
দুই বছর নিষিদ্ধ থাকার পর অবশেষে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরিয়ে দিয়েছে এর মূল প্রতিষ্ঠান মেটা। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এই সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্টের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে মেটার পক্ষ থেকে বলা হয়েছে, যদি ট্রাম্প নিয়ম ভঙ্গ করেন, তবে তাঁকে ফেসবুক ও ইনস্টাগ্রামে আবারও নিষিদ্ধ করা হবে।
২০২১ সালের ৬ জানুয়ারি পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে হামলার ঘটনায় সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিত করেছিল মেটা কর্তৃপক্ষ। অবশ্য গত জানুয়ারিতেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি।
তবে ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরে পাওয়ার বিষয়ে এখনো সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে অনুসারীরা তাঁর সবশেষ পোস্টের কমেন্ট বক্সে স্বাগত জানিয়ে মন্তব্য করেছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে হেরে যাওয়ার পর ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকেরা ওয়াশিংটনে ক্যাপিটল হিল ভবনে ব্যাপক ভাঙচুর চালিয়েছিলেন। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি তাঁর সমর্থকদের দাঙ্গায় উসকে দিয়েছিলেন। এর পরেই ফেসবুক ট্রাম্পকে নিষিদ্ধ করেছিল। তাঁর অ্যাকাউন্টে ৩ কোটি ৪০ লাখ অনুসারী ছিল।
ক্যাপিটল হিল দাঙ্গার পর ট্রাম্পের টুইটার অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হয়েছিল। টুইটারে তাঁর ৪ কোটি ৪০ লাখ অনুসারী ছিল। পরে তিনি ‘ট্রুথ সোশ্যাল’ নামে একটি সামাজিক যোগাযোগমাধ্যম খোলেন।

দুই বছর নিষিদ্ধ থাকার পর অবশেষে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরিয়ে দিয়েছে এর মূল প্রতিষ্ঠান মেটা। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এই সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্টের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে মেটার পক্ষ থেকে বলা হয়েছে, যদি ট্রাম্প নিয়ম ভঙ্গ করেন, তবে তাঁকে ফেসবুক ও ইনস্টাগ্রামে আবারও নিষিদ্ধ করা হবে।
২০২১ সালের ৬ জানুয়ারি পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে হামলার ঘটনায় সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিত করেছিল মেটা কর্তৃপক্ষ। অবশ্য গত জানুয়ারিতেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি।
তবে ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরে পাওয়ার বিষয়ে এখনো সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে অনুসারীরা তাঁর সবশেষ পোস্টের কমেন্ট বক্সে স্বাগত জানিয়ে মন্তব্য করেছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে হেরে যাওয়ার পর ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকেরা ওয়াশিংটনে ক্যাপিটল হিল ভবনে ব্যাপক ভাঙচুর চালিয়েছিলেন। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি তাঁর সমর্থকদের দাঙ্গায় উসকে দিয়েছিলেন। এর পরেই ফেসবুক ট্রাম্পকে নিষিদ্ধ করেছিল। তাঁর অ্যাকাউন্টে ৩ কোটি ৪০ লাখ অনুসারী ছিল।
ক্যাপিটল হিল দাঙ্গার পর ট্রাম্পের টুইটার অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হয়েছিল। টুইটারে তাঁর ৪ কোটি ৪০ লাখ অনুসারী ছিল। পরে তিনি ‘ট্রুথ সোশ্যাল’ নামে একটি সামাজিক যোগাযোগমাধ্যম খোলেন।

সুগন্ধি শুধু একটি প্রসাধনী নয়, বরং এটি মানব ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। এটি স্মৃতি, বিজ্ঞান এবং আত্মপ্রকাশের এক চমৎকার মিশেল। এটি আমাদের মেজাজ ভালো করে এবং আমাদের দিনকে আরও আনন্দময় করে তোলে। বর্তমানে বিশ্বব্যাপী পারফিউমের বাজার প্রায় ৬০ বিলিয়ন মার্কিন ডলারের; যা ২০৩৪ সাল নাগাদ ১০১ দশমিক ৪৭ বিলিয়ন
৮ ঘণ্টা আগে
আসছে নতুন বছর। পুরোনো বছরের চুলের যত সমস্যা সব যেন নতুন বছরেই সমাধান হয়ে যায়. তাই তো চাইছেন? অন্ধভাবে চুলের যত্নের পণ্য কিনে হতাশ হওয়ার পর্ব শেষ করে কোন পণ্যটি আপনার চুলের জন্য আসলেই ভালো হবে, সেদিকে নজর দেওয়ার বছর হতে যাচ্ছে ২০২৬। ঘন ও স্বাস্থ্য়োজ্জ্বল চুল পেতে হলে ভালো অভ্যাস গড়ে তোলাও জরুরি।
৯ ঘণ্টা আগে
নানের উৎস নিয়ে কিছুটা অস্পষ্টতা থাকলেও অনেক খাদ্য ঐতিহাসিক বিশ্বাস করেন, এই রুটির জন্ম প্রাচীন পারস্যে (বর্তমান ইরান)। কারণ, নান শব্দটি ফারসি শব্দ ব্রেড বা রুটি থেকে এসেছে। পারস্যবাসীরা জল ও ময়দা দিয়ে এই রুটি তৈরি করত এবং সম্ভবত উত্তপ্ত নুড়ি পাথরের ওপর এটি সেঁকা হতো।
৯ ঘণ্টা আগে
ঘরকে পরিপাটি রাখার জন্য বেশ কিছু বিষয়ের ওপরে নজর থাকতে হয়। ধুলা মোছা থেকে শুরু করে জায়গা বুঝে আসবাব রাখা পর্যন্ত সবকিছু। এর সঙ্গে একটি বিশেষ দিকে খেয়াল রাখতে হয়, তা হলো ঘরের বাতাসে যেন কোনো দুর্গন্ধ না থাকে। আর সে জন্য অনেকে ব্যবহার করেন বিভিন্ন স্প্রে। আবার কেউ কেউ প্রাকৃতিক উপায়ে ঘরের বাতাসে একটা
১২ ঘণ্টা আগে