Ajker Patrika

কোমানের ‘মুক্তি’, আসছেন জাভি

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৭: ০০
কোমানের ‘মুক্তি’, আসছেন জাভি

টানা ব্যর্থতায় বার্সেলোনা কোচ রোনাল্ড কোমানের বরখাস্ত হওয়ার বিষয়টি ছিল সময়ের ব্যাপার। কোমানের বিদায় দেখতে উন্মুখ হয়ে ছিলেন কোটি বার্সা সমর্থকও। কেউ কেউ কোমানের সরে যাওয়াকে দেখছিল ‘মুক্তি’ হিসেবেও। সেই ‘মুক্তি’র সময়টা অবশেষে আসে বৃহস্পতিবার। বার্সেলোনার কোচের দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে কোমানকে। বার্সা অবশ্য নিজেদের বিবৃতিতে বরখাস্তের জায়গায় ‘মুক্তি’ শব্দটাই উল্লেখ করেছে।

কোমানের বদলে এখন নতুন কোচ হিসেবে আসছেন কিংবদন্তি জাভি হার্নান্দেজ। তবে জাভির বর্তমান ক্লাব আল সাদের সঙ্গে আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে কিছু সময় লাগতে পারে। সে পর্যন্ত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সের্গেই বারজুয়ানকে।

কোমানের বরখাস্ত হওয়ার মঞ্চটা আগে থেকেই প্রস্তুত হয়ে ছিল। রায়ো ভায়োকানোর বিপক্ষে ম্যাচটা শুধু আগুনে ঘি ঢেলেছে। ১-০ গোলের হারের পর আর অপেক্ষা করেনি বার্সা। তাৎক্ষণিকভাবে ছাঁটাই করা হয় এই ডাচ্‌ কোচকে।

দায়িত্ব নেওয়ার পর থেকেই বেশ চাপের মুখে ছিলেন কোমান। গত মৌসুমে তেমন কোনো সাফল্যই এনে দিতে পারেননি কাতালান ক্লাবটি। লিওনেল মেসির বিদায়ের পর এই মৌসুমেও বার্সাকে পথ দেখাতে পারেননি তিনি। ১০ ম্যাচের ৪টিতে জিতে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের ৯ নম্বরে অবস্থান করছে বার্সা। চ্যাম্পিয়নস লিগেও খুব একটা ভালো অবস্থানে নেই তারা। এমন পরিস্থিতিতে কোমানের ছাঁটাই হওয়ার বিষয়টি অনেকটাই অনুমেয় ছিল। কেবল মাঠের লড়াইয়েই নয়, মাঠের বাইরেও সুবিধা করতে পারেননি তিনি। অভিজ্ঞ খেলোয়াড়দের সমালোচনা করা ও অতীতে দলের সঙ্গে তুলনা করে বর্তমান দলকে খাটো করে দেখার কাজও তিনি করেছেন। শেষ দিকে এসে সম্পর্কে টানাপোড়েন দেখা গেছে ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তার সঙ্গেও। তবে কোমানের সবচেয়ে বড় ব্যর্থতা সম্ভবত লিওনেল মেসির ক্লাব ছাড়ার ধাক্কা সামলানোর ক্ষেত্রে ব্যর্থতা।

কোমানকে সরিয়ে দেওয়ার পর এখন নতুন শুরুর স্বপ্ন দেখছেন বার্সা সমর্থকেরা। যেখানে তাঁদের মূল ভরসা জাভি। ক্লাবের হয়ে খেলোয়াড় হিসেবে অসামান্য সব সাফল্য পেয়েছেন এই স্প্যানিশ কিংবদন্তি। এখন ক্লাবকে দুরবস্থা থেকে উদ্ধারেও ভূমিকা রাখতে হবে তাঁকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

তারেক রহমানের বাড়ি-গাড়ি নেই, আছে ১ কোটি ৯৬ লাখ টাকার সম্পদ

ভারতের কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা জানালেন জামায়াত আমির

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত