নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা আগামী ২৪ মে (শনিবার) অনুষ্ঠিত হবে। আজ বুধবার (২৩ এপ্রিল ২০২৫) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বঘোষণা অনুযায়ী এই ভর্তি পরীক্ষা আগামী ৩ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তি পরীক্ষা ২১ দিন পেছানো হলো। তবে ভর্তি পরীক্ষা পেছানোর কোনো নির্দিষ্ট কারণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
উল্লেখ্য, এর আগে ফলাফলের ভিত্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোয় স্নাতক প্রথম বর্ষে ভর্তির সুযোগ থাকলেও ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে প্রথমবারের মতো ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।
গত ২০ জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে জানানো হয়, ভর্তি পরীক্ষা ১০০ নম্বরের হবে। এমসিকিউ (MCQ) পদ্ধতিতে মোট ১০০টি প্রশ্নের উত্তর দিতে হবে পরীক্ষার্থীদের এবং পরীক্ষার সময় থাকবে ১ ঘণ্টা।
জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ৪০ শতাংশ এবং এইচএসসিতে প্রাপ্ত জিপিএর ৬০ শতাংশ যোগ করে মোট ২০০ নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা প্রস্তুত করা হবে।
২১ জানুয়ারি থেকে অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়। প্রাথমিক আবেদন গ্রহণের শেষ তারিখ ছিল ২৮ ফেব্রুয়ারি। পরে ১৬ এপ্রিল প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আবেদনের সময়সীমা ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ভর্তি-ইচ্ছুক আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে পারবেন। প্রাথমিক আবেদন ফরম পূরণের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা। শিক্ষার্থীরা ২৭ এপ্রিলের মধ্যে কলেজের নির্ধারিত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বা সরাসরি নগদ টাকা জমা দিয়ে ফি পরিশোধ করার সুযোগ পাবেন। ২৮ এপ্রিল পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ অনলাইনে শিক্ষার্থীদের প্রাথমিক আবেদন ফরম নিশ্চায়ন করার সুযোগ পাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা আগামী ২৪ মে (শনিবার) অনুষ্ঠিত হবে। আজ বুধবার (২৩ এপ্রিল ২০২৫) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বঘোষণা অনুযায়ী এই ভর্তি পরীক্ষা আগামী ৩ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তি পরীক্ষা ২১ দিন পেছানো হলো। তবে ভর্তি পরীক্ষা পেছানোর কোনো নির্দিষ্ট কারণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
উল্লেখ্য, এর আগে ফলাফলের ভিত্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোয় স্নাতক প্রথম বর্ষে ভর্তির সুযোগ থাকলেও ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে প্রথমবারের মতো ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।
গত ২০ জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে জানানো হয়, ভর্তি পরীক্ষা ১০০ নম্বরের হবে। এমসিকিউ (MCQ) পদ্ধতিতে মোট ১০০টি প্রশ্নের উত্তর দিতে হবে পরীক্ষার্থীদের এবং পরীক্ষার সময় থাকবে ১ ঘণ্টা।
জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ৪০ শতাংশ এবং এইচএসসিতে প্রাপ্ত জিপিএর ৬০ শতাংশ যোগ করে মোট ২০০ নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা প্রস্তুত করা হবে।
২১ জানুয়ারি থেকে অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়। প্রাথমিক আবেদন গ্রহণের শেষ তারিখ ছিল ২৮ ফেব্রুয়ারি। পরে ১৬ এপ্রিল প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আবেদনের সময়সীমা ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ভর্তি-ইচ্ছুক আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে পারবেন। প্রাথমিক আবেদন ফরম পূরণের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা। শিক্ষার্থীরা ২৭ এপ্রিলের মধ্যে কলেজের নির্ধারিত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বা সরাসরি নগদ টাকা জমা দিয়ে ফি পরিশোধ করার সুযোগ পাবেন। ২৮ এপ্রিল পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ অনলাইনে শিক্ষার্থীদের প্রাথমিক আবেদন ফরম নিশ্চায়ন করার সুযোগ পাবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য ঘোষিত বিশেষ বৃত্তির তালিকা চলতি সপ্তাহেই প্রকাশ করা হবে। একই সঙ্গে জানুয়ারি মাসের মধ্যেই শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
৩ ঘণ্টা আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষার ফল চলতি মাসেই প্রকাশ করা হতে পারে। আজ রোববার আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান।
৪ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ডি-ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ রোববার (১১ জানুয়ারি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সানজিদা ফারহানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৮ ঘণ্টা আগে
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ ও ইনস্টিটিউটগুলোতে প্রযুক্তি ইউনিটের অধীনে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন ও পরীক্ষা গ্রহণের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
১০ ঘণ্টা আগে