শাবিপ্রবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মাতৃভাষা বাংলাসহ মোট ছয়টি ভাষায় চলচ্চিত্র উৎসবের আয়োজন করতে যাচ্ছে চলচ্চিত্র বিষয়ক সংগঠন ‘চোখ ফিল্ম সোসাইটি’। বহুভাষিক এ চলচ্চিত্র উৎসব আগামী শনিবার বেলা ৩টা থেকে শুরু হবে। আজ বুধবার বিকেলে সংগঠনটির সাধারণ সম্পাদক আকরাম হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, অনুষ্ঠানসূচি অনুযায়ী আগামী শনিবার বেলা ৩টায় বাংলা চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’ ও সন্ধ্যা ৬টায় ইংরেজি ‘সোল’; রোববার বেলা ৩টায় ইতালি ‘বাইসাইকেল থিবস’ ও সন্ধ্যা ৬টায় কুরিয়ান ‘প্যারাডাইজ’ এবং সোমবার বেলা ৩টায় পর্তুগিজ ‘সিটি অফ গড’ ও সন্ধ্যা ৬টায় ফরাসি চলচ্চিত্র ‘এ সেপারেশন’ বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে প্রদর্শন করা হবে। বিভিন্ন ভাষায় এসব চলচ্চিত্র উপভোগ করতে অনলাইন ও অফলাইনে ২০ টাকা মূল্যে টিকিটের ব্যবস্থা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় আজ, কাল বৃহস্পতিবার ও প্রদর্শনীর দিন সেন্ট্রাল অডিটোরিয়ামে সশরীরে এবং অনলাইনে টিকিট সংগ্রহ করা যাবে।
‘চোখ ফিল্ম সোসাইটি’র সভাপতি ফাহিম আল হৃদয় বলেন, মাতৃভাষা ও মায়ের সঙ্গে প্রত্যেক মানুষের নিবিড় সম্পর্ক রয়েছে। মানুষ তাঁর মায়ের ভাষাতেই প্রথম কথা বলতে শিখে। পৃথিবীতে প্রায় ৭ হাজারের ওপরে ভাষার সংখ্যা ছিল। যা এখন সাড়ে ৩ হাজারে এসে দাঁড়িয়েছে। তাই পৃথিবীর সকল ভাষার প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে আমরা এ বহুভাষিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করতে যাচ্ছি।
উল্লেখ্য, প্রগতিশীল চেতনা, আন্তর্জাতিকতাবাদ, গভীর শিল্পবোধ, সমাজ নির্মাণ-বিনির্মাণমুখি চলচ্চিত্র চর্চা বা বিপ্লবে ব্রতী হয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৯৯৬ সালের ২৯ আগস্ট আত্মপ্রকাশ করে ‘চোখ ফিল্ম সোসাইটি’।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মাতৃভাষা বাংলাসহ মোট ছয়টি ভাষায় চলচ্চিত্র উৎসবের আয়োজন করতে যাচ্ছে চলচ্চিত্র বিষয়ক সংগঠন ‘চোখ ফিল্ম সোসাইটি’। বহুভাষিক এ চলচ্চিত্র উৎসব আগামী শনিবার বেলা ৩টা থেকে শুরু হবে। আজ বুধবার বিকেলে সংগঠনটির সাধারণ সম্পাদক আকরাম হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, অনুষ্ঠানসূচি অনুযায়ী আগামী শনিবার বেলা ৩টায় বাংলা চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’ ও সন্ধ্যা ৬টায় ইংরেজি ‘সোল’; রোববার বেলা ৩টায় ইতালি ‘বাইসাইকেল থিবস’ ও সন্ধ্যা ৬টায় কুরিয়ান ‘প্যারাডাইজ’ এবং সোমবার বেলা ৩টায় পর্তুগিজ ‘সিটি অফ গড’ ও সন্ধ্যা ৬টায় ফরাসি চলচ্চিত্র ‘এ সেপারেশন’ বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে প্রদর্শন করা হবে। বিভিন্ন ভাষায় এসব চলচ্চিত্র উপভোগ করতে অনলাইন ও অফলাইনে ২০ টাকা মূল্যে টিকিটের ব্যবস্থা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় আজ, কাল বৃহস্পতিবার ও প্রদর্শনীর দিন সেন্ট্রাল অডিটোরিয়ামে সশরীরে এবং অনলাইনে টিকিট সংগ্রহ করা যাবে।
‘চোখ ফিল্ম সোসাইটি’র সভাপতি ফাহিম আল হৃদয় বলেন, মাতৃভাষা ও মায়ের সঙ্গে প্রত্যেক মানুষের নিবিড় সম্পর্ক রয়েছে। মানুষ তাঁর মায়ের ভাষাতেই প্রথম কথা বলতে শিখে। পৃথিবীতে প্রায় ৭ হাজারের ওপরে ভাষার সংখ্যা ছিল। যা এখন সাড়ে ৩ হাজারে এসে দাঁড়িয়েছে। তাই পৃথিবীর সকল ভাষার প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে আমরা এ বহুভাষিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করতে যাচ্ছি।
উল্লেখ্য, প্রগতিশীল চেতনা, আন্তর্জাতিকতাবাদ, গভীর শিল্পবোধ, সমাজ নির্মাণ-বিনির্মাণমুখি চলচ্চিত্র চর্চা বা বিপ্লবে ব্রতী হয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৯৯৬ সালের ২৯ আগস্ট আত্মপ্রকাশ করে ‘চোখ ফিল্ম সোসাইটি’।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে চার দফা দাবি জানিয়েছে নির্বাচনে অংশগ্রহণ করা চার প্যানেলেসহ স্বতন্ত্র পদপ্রার্থীরা। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপাচার্য বরাবর সম্মিলিতভাবে এ দাবি জানান তাঁরা।
১ দিন আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ পিছিয়ে আগামী ৬ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে এই ভোট গ্রহণ সাত দিন পেছানো হলো।
১ দিন আগে
রোববার বাংলা, সোমবার ইংরেজি, মঙ্গলবার গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবারের বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারি।
১ দিন আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের ঘোষণার পর উপাচার্যের ভবন ঘেরাও করে আন্দোলন শুরু করেছেন শিক্ষার্থীরা। এদিকে এ উত্তাল পরিস্থিতির মাঝে ক্যাম্পাস ছাড়তে শুরু করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
১ দিন আগে