পীরগঞ্জ প্রতিনিধি

পীরগঞ্জের বড় করিমপুর কসবা গ্রামের মাঝিপাড়ায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের মামলায় ৩৭ আসামির রিমান্ড শেষ হয়েছে। গতকাল রোববার তাঁদের আদালতের মাধ্যমে পুনরায় রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে ৩৮ আসামিকে পীরগঞ্জ আমলি আদালতে তোলা হলে ৩৭ জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দিয়েছিলেন বিচারক ফজলে এলাহী খান। সেই সঙ্গে এক আসামির বয়স ১৮ বছরের কম হওয়ায় তাকে শিশু আদালতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল।
এদিকে হামলার প্রধান উসকানিদাতা সৈকত মণ্ডল ও রবিউল ইসলামকে পীরগঞ্জ থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল আদালতে পাঠানো হয়েছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বলেন, ‘রিমান্ডে নেওয়া আসামিরা ঘটনার ব্যাপারে যেসব তথ্য দিয়েছে তা যাচাই-বাছাই করা হচ্ছে। তবে কেউ সরাসরি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেনি।’
ওসি আরও বলেন, ‘সৈকত আর রবিউল ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরও কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।’
অভিযোগ রয়েছে, গত ১৭ অক্টোবর রাতে মাঝিপাড়ার পরিতোষ সরকার ধর্ম অবমাননা করে ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে ছবি পোস্ট করেন। এ ঘটনায় উগ্রবাদীরা পরিতোষের বাড়ি ঘেরাও করেন। তার আগেই পরিতোষ সপরিবারে পালিয়ে যান। আর উত্তেজিত জনতার হাত থেকে পীরগঞ্জ থানা-পুলিশ পরিতোষের পাড়ার বাড়িঘর রক্ষা করতে পারলেও উত্তরপাড়ার হিন্দুপল্লি রক্ষা করতে পারেনি। সেখানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এতে দুটি গরু এবং ৩১টি ঘর পুড়ে যায়। আর প্রায় অর্ধশত ঘরে লুটপাট ও ভাঙচুর করা হয়। এই ঘটনায় পুলিশের করা চার মামলায় ৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
হামলার উসকানিদাতা সৈকত মণ্ডল ও রবিউল ইসলামকে গত শুক্রবার রাতে ঢাকার অদূরে টঙ্গী থেকে র্যাব আটক করে। সৈকত পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের চেরাগপুর গ্রামের বাসিন্দা। তিনি রংপুর কারমাইকেল কলেজের দর্শন বিভাগ ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। তাঁকে গত ১৮ অক্টোবর সংগঠন থেকে বহিষ্কার করা হয়। আর রবিউল মাঝিপাড়ার পাশের বটেরহাট জামে মসজিদের ইমাম এবং খেজমতপুর গ্রামের বাসিন্দা।
এদিকে মাঝিপাড়ায় এখন ধীরে ধীরে আতঙ্ক কাটছে, ফিরছে স্বস্তি। ভুক্তভোগী বাসিন্দাদের পাশে সরকারের পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংগঠন, সংস্থা ও ব্যক্তি সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন। সরকারের পক্ষ থেকে দেওয়া টিন দিয়ে ক্ষতিগ্রস্ত ঘরগুলোর মেরামত প্রায় শেষের দিকে। প্রতিটি বাড়িতেই এখন লোকজন ফিরে এসে বসবাস করছেন। তিন দিন আগেই রেডক্রিসেন্টের দেওয়া চারটি তাঁবু গুটিয়ে নেওয়া হয়েছে। আর গত শুক্রবার থেকে ক্ষতিগ্রস্তরা নিজ বাড়িতে রান্না করা খাবার খাচ্ছেন।

পীরগঞ্জের বড় করিমপুর কসবা গ্রামের মাঝিপাড়ায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের মামলায় ৩৭ আসামির রিমান্ড শেষ হয়েছে। গতকাল রোববার তাঁদের আদালতের মাধ্যমে পুনরায় রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে ৩৮ আসামিকে পীরগঞ্জ আমলি আদালতে তোলা হলে ৩৭ জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দিয়েছিলেন বিচারক ফজলে এলাহী খান। সেই সঙ্গে এক আসামির বয়স ১৮ বছরের কম হওয়ায় তাকে শিশু আদালতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল।
এদিকে হামলার প্রধান উসকানিদাতা সৈকত মণ্ডল ও রবিউল ইসলামকে পীরগঞ্জ থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল আদালতে পাঠানো হয়েছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বলেন, ‘রিমান্ডে নেওয়া আসামিরা ঘটনার ব্যাপারে যেসব তথ্য দিয়েছে তা যাচাই-বাছাই করা হচ্ছে। তবে কেউ সরাসরি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেনি।’
ওসি আরও বলেন, ‘সৈকত আর রবিউল ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরও কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।’
অভিযোগ রয়েছে, গত ১৭ অক্টোবর রাতে মাঝিপাড়ার পরিতোষ সরকার ধর্ম অবমাননা করে ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে ছবি পোস্ট করেন। এ ঘটনায় উগ্রবাদীরা পরিতোষের বাড়ি ঘেরাও করেন। তার আগেই পরিতোষ সপরিবারে পালিয়ে যান। আর উত্তেজিত জনতার হাত থেকে পীরগঞ্জ থানা-পুলিশ পরিতোষের পাড়ার বাড়িঘর রক্ষা করতে পারলেও উত্তরপাড়ার হিন্দুপল্লি রক্ষা করতে পারেনি। সেখানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এতে দুটি গরু এবং ৩১টি ঘর পুড়ে যায়। আর প্রায় অর্ধশত ঘরে লুটপাট ও ভাঙচুর করা হয়। এই ঘটনায় পুলিশের করা চার মামলায় ৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
হামলার উসকানিদাতা সৈকত মণ্ডল ও রবিউল ইসলামকে গত শুক্রবার রাতে ঢাকার অদূরে টঙ্গী থেকে র্যাব আটক করে। সৈকত পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের চেরাগপুর গ্রামের বাসিন্দা। তিনি রংপুর কারমাইকেল কলেজের দর্শন বিভাগ ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। তাঁকে গত ১৮ অক্টোবর সংগঠন থেকে বহিষ্কার করা হয়। আর রবিউল মাঝিপাড়ার পাশের বটেরহাট জামে মসজিদের ইমাম এবং খেজমতপুর গ্রামের বাসিন্দা।
এদিকে মাঝিপাড়ায় এখন ধীরে ধীরে আতঙ্ক কাটছে, ফিরছে স্বস্তি। ভুক্তভোগী বাসিন্দাদের পাশে সরকারের পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংগঠন, সংস্থা ও ব্যক্তি সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন। সরকারের পক্ষ থেকে দেওয়া টিন দিয়ে ক্ষতিগ্রস্ত ঘরগুলোর মেরামত প্রায় শেষের দিকে। প্রতিটি বাড়িতেই এখন লোকজন ফিরে এসে বসবাস করছেন। তিন দিন আগেই রেডক্রিসেন্টের দেওয়া চারটি তাঁবু গুটিয়ে নেওয়া হয়েছে। আর গত শুক্রবার থেকে ক্ষতিগ্রস্তরা নিজ বাড়িতে রান্না করা খাবার খাচ্ছেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫