেষে ৫৬ লাখ টাকায় তাঁকে নিয়েছে রংপুর রাইডার্স।

১৭: ৩৩

নোয়াখালীতে জাকের আলী অনিক, সাইফউদ্দিন ঢাকায়

ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকায় জাকের আলী অনিককে নিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। যদিও জাকেরের নাম আসতে নোয়াখালী কিনতে আগ্রহ প্রকাশ করেনি। কিন্তু কোটা পূরণ করতে তাঁকে বাধ্য হয়ে কিনেছে নোয়াখালী। ‘বি’ ক্যাটাগরিতে থাকা মোহাম্মদ সাইফউদ্দিনকে ৬৮ লাখ টাকায় নিয়েছে ঢাকা ক্যাপিটালস।

১৭: ৩০

৯২ লাখ টাকায় রংপুরে তাওহীদ হৃদয়, শামীমকে ৫৬ লাখে কিনেছে ঢাকা ক্যাপিটালস

৯২ লাখ টাকায় রংপুরে তাওহীদ হৃদয়, শামীমকে ৫৬ লাখে কিনেছে ঢাকা ক্যাপিটালস
৯২ লাখ টাকায় তাওহীদ হৃদয়কে নিয়েছে রংপুর রাইডার্স। ছবি: বিসিবি

‘বি’ ক্যাটাগরিতে থাকা তানজিম সাকিবের ভিত্তিমূল্য ছিল ৩৫ লাখ টাকা। শেষ পর্যন্ত তাঁকে ৬৫ লাখ টাকায় কিনেছে রাজশাহী ওয়ারিয়র্স। এই ক্যাটাগরিতে থাকা ইয়াসির আলী চৌধুরী রাব্বিকে ৪৪ লাখ টাকায় কিনেছে রাজশাহী। এছাড়া ৯২ লাখ টাকায় তাওহীদ হৃদয়কে নিয়েছে রংপুর রাইডার্স। শামীম পাটোয়ারীকে ৫৬ লাখ টাকায় কিনেছে ঢাকা ক্যাপিটালস। হৃদয়, শামীম দুজনই ছিলেন ‘বি’ ক্যাটাগরিতে।

১৭: ২৩

অবিক্রীত মাহমুদউল্লাহ-মুশফিক

মাহমুদউল্লাহ রিয়াদ ছিলেন ‘বি’ ক্যাটাগরিতে। তবে তাঁকে কিনতে কোনো আগ্রহ দেখায়নি। তাঁর মতো অবিক্রীত থেকে গেলেন মুশফিকুর রহিমও। মাহমুদউল্লা এ বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন। মুশফিক ওয়ানডে ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলেছেন।

১৭: ১৫

লিটনের দাম ৭৫ লাখ টাকা

নাঈম শেখের মতো লিটন দাসও ছিলেন ‘এ’ ক্যাটাগরিতে। তবে নাঈমের মতো লিটনকে নিয়ে অত কাড়াকাড়ি হয়নি। লিটনকে ৭৫ লাখ টাকায় নিয়েছে রংপুর রাইডার্স।

১৭: ১৫

১ কোটি ১০ লাখ টাকায় চট্টগ্রামে নাঈম শেখ

১ কোটি ১০ লাখ টাকায় চট্টগ্রামে নাঈম শেখ

৫০ লাখ টাকা ভিত্তিমূল্য থেকে শুরু হয় নাঈম শেখের নিলাম। ‘এ’ ক্যাটাগরিতে থাকা এই ক্রিকেটারকে নিতে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে কাড়াকাড়ি লেগে যায়। শেষ পর্যন্ত ১ কোটি ১০ লাখ টাকায় তাঁকে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস।

১৭: ০৩

সরাসরি চুক্তিতে আছেন যাঁরা

ঢাকা ক্যাপিটালস

স্থানীয় খেলোয়াড়: তাসকিন আহমেদ, সাইফ হাসান

বিদেশি খেলোয়াড়: অ্যালেক্স হেলস (ইংল্যান্ড), উসমান খান (পাকিস্তান)

রংপুর রাইডার্স

স্থানীয় খেলোয়াড়: মোস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান

বিদেশি খেলোয়াড়: খাজা নাফায় (পাকিস্তান), সুফিয়ান মুকিম (পাকিস্তান)

চট্টগ্রাম রয়্যালস

স্থানীয় খেলোয়াড়: শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম

বিদেশি খেলোয়াড়: আবরার আহমেদ (পাকিস্তান)

নোয়াখালী এক্সপ্রেস

স্থানীয় খেলোয়াড়: সৌম্য সরকার, হাসান মাহমুদ

বিদেশি খেলোয়াড়: কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা), জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ)

সিলেট টাইটান্স

স্থানীয় খেলোয়াড়: মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ

বিদেশি খেলোয়াড়: মোহাম্মদ আমির (পাকিস্তান), সাইম আইয়ুব (পাকিস্তান)

রাজশাহী ওয়ারিয়র্স

স্থানীয় খেলোয়াড়: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত

বিদেশি খেলোয়াড়: মোহাম্মদ নাওয়াজ (পাকিস্তান), সাহিবজাদা ফারহান (পাকিস্তান)

১৬: ৫২

শিগগিরই শুরু হচ্ছে মেয়েদের বিপিএল

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিপিএলের নিলাম উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ‘আমরা ঘোষণা করতে যাচ্ছি, অচিরেই মেয়েদের বিপিএল আয়োজন করব আমাদের। ফ্র্যাঞ্চাইজিদের অনুরোধ করব, ছেলেদের পাশাপাশি যদি মেয়েদের দল রাখেন, আমরা অগ্রাধিকার দেব।’

১৬: ৪৭

নজর থাকছে যাঁদের ওপর

শীর্ষস্থানীয় দেশি ক্রিকেটারদের অনেকেই সরাসরি চুক্তিতে দল পেয়েছেন। তবে এর বাইরেও বেশ কিছু ক্রিকেটার আছেন, যাদের নিয়ে একাধিক দল কাড়াকাড়ি করতে পারে। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস নিলামের ‘এ’ ক্যাটাগরিতে আছেন। শীর্ষ ক্যাটাগরির আর একজনই নিলামে থাকছেন, তিনি বাঁহাতি ব্যাটার নাঈম শেখ। অভিজ্ঞ মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞরা থাকতে পারেন দলগুলোর আগ্রহের কেন্দ্রে।

১৬: ৪২

অভিযুক্ত খেলোয়াড়দের রিট খারিজ

অতীতে জাতীয় ক্রিকেট দলে প্রতিনিধিত্বকারী খেলোয়াড়সহ মোট ৯ ক্রিকেটারকে ১২তম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামের তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করেছে। তাদের নাম পুনরায় সংযোজনের নির্দেশনা চেয়ে তিনটি রিট পিটিশন দায়ের করা হয়েছে।

পিটিশনকারীদের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সিনিয়র অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান, অ্যাডভোকেট (আপিল বিভাগ), বাংলাদেশ সুপ্রিম কোর্ট সবার কথা শুনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সমন্বয়ে গঠিত বিভাগীয় বেঞ্চ বিচারপতি সিকদার মাহমুদুর রাজি ও মাননীয় বিচারপতি রাজিউদ্দিন আহমদ রিট পিটিশনগুলো খারিজ করে দিয়েছেন। তাতে ১২তম বিপিএলের নিলাম বহিষ্কৃত ৯ ক্রিকেটারকে ছাড়াই হবে।

১৬: ৩৭

শুরু হয়েছে বিপিএল নিলাম

শুরু হয়েছে বিপিএল নিলাম
চলছে ২০২৬ বিপিএলের নিলাম। ছবি: আজকের পত্রিকা

১২ বছর পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম হচ্ছে। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে চলছে ২০২৬ বিপিএলের নিলাম। ‘এ’ ক্যাটাগরিতে আছেন লিটন দাস ও নাঈম শেখ। সরাসরি চুক্তিতে সিলেট টাইটান্স নিয়েছে মেহেদী হাসান মিরাজকে।