
জুলাই-আগস্টে কোটার আন্দোলন থেকে রূপ নেওয়া অভ্যুত্থান ঘিরে হত্যাকাণ্ডের বিচারের রায় কবে হতে পারে, তা নিয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের মন্তব্যে উষ্মা প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে করা আইসিটি আইনের মামলার শুনানিতে চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার বলেন, ট্রাইব্যুনালকে ‘আন্ডারমাইন’ করা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের কথা বললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে বুধবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিন তার বিষয়ে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা ছিল। তবে প্রতিবেদন জমা দিতে দুই মাস সময় চেয়ে আবেদন করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।
শুনানিতে প্রসিকিউটরের উদ্দেশ্যে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, তদন্ত শেষ হয়নি, প্রতিবেদন আসেনি। অথচ অক্টোবরের মধ্যে রায় হবে বলা হচ্ছে।
তিনি বলেন, ‘এখানে কখন কার রায় হবে সে বিষয়ে বাইরে থেকে মন্তব্য করা সমীচীন হবে না। রায়ের কথা বলে ট্রাইব্যুনালকে আন্ডারমাইন (স্বাধীনতা ক্ষুণ্ন) করা হচ্ছে। কনসার্ন্ড অথরিটিকে (যথাযথ কর্তৃপক্ষ) বলবেন, এ ধরনের বক্তব্য আমরা ভালভাবে নিচ্ছি না। ভবিষ্যতে কেউ এ ধরনের কথা বললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
শুনানি শেষে জিয়াউল আহসানের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২০ এপ্রিল দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

দ্বৈত নাগরিকত্বের কারণে নির্বাচনে কমিশনে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে কুমিল্লা–১০ আসনের বিএনপির প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়ার রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
৩৬ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি (বুধবার) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকে। ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ভোটের পর শুক্র ও শনিবার। ফলে দুই দিনের সাপ্তাহিক ছুটির সঙ্গে দুই দিন সাধারণ ছুটি মিলে টানা চার দিন ছুটি থাকছে।
১ ঘণ্টা আগে
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য আগামী ১১ ফেব্রুয়ারি (বুধবার) সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি শিল্পাঞ্চল এলাকার শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিনটিও সাধারণ ছুটির আওতায় আনা হয়েছে।
২ ঘণ্টা আগে