
পাকিস্তানের খুদে ভ্লগার মোহাম্মদ শিরাজ। ছোট্ট আদরের বোন মুসকানকে নিয়ে তার ভিডিওগুলো প্রায় পুরো পৃথিবীর মানুষই দেখেছে। পাকিস্তানের কনিষ্ঠ ভ্লগার হিসেবে খ্যাতি পেয়েছে সে।
তার ইউটিউব চ্যানেলের নাম ‘শিরাজি ভিলেজ ভ্লগস’। ছয় বছরের এই শিশুর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বেশ জনপ্রিয়। অবশ্য শিরাজের বর্তমান বয়স ১২। নিজের পারিবারিক জীবন এবং দৈনন্দিন অভিজ্ঞতার সারাংশ বর্ণনা করেই লাখ লাখ মানুষের মন জয় করে নিয়েছে শিরাজ। সে গিলগিট–বালটিস্তানের খাপলু গ্রামের বাসিন্দা।
দুঃখজনক খবর হচ্ছে, শিরাজকে আর সোশ্যাল মিডিয়ায় দেখা যাবে না। শিরাজ ঘোষণা করেছে, আপাতত সে আর ভ্লগিং করবে না।
গত ১৫ মে শেষ ভ্লগটি শেয়ার করে শিরাজ। সোশ্যাল মিডিয়াতে ভক্ত ও অনুগামীদের কাছ থেকে আবেগপূর্ণ বিদায় নেয় সেই ভ্লগে।
ইউটিউবে পোস্ট করা ১১ মিনিটের সেই ভিডিওতে এই শিশু সেলিব্রিটি এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে বলে, তার বাবা তাকে ভ্লগিংয়ের পরিবর্তে পড়াশোনায় মনোযোগ দিতে বলেছেন।
ইউটিউবে শিরাজের ১৫ লাখ ৮০ হাজার সাবস্ক্রাইবার এবং ইনস্টাগ্রামে ২১ লাখ ফলোয়ার আছে। সে ইউটিউব জগতে দ্রুতই সবচেয়ে আলোচিত ভ্লগারদের একজন হয়ে উঠেছিল। শিরাজ সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সাবেক ক্রিকেটার শোয়েব আখতারের সঙ্গে দেখা করেছে।
সাম্প্রতিক ভ্লগে শিরাজের বাবা ব্যাখ্যা করেছেন, তার ছেলের ভ্লগিং ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের দুটি প্রধান কারণ রয়েছে। প্রথমত, শিরাজের হঠাৎ খ্যাতি তার ব্যক্তিত্বকে বদলে দিয়েছে এবং সে আর আগের মতো বাধ্য এবং কমনীয় শিশুটি নেই।
তার বাবা লক্ষ্য করেছেন, শিরাজ আর আগের মতো একই মনোভাব নিয়ে বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে মিশতে পারে না। তাঁর মতে, এটি একটি সোশ্যাল মিডিয়ায় তারকা হওয়ার একটি পার্শ্ব প্রতিক্রিয়া।
দ্বিতীয় কারণ হিসেবে শিরাজের বাবা বলেন, প্রতিদিনের ভ্লগিংয়ের চাহিদার কারণে শিরাজের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এক্স অ্যাকাউন্ট পরিচালনা করা এবং ইউটিউব চ্যানেলের জন্য কনটেন্ট তৈরির ব্যস্ততা তার পড়াশোনার ওপর প্রভাব ফেলছিল।

পাকিস্তানের খুদে ভ্লগার মোহাম্মদ শিরাজ। ছোট্ট আদরের বোন মুসকানকে নিয়ে তার ভিডিওগুলো প্রায় পুরো পৃথিবীর মানুষই দেখেছে। পাকিস্তানের কনিষ্ঠ ভ্লগার হিসেবে খ্যাতি পেয়েছে সে।
তার ইউটিউব চ্যানেলের নাম ‘শিরাজি ভিলেজ ভ্লগস’। ছয় বছরের এই শিশুর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বেশ জনপ্রিয়। অবশ্য শিরাজের বর্তমান বয়স ১২। নিজের পারিবারিক জীবন এবং দৈনন্দিন অভিজ্ঞতার সারাংশ বর্ণনা করেই লাখ লাখ মানুষের মন জয় করে নিয়েছে শিরাজ। সে গিলগিট–বালটিস্তানের খাপলু গ্রামের বাসিন্দা।
দুঃখজনক খবর হচ্ছে, শিরাজকে আর সোশ্যাল মিডিয়ায় দেখা যাবে না। শিরাজ ঘোষণা করেছে, আপাতত সে আর ভ্লগিং করবে না।
গত ১৫ মে শেষ ভ্লগটি শেয়ার করে শিরাজ। সোশ্যাল মিডিয়াতে ভক্ত ও অনুগামীদের কাছ থেকে আবেগপূর্ণ বিদায় নেয় সেই ভ্লগে।
ইউটিউবে পোস্ট করা ১১ মিনিটের সেই ভিডিওতে এই শিশু সেলিব্রিটি এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে বলে, তার বাবা তাকে ভ্লগিংয়ের পরিবর্তে পড়াশোনায় মনোযোগ দিতে বলেছেন।
ইউটিউবে শিরাজের ১৫ লাখ ৮০ হাজার সাবস্ক্রাইবার এবং ইনস্টাগ্রামে ২১ লাখ ফলোয়ার আছে। সে ইউটিউব জগতে দ্রুতই সবচেয়ে আলোচিত ভ্লগারদের একজন হয়ে উঠেছিল। শিরাজ সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সাবেক ক্রিকেটার শোয়েব আখতারের সঙ্গে দেখা করেছে।
সাম্প্রতিক ভ্লগে শিরাজের বাবা ব্যাখ্যা করেছেন, তার ছেলের ভ্লগিং ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের দুটি প্রধান কারণ রয়েছে। প্রথমত, শিরাজের হঠাৎ খ্যাতি তার ব্যক্তিত্বকে বদলে দিয়েছে এবং সে আর আগের মতো বাধ্য এবং কমনীয় শিশুটি নেই।
তার বাবা লক্ষ্য করেছেন, শিরাজ আর আগের মতো একই মনোভাব নিয়ে বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে মিশতে পারে না। তাঁর মতে, এটি একটি সোশ্যাল মিডিয়ায় তারকা হওয়ার একটি পার্শ্ব প্রতিক্রিয়া।
দ্বিতীয় কারণ হিসেবে শিরাজের বাবা বলেন, প্রতিদিনের ভ্লগিংয়ের চাহিদার কারণে শিরাজের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এক্স অ্যাকাউন্ট পরিচালনা করা এবং ইউটিউব চ্যানেলের জন্য কনটেন্ট তৈরির ব্যস্ততা তার পড়াশোনার ওপর প্রভাব ফেলছিল।

সুগন্ধি শুধু একটি প্রসাধনী নয়, বরং এটি মানব ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। এটি স্মৃতি, বিজ্ঞান এবং আত্মপ্রকাশের এক চমৎকার মিশেল। এটি আমাদের মেজাজ ভালো করে এবং আমাদের দিনকে আরও আনন্দময় করে তোলে। বর্তমানে বিশ্বব্যাপী পারফিউমের বাজার প্রায় ৬০ বিলিয়ন মার্কিন ডলারের; যা ২০৩৪ সাল নাগাদ ১০১ দশমিক ৪৭ বিলিয়ন
৮ ঘণ্টা আগে
আসছে নতুন বছর। পুরোনো বছরের চুলের যত সমস্যা সব যেন নতুন বছরেই সমাধান হয়ে যায়. তাই তো চাইছেন? অন্ধভাবে চুলের যত্নের পণ্য কিনে হতাশ হওয়ার পর্ব শেষ করে কোন পণ্যটি আপনার চুলের জন্য আসলেই ভালো হবে, সেদিকে নজর দেওয়ার বছর হতে যাচ্ছে ২০২৬। ঘন ও স্বাস্থ্য়োজ্জ্বল চুল পেতে হলে ভালো অভ্যাস গড়ে তোলাও জরুরি।
৯ ঘণ্টা আগে
নানের উৎস নিয়ে কিছুটা অস্পষ্টতা থাকলেও অনেক খাদ্য ঐতিহাসিক বিশ্বাস করেন, এই রুটির জন্ম প্রাচীন পারস্যে (বর্তমান ইরান)। কারণ, নান শব্দটি ফারসি শব্দ ব্রেড বা রুটি থেকে এসেছে। পারস্যবাসীরা জল ও ময়দা দিয়ে এই রুটি তৈরি করত এবং সম্ভবত উত্তপ্ত নুড়ি পাথরের ওপর এটি সেঁকা হতো।
৯ ঘণ্টা আগে
ঘরকে পরিপাটি রাখার জন্য বেশ কিছু বিষয়ের ওপরে নজর থাকতে হয়। ধুলা মোছা থেকে শুরু করে জায়গা বুঝে আসবাব রাখা পর্যন্ত সবকিছু। এর সঙ্গে একটি বিশেষ দিকে খেয়াল রাখতে হয়, তা হলো ঘরের বাতাসে যেন কোনো দুর্গন্ধ না থাকে। আর সে জন্য অনেকে ব্যবহার করেন বিভিন্ন স্প্রে। আবার কেউ কেউ প্রাকৃতিক উপায়ে ঘরের বাতাসে একটা
১২ ঘণ্টা আগে