Ajker Patrika

এবি পার্টির সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এবি পার্টির সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক 

ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) নির্বাচন বিশেষজ্ঞ দল শনিবার (৯ ডিসেম্বর) ঢাকায় আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছে। 

দলটির সদস্যরা রাজনৈতিক দলগুলোর নিবন্ধন, নির্বাচনের আইনি বিভিন্ন দিক ও প্রেক্ষাপট, তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গ, সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ, জোটভিত্তিক রাজনীতি ও ভোটের বিভিন্ন দিক, আগামী ৭ জানুয়ারি ভোট অনুষ্ঠানের প্রস্তুতিসহ নানাদিক নিয়ে কথা বলেছেন বলে বৈঠক সূত্র জানায়। 

এবি পার্টির সঙ্গে বৈঠকটি হয়েছে ঢাকার একটি হোটেলে। দলের মহাসচিব মজিবুর রহমান মঞ্জু জানান, ইইউ দলটির রাজনীতির নানা দিক ও ৭ জানুয়ারির ভোট বর্জনের কারণ জানতে চান। দল থেকে বলা হয়েছে, সকল শর্ত পূরণ সত্ত্বেও ইসি সংগঠনটিকে নিবন্ধন দেয়নি। এমন অবস্থায় নিবন্ধনের জন্য হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। 

এবি পার্টি ইইউ কর্মকর্তাদের জানায়, একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন করার জন্য শুরু থেকেই নির্বাচন কমিশন ও সরকারের কোনো আগ্রহ ছিল না। নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নেই। গত অক্টোবর থেকে এ পর্যন্ত গণতন্ত্রের জন্য আন্দোলনরত বিভিন্ন দলের প্রায় ২০ হাজার নেতা-কর্মীকে বেআইনিভাবে আটক করা হয়। ছয় শতাধিক বিরোধী নেতাকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। পুলিশের ভূমিকার কারণে গণতান্ত্রিক স্থান ক্রমেই সংকুচিত হচ্ছে।

ক্ষমতাসীন দলের তৈরি করা ভুঁইফোড় কয়েকটি দল ও ডামি প্রার্থীকে নির্বাচনে এনে ভোটকে প্রহসনে পরিণত করেছে। 
৭ জানুয়ারির ভোটের পর পরিস্থিতির অবনতি হতে পারে বলে এবি পার্টি ইইউ কর্মকর্তাদের জানায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

তারেক রহমানের বাড়ি-গাড়ি নেই, আছে ১ কোটি ৯৬ লাখ টাকার সম্পদ

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

এরশাদের ১২৬টি আসনের টোপ প্রত্যাখ্যান করে সিদ্ধান্তে অটল ছিলেন খালেদা জিয়া

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত