আজকের পত্রিকা ডেস্ক

বর্তমান ডিজিটাল যুগে ব্যবসার প্রসারে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। এর মধ্যে অন্যতম শক্তিশালী ও জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম ফেসবুক, যেখানে প্রতিদিন কোটি কোটি মানুষ সক্রিয় থাকেন। ব্যবসাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে ও পণ্য বা সেবার ব্যাপারে বিশ্বাস তৈরি করতে ফেসবুক বিজনেস পেজ তৈরি করা হয়। এটি শুধু ব্যবসার ডিজিটাল উপস্থিতিই নিশ্চিত করে না, বরং সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে সহজে যোগাযোগ স্থাপন, পণ্যের প্রচার, রিভিউ সংগ্রহ ও বিজ্ঞাপন প্রচারের সুযোগও করে দেয়। সঠিকভাবে গঠিত একটি ফেসবুক বিজনেস পেজ ব্র্যান্ডকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারে।
ফেসবুক পেজ তৈরি করবেন যেভাবে
১. প্রথমে স্মার্টফোন থেকে ফেসবুকে প্রবেশ করুন।
২. এবার অ্যান্ড্রয়েডে ডান পাশের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবির ওপর ট্যাপ করুন। এই অপশন আইফোনে নিচের দিকে থাকবে।
৩. এখন ‘পেজেস’ অপশনটি খুঁজে বের করুন ও এতে ট্যাপ করুন।
৪. এবার ওপরের দিকে থাকা ‘ক্রিয়েট’ অপশনে ট্যাপ করুন।
৫. এরপর ‘গেট স্টার্টটেড’ অপশনে ট্যাপ করুন।
৬. পেজ নেমের জায়গায় পছন্দমতো পেজের নাম টাইপ করুন ও নেক্সট বাটনে ট্যাপ করুন।
৭. এখন ব্যবসার ক্যাটাগরি নির্বাচন করুন। এ জন্য সার্চ ফর ক্যাটাগরি অপশনে টাইপ করে কাঙ্ক্ষিত ক্যাটাগরি খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন। এ ক্ষেত্রে পেজের সঙ্গে একাধিক ক্যাটাগরি নির্বাচন করা যাবে।
৮. ক্যাটাগরি নির্বাচন হলে নিচের ‘ক্রিয়েট’ অপশনে ট্যাপ করুন।
৯. এবার পেজের লক্ষ্য কী নির্বাচন করুন। ব্যবসায়িক কাজে পেজ খুললে ‘প্রমোট ইউওর প্রোডাক্টস অর সার্ভিসেস’ অপশনে ট্যাপ করুন।
আর কনটেন্ট প্রচারের জন্য পেজ তৈরি করলে ‘ক্রিয়েট কনটেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্রেন্ডস’ অপশন নির্বাচন করুন।
১০. এখন ‘কনটিনিউ’ অপশনে ট্যাপ করুন।
১১. এর পরের পেজে ব্যবসার বায়ো (বিস্তারিত), ওয়েবসাইট, ঠিকানা, ই–মেইল, ফোন নম্বর ইত্যাদি যুক্ত করুন। তবে এসব তথ্য চাইলে পেজ তৈরির পরেও যুক্ত করা যায়। তথ্যগুলো দেওয়ার পর নেক্সট বাটনে ট্যাপ করুন।
১২. এখন কাস্টমাইজ ইউওর পেজ নামের একটি পেজ দেখা যাবে। এখানে ক্যামেরা বাটনের ওপর ট্যাপ করে ফোনের গ্যালারি থেকে বা নতুন ছবি তুলে পেজের প্রোফাইল ছবি বা কভার ছবি যুক্ত করতে পারবেন।
১৩. এবার নেক্সট বাটনে ট্যাপ করুন।
১৪. এখন বন্ধুদের পেজে আমন্ত্রণ জানানোর জন্য তাঁদের নামের পাশে ট্যাপ করে নির্বাচন করুন। ‘ইনভাইট’ বাটনে ট্যাপ করুন।
১৫. এখন নেক্সট বাটনে ট্যাপ করুন।
১৬. এবার ‘গেট মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ই–মেইলস’ ও ‘গেট নোটিফিকেশন অন ইউওর প্রোফাইল’ অপশনের পাশে টগল বাটনে ট্যাপ করুন।
এসব অপশনের মাধ্যমে পেজ সম্পর্কিত তথ্য আপনার ই–মেইল পৌঁছাবে ও প্রোফাইলে নোটিফিকেশন পাওয়া যাবে।
১৭. এবার ডান বাটনে ট্যাপ করলেই নতুন পেজটি চালু হয়ে যাবে।

বর্তমান ডিজিটাল যুগে ব্যবসার প্রসারে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। এর মধ্যে অন্যতম শক্তিশালী ও জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম ফেসবুক, যেখানে প্রতিদিন কোটি কোটি মানুষ সক্রিয় থাকেন। ব্যবসাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে ও পণ্য বা সেবার ব্যাপারে বিশ্বাস তৈরি করতে ফেসবুক বিজনেস পেজ তৈরি করা হয়। এটি শুধু ব্যবসার ডিজিটাল উপস্থিতিই নিশ্চিত করে না, বরং সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে সহজে যোগাযোগ স্থাপন, পণ্যের প্রচার, রিভিউ সংগ্রহ ও বিজ্ঞাপন প্রচারের সুযোগও করে দেয়। সঠিকভাবে গঠিত একটি ফেসবুক বিজনেস পেজ ব্র্যান্ডকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারে।
ফেসবুক পেজ তৈরি করবেন যেভাবে
১. প্রথমে স্মার্টফোন থেকে ফেসবুকে প্রবেশ করুন।
২. এবার অ্যান্ড্রয়েডে ডান পাশের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবির ওপর ট্যাপ করুন। এই অপশন আইফোনে নিচের দিকে থাকবে।
৩. এখন ‘পেজেস’ অপশনটি খুঁজে বের করুন ও এতে ট্যাপ করুন।
৪. এবার ওপরের দিকে থাকা ‘ক্রিয়েট’ অপশনে ট্যাপ করুন।
৫. এরপর ‘গেট স্টার্টটেড’ অপশনে ট্যাপ করুন।
৬. পেজ নেমের জায়গায় পছন্দমতো পেজের নাম টাইপ করুন ও নেক্সট বাটনে ট্যাপ করুন।
৭. এখন ব্যবসার ক্যাটাগরি নির্বাচন করুন। এ জন্য সার্চ ফর ক্যাটাগরি অপশনে টাইপ করে কাঙ্ক্ষিত ক্যাটাগরি খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন। এ ক্ষেত্রে পেজের সঙ্গে একাধিক ক্যাটাগরি নির্বাচন করা যাবে।
৮. ক্যাটাগরি নির্বাচন হলে নিচের ‘ক্রিয়েট’ অপশনে ট্যাপ করুন।
৯. এবার পেজের লক্ষ্য কী নির্বাচন করুন। ব্যবসায়িক কাজে পেজ খুললে ‘প্রমোট ইউওর প্রোডাক্টস অর সার্ভিসেস’ অপশনে ট্যাপ করুন।
আর কনটেন্ট প্রচারের জন্য পেজ তৈরি করলে ‘ক্রিয়েট কনটেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্রেন্ডস’ অপশন নির্বাচন করুন।
১০. এখন ‘কনটিনিউ’ অপশনে ট্যাপ করুন।
১১. এর পরের পেজে ব্যবসার বায়ো (বিস্তারিত), ওয়েবসাইট, ঠিকানা, ই–মেইল, ফোন নম্বর ইত্যাদি যুক্ত করুন। তবে এসব তথ্য চাইলে পেজ তৈরির পরেও যুক্ত করা যায়। তথ্যগুলো দেওয়ার পর নেক্সট বাটনে ট্যাপ করুন।
১২. এখন কাস্টমাইজ ইউওর পেজ নামের একটি পেজ দেখা যাবে। এখানে ক্যামেরা বাটনের ওপর ট্যাপ করে ফোনের গ্যালারি থেকে বা নতুন ছবি তুলে পেজের প্রোফাইল ছবি বা কভার ছবি যুক্ত করতে পারবেন।
১৩. এবার নেক্সট বাটনে ট্যাপ করুন।
১৪. এখন বন্ধুদের পেজে আমন্ত্রণ জানানোর জন্য তাঁদের নামের পাশে ট্যাপ করে নির্বাচন করুন। ‘ইনভাইট’ বাটনে ট্যাপ করুন।
১৫. এখন নেক্সট বাটনে ট্যাপ করুন।
১৬. এবার ‘গেট মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ই–মেইলস’ ও ‘গেট নোটিফিকেশন অন ইউওর প্রোফাইল’ অপশনের পাশে টগল বাটনে ট্যাপ করুন।
এসব অপশনের মাধ্যমে পেজ সম্পর্কিত তথ্য আপনার ই–মেইল পৌঁছাবে ও প্রোফাইলে নোটিফিকেশন পাওয়া যাবে।
১৭. এবার ডান বাটনে ট্যাপ করলেই নতুন পেজটি চালু হয়ে যাবে।

সুগন্ধি শুধু একটি প্রসাধনী নয়, বরং এটি মানব ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। এটি স্মৃতি, বিজ্ঞান এবং আত্মপ্রকাশের এক চমৎকার মিশেল। এটি আমাদের মেজাজ ভালো করে এবং আমাদের দিনকে আরও আনন্দময় করে তোলে। বর্তমানে বিশ্বব্যাপী পারফিউমের বাজার প্রায় ৬০ বিলিয়ন মার্কিন ডলারের; যা ২০৩৪ সাল নাগাদ ১০১ দশমিক ৪৭ বিলিয়ন
১৪ ঘণ্টা আগে
আসছে নতুন বছর। পুরোনো বছরের চুলের যত সমস্যা সব যেন নতুন বছরেই সমাধান হয়ে যায়. তাই তো চাইছেন? অন্ধভাবে চুলের যত্নের পণ্য কিনে হতাশ হওয়ার পর্ব শেষ করে কোন পণ্যটি আপনার চুলের জন্য আসলেই ভালো হবে, সেদিকে নজর দেওয়ার বছর হতে যাচ্ছে ২০২৬। ঘন ও স্বাস্থ্য়োজ্জ্বল চুল পেতে হলে ভালো অভ্যাস গড়ে তোলাও জরুরি।
১৫ ঘণ্টা আগে
নানের উৎস নিয়ে কিছুটা অস্পষ্টতা থাকলেও অনেক খাদ্য ঐতিহাসিক বিশ্বাস করেন, এই রুটির জন্ম প্রাচীন পারস্যে (বর্তমান ইরান)। কারণ, নান শব্দটি ফারসি শব্দ ব্রেড বা রুটি থেকে এসেছে। পারস্যবাসীরা জল ও ময়দা দিয়ে এই রুটি তৈরি করত এবং সম্ভবত উত্তপ্ত নুড়ি পাথরের ওপর এটি সেঁকা হতো।
১৫ ঘণ্টা আগে
ঘরকে পরিপাটি রাখার জন্য বেশ কিছু বিষয়ের ওপরে নজর থাকতে হয়। ধুলা মোছা থেকে শুরু করে জায়গা বুঝে আসবাব রাখা পর্যন্ত সবকিছু। এর সঙ্গে একটি বিশেষ দিকে খেয়াল রাখতে হয়, তা হলো ঘরের বাতাসে যেন কোনো দুর্গন্ধ না থাকে। আর সে জন্য অনেকে ব্যবহার করেন বিভিন্ন স্প্রে। আবার কেউ কেউ প্রাকৃতিক উপায়ে ঘরের বাতাসে একটা
১৮ ঘণ্টা আগে