বিজ্ঞপ্তি

বাংলাদেশের শিল্প খাতে টেকসই উন্নয়নের আরেকটি মাইলফলক হিসেবে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএমের নতুন পরিবেশবান্ধব ইস্পাত কারখানা উদ্বোধন করা হয়েছে।
গত শনিবার (১ ফেব্রুয়ারি) উদ্বোধন হওয়া এ প্রকল্পটি জাইকার প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট ফাইন্যান্স (পিএসআইএফ) স্কিমের আওতায় প্রথম করপোরেট ঋণ এবং বেসরকারি খাতে জাইকার অষ্টম ঋণচুক্তি। ২০২৩ সালের অক্টোবরে ৫০ মিলিয়ন মার্কিন ডলারের একটি ঋণচুক্তির মাধ্যমে প্রকল্পটির বাস্তবায়ন শুরু হয়।
কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান, বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বিএসআরএম লিমিটেডের চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী, জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেনটেটিভ ইচিগুচি তোমোহিদে প্রমুখ।
বিএসআরএমের নতুন এ কারখানাটি দেশের ইস্পাতশিল্পে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। কারখানাটিতে প্রতিবছর ৫ লাখ টন রেবার, ১ লাখ টন রড এবং ২.৫ লাখ টন এক্সপান্ড বিলিট উৎপাদিত হবে। এতে ৫০০-এর বেশি নতুন কর্মসংস্থান তৈরি হবে, যা স্থানীয় অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে কারখানায় আধুনিক এয়ার পলিউশন কন্ট্রোল (এপিসি) সিস্টেম ও ১০০ শতাংশ পানি পুনর্ব্যবহার নিশ্চিত করতে ওয়াটার ট্রিটমেন্ট অ্যান্ড রিসাইক্লিং ফ্যাসিলিটি স্থাপন করা হয়েছে।
এ ছাড়া, ছাদে সৌরবিদ্যুৎ প্ল্যান্ট সংযোজন করা হয়েছে, যা জ্বালানি সাশ্রয়ে ভূমিকা রাখবে। জ্বালানি দক্ষ উৎপাদন পদ্ধতির কারণে প্রতিবছর ১০ হাজার টন গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কম হবে। কারখানা থেকে উৎপাদিত স্ল্যাগ (ধাতুমল) পুনর্ব্যবহারযোগ্য করে সার্কুলার অর্থনীতিকে উৎসাহিত করা হবে।
জাইকার চিফ রিপ্রেজেনটেটিভ ইচিগুচি তোমোহিদে বলেন, ‘শিল্প খাতের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে অংশীদার হতে পেরে আমরা গর্বিত। বিএসআরএমের নতুন কারখানাটি শুধু ইস্পাতশিল্প নয়; বরং ভবিষ্যতে বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) বৃদ্ধিতেও সহায়ক ভূমিকা পালন করবে।’
জাইকা মনে করে, এই উদ্যোগ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ৭ (পরিচ্ছন্ন জ্বালানি), ৯ (শিল্প ও অবকাঠামো) এবং ১৩ (জলবায়ু পরিবর্তন মোকাবিলা) পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশের ইস্পাতশিল্পে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জাইকা ও বিএসআরএমের যৌথ উদ্যোগ একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। নতুন এ কারখানার মাধ্যমে শিল্প খাতের প্রবৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণের মধ্যে ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে।

বাংলাদেশের শিল্প খাতে টেকসই উন্নয়নের আরেকটি মাইলফলক হিসেবে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএমের নতুন পরিবেশবান্ধব ইস্পাত কারখানা উদ্বোধন করা হয়েছে।
গত শনিবার (১ ফেব্রুয়ারি) উদ্বোধন হওয়া এ প্রকল্পটি জাইকার প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট ফাইন্যান্স (পিএসআইএফ) স্কিমের আওতায় প্রথম করপোরেট ঋণ এবং বেসরকারি খাতে জাইকার অষ্টম ঋণচুক্তি। ২০২৩ সালের অক্টোবরে ৫০ মিলিয়ন মার্কিন ডলারের একটি ঋণচুক্তির মাধ্যমে প্রকল্পটির বাস্তবায়ন শুরু হয়।
কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান, বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বিএসআরএম লিমিটেডের চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী, জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেনটেটিভ ইচিগুচি তোমোহিদে প্রমুখ।
বিএসআরএমের নতুন এ কারখানাটি দেশের ইস্পাতশিল্পে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। কারখানাটিতে প্রতিবছর ৫ লাখ টন রেবার, ১ লাখ টন রড এবং ২.৫ লাখ টন এক্সপান্ড বিলিট উৎপাদিত হবে। এতে ৫০০-এর বেশি নতুন কর্মসংস্থান তৈরি হবে, যা স্থানীয় অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে কারখানায় আধুনিক এয়ার পলিউশন কন্ট্রোল (এপিসি) সিস্টেম ও ১০০ শতাংশ পানি পুনর্ব্যবহার নিশ্চিত করতে ওয়াটার ট্রিটমেন্ট অ্যান্ড রিসাইক্লিং ফ্যাসিলিটি স্থাপন করা হয়েছে।
এ ছাড়া, ছাদে সৌরবিদ্যুৎ প্ল্যান্ট সংযোজন করা হয়েছে, যা জ্বালানি সাশ্রয়ে ভূমিকা রাখবে। জ্বালানি দক্ষ উৎপাদন পদ্ধতির কারণে প্রতিবছর ১০ হাজার টন গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কম হবে। কারখানা থেকে উৎপাদিত স্ল্যাগ (ধাতুমল) পুনর্ব্যবহারযোগ্য করে সার্কুলার অর্থনীতিকে উৎসাহিত করা হবে।
জাইকার চিফ রিপ্রেজেনটেটিভ ইচিগুচি তোমোহিদে বলেন, ‘শিল্প খাতের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে অংশীদার হতে পেরে আমরা গর্বিত। বিএসআরএমের নতুন কারখানাটি শুধু ইস্পাতশিল্প নয়; বরং ভবিষ্যতে বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) বৃদ্ধিতেও সহায়ক ভূমিকা পালন করবে।’
জাইকা মনে করে, এই উদ্যোগ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ৭ (পরিচ্ছন্ন জ্বালানি), ৯ (শিল্প ও অবকাঠামো) এবং ১৩ (জলবায়ু পরিবর্তন মোকাবিলা) পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশের ইস্পাতশিল্পে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জাইকা ও বিএসআরএমের যৌথ উদ্যোগ একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। নতুন এ কারখানার মাধ্যমে শিল্প খাতের প্রবৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণের মধ্যে ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার দেশের সব পোশাক কারখানা বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে পোশাকমালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। আজ মঙ্গলবার পোশাকমালিকদের কাছে পাঠানো এক চিঠিতে এই অনুরোধ জানানো হয়। একই সঙ্গে জানাজার আগপর্যন্ত দেশের বিপণ
১ দিন আগে
জ্বালানি তেল প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের (এসএওসিএল) প্রায় ২ কোটি ৫৫ লাখ টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের উপপরিচালক (মানি লন্ডারিং) মো. জাহাঙ্গীর আলম মামলাটি করেন।
২ দিন আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (২৮ ডিসেম্বর) ইসলামী ব্যাংক টাওয়ারে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কাউন্সিলের চেয়ারম্যান মুফতি ছাঈদ আহমাদ।
৩ দিন আগে
শীতের রাত পেরিয়ে ভোরের আলো ফোটার আগেই যশোরের গ্রামাঞ্চলে শুরু হয় ব্যস্ততা। খেজুরগাছের নিচে হাজির হন গাছিরা। আগের বিকেলে কাটা গাছের ‘চোখ’ বেয়ে সারা রাত মাটির হাঁড়িতে জমেছে সুমিষ্ট খেজুর রস।
৩ দিন আগে