প্রযুক্তি ডেস্ক

চলতি বছরের শেষ দিকে পিক্সেল ৮ সিরিজের স্মার্টফোন বাজারে আনতে পারে টেক জায়ান্ট গুগল। নতুন সিরিজের ফোন নিয়ে নানা গুঞ্জন থাকাই স্বাভাবিক। তবে গুগলের পিক্সেল ৮ প্রো নিয়ে শোনা যাচ্ছে ভিন্ন ধরনের এক ফিচারের কথা। অনলাইনে ফাঁস হওয়া তথ্যমতে, গুগলের নতুন এই ফোন ব্যবহার করা যাবে থার্মোমিটার হিসেবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি অনলাইনে ফোনটির একটি ভিডিও ফাঁস হয়েছে। ভিডিওতে পিক্সেল ৮ প্রো ফোনে বিল্ট-ইন থার্মোমিটার কীভাবে কাজ করবে তা দেখা গেছে। ফোনটির ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশের ঠিক নিচে একটি নতুন সেন্সর থাকবে। এটি মূলত একটি ইনফ্রারেড থার্মোমিটার, যেটি দিয়ে শরীরের তাপমাত্রা পরিমাপ করা যাবে।
শরীরের তাপ মাত্রা পরিমাপ করতে পিক্সেল ৮ প্রো ফোনটির সেন্সর কপালের কাছাকাছি আনতে হবে। তবে খেয়াল রাখতে হবে এটি যেন ত্বক স্পর্শ না করে। এরপর স্ক্রিনের 'ট্যাপ টু স্টার্ট' ট্যাপ করে কপালের এক পাশে নিতে হবে ফোনটি। তাপমাত্রা পরিমাপ করা শেষ হলে ফোনটি ভাইব্রেট করবে। বিল্ট-ইন থার্মোমিটারটি শুধু প্রো মডেলেই থাকছে। শরীরের তাপমাত্রার পাশাপাশি ফোনটি দিয়ে বিভিন্ন বস্তুর তাপমাত্রাও পরিমাপ করা যাবে।
এদিকে, আই/ও সম্মেলনে পিক্সেল ফোল্ড ও পিক্সেল ৭এ আনার ঘোষণা দিয়েছে গুগল। ফোন দুটির দামও জানিয়েছে প্রতিষ্ঠানটি। পিক্সেল ফোল্ড নিয়ে অনেক দিন ধরেই চলছিল গুঞ্জন। সম্প্রতি টুইটারে পিক্সেল ফোল্ডের ছবি প্রকাশ করে গুগল।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, পিক্সেল ফোল্ডের দাম পড়বে ১ হাজার ৭৯৯ ডলার। এ ছাড়া, পিক্সেল সিরিজের নতুন ফোন ‘পিক্সেল ৭এ’–এর দাম পড়বে ৪৯৯ ডলার।
এদিকে, জানা গিয়েছে পিক্সেল ফোল্ডের সম্ভাব্য কনফিগারেশন। ইভান ব্লাস নামের এক টুইটার অ্যাকাউন্টের বরাতে দ্য ভার্জ জানিয়েছে, ফোল্ডের ডিসপ্লে লম্বায় ৫ দশমিক ৫ ইঞ্চির হবে, এবং ৩ দশমিক ১ ইঞ্চি চওড়া হবে। প্রসেরর হিসেবে থাকছে গুগলের টেনসর জি২ এসওসি।
ফোনে সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকার পাশাপাশি এটিতে ফেস আনলকের সুবিধাও থাকবে। ব্যাটারি ২৪ ঘণ্টার বেশি প্লেব্যাক সময় এবং ৭২ ঘণ্টা স্ট্যান্ডবাই থাকবে বলে জানা যায়।

চলতি বছরের শেষ দিকে পিক্সেল ৮ সিরিজের স্মার্টফোন বাজারে আনতে পারে টেক জায়ান্ট গুগল। নতুন সিরিজের ফোন নিয়ে নানা গুঞ্জন থাকাই স্বাভাবিক। তবে গুগলের পিক্সেল ৮ প্রো নিয়ে শোনা যাচ্ছে ভিন্ন ধরনের এক ফিচারের কথা। অনলাইনে ফাঁস হওয়া তথ্যমতে, গুগলের নতুন এই ফোন ব্যবহার করা যাবে থার্মোমিটার হিসেবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি অনলাইনে ফোনটির একটি ভিডিও ফাঁস হয়েছে। ভিডিওতে পিক্সেল ৮ প্রো ফোনে বিল্ট-ইন থার্মোমিটার কীভাবে কাজ করবে তা দেখা গেছে। ফোনটির ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশের ঠিক নিচে একটি নতুন সেন্সর থাকবে। এটি মূলত একটি ইনফ্রারেড থার্মোমিটার, যেটি দিয়ে শরীরের তাপমাত্রা পরিমাপ করা যাবে।
শরীরের তাপ মাত্রা পরিমাপ করতে পিক্সেল ৮ প্রো ফোনটির সেন্সর কপালের কাছাকাছি আনতে হবে। তবে খেয়াল রাখতে হবে এটি যেন ত্বক স্পর্শ না করে। এরপর স্ক্রিনের 'ট্যাপ টু স্টার্ট' ট্যাপ করে কপালের এক পাশে নিতে হবে ফোনটি। তাপমাত্রা পরিমাপ করা শেষ হলে ফোনটি ভাইব্রেট করবে। বিল্ট-ইন থার্মোমিটারটি শুধু প্রো মডেলেই থাকছে। শরীরের তাপমাত্রার পাশাপাশি ফোনটি দিয়ে বিভিন্ন বস্তুর তাপমাত্রাও পরিমাপ করা যাবে।
এদিকে, আই/ও সম্মেলনে পিক্সেল ফোল্ড ও পিক্সেল ৭এ আনার ঘোষণা দিয়েছে গুগল। ফোন দুটির দামও জানিয়েছে প্রতিষ্ঠানটি। পিক্সেল ফোল্ড নিয়ে অনেক দিন ধরেই চলছিল গুঞ্জন। সম্প্রতি টুইটারে পিক্সেল ফোল্ডের ছবি প্রকাশ করে গুগল।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, পিক্সেল ফোল্ডের দাম পড়বে ১ হাজার ৭৯৯ ডলার। এ ছাড়া, পিক্সেল সিরিজের নতুন ফোন ‘পিক্সেল ৭এ’–এর দাম পড়বে ৪৯৯ ডলার।
এদিকে, জানা গিয়েছে পিক্সেল ফোল্ডের সম্ভাব্য কনফিগারেশন। ইভান ব্লাস নামের এক টুইটার অ্যাকাউন্টের বরাতে দ্য ভার্জ জানিয়েছে, ফোল্ডের ডিসপ্লে লম্বায় ৫ দশমিক ৫ ইঞ্চির হবে, এবং ৩ দশমিক ১ ইঞ্চি চওড়া হবে। প্রসেরর হিসেবে থাকছে গুগলের টেনসর জি২ এসওসি।
ফোনে সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকার পাশাপাশি এটিতে ফেস আনলকের সুবিধাও থাকবে। ব্যাটারি ২৪ ঘণ্টার বেশি প্লেব্যাক সময় এবং ৭২ ঘণ্টা স্ট্যান্ডবাই থাকবে বলে জানা যায়।

সুগন্ধি শুধু একটি প্রসাধনী নয়, বরং এটি মানব ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। এটি স্মৃতি, বিজ্ঞান এবং আত্মপ্রকাশের এক চমৎকার মিশেল। এটি আমাদের মেজাজ ভালো করে এবং আমাদের দিনকে আরও আনন্দময় করে তোলে। বর্তমানে বিশ্বব্যাপী পারফিউমের বাজার প্রায় ৬০ বিলিয়ন মার্কিন ডলারের; যা ২০৩৪ সাল নাগাদ ১০১ দশমিক ৪৭ বিলিয়ন
৬ ঘণ্টা আগে
আসছে নতুন বছর। পুরোনো বছরের চুলের যত সমস্যা সব যেন নতুন বছরেই সমাধান হয়ে যায়. তাই তো চাইছেন? অন্ধভাবে চুলের যত্নের পণ্য কিনে হতাশ হওয়ার পর্ব শেষ করে কোন পণ্যটি আপনার চুলের জন্য আসলেই ভালো হবে, সেদিকে নজর দেওয়ার বছর হতে যাচ্ছে ২০২৬। ঘন ও স্বাস্থ্য়োজ্জ্বল চুল পেতে হলে ভালো অভ্যাস গড়ে তোলাও জরুরি।
৭ ঘণ্টা আগে
নানের উৎস নিয়ে কিছুটা অস্পষ্টতা থাকলেও অনেক খাদ্য ঐতিহাসিক বিশ্বাস করেন, এই রুটির জন্ম প্রাচীন পারস্যে (বর্তমান ইরান)। কারণ, নান শব্দটি ফারসি শব্দ ব্রেড বা রুটি থেকে এসেছে। পারস্যবাসীরা জল ও ময়দা দিয়ে এই রুটি তৈরি করত এবং সম্ভবত উত্তপ্ত নুড়ি পাথরের ওপর এটি সেঁকা হতো।
৮ ঘণ্টা আগে
ঘরকে পরিপাটি রাখার জন্য বেশ কিছু বিষয়ের ওপরে নজর থাকতে হয়। ধুলা মোছা থেকে শুরু করে জায়গা বুঝে আসবাব রাখা পর্যন্ত সবকিছু। এর সঙ্গে একটি বিশেষ দিকে খেয়াল রাখতে হয়, তা হলো ঘরের বাতাসে যেন কোনো দুর্গন্ধ না থাকে। আর সে জন্য অনেকে ব্যবহার করেন বিভিন্ন স্প্রে। আবার কেউ কেউ প্রাকৃতিক উপায়ে ঘরের বাতাসে একটা
১০ ঘণ্টা আগে