Ajker Patrika

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের চালক নিহত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 
আপডেট : ২২ জুন ২০২৫, ১৫: ২৬
দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি সড়িয়ে নেওয়া হচ্ছে। ইনসেটে নিহত চালক। ছবি: আজকের পত্রিকা
দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি সড়িয়ে নেওয়া হচ্ছে। ইনসেটে নিহত চালক। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান সুজন খান (৪৮) নামে এক চালক নিহত হয়েছেন। শনিবার রাত তিনটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর বাইপাসের বাওয়ার কুমারজানী মা সিএনজি পাম্প সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত চালক সুজন খান বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার জিরাইল গ্রামের ইউনুছ খানের ছেলে।

গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান রাত তিনটার দিকে মহাসড়কের মা সিএনজি পাম্প সংলগ্ন এলাকায় পৌঁছালে টাঙ্গাইলগামী লেনে থেমে থাকা একটি ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানটি ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানের সামনের অংশ ধুমড়ে মুছড়ে গিয়ে চালক ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় মহাসড়কে যানচলাচল বিঘ্নিত হলে যানজটের সৃষ্টি হয়। পরে রেকার দিয়ে মহাসড়ক থেকে বিকল যান সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

নিহত চালকের লাশ কুমুদিনী হাসপাতাল মর্গে রয়েছে। আইনীপ্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে এসআই আনিছুর রহমান জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারা দেশে আরও ১০ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা

‘আজ বুঝলাম, সময়ের কাছে মানুষ কত অসহায়’—মৃত্যুর আগে স্ট্যাটাস স্বেচ্ছাসেবক লীগ নেতার

পাথর দিয়ে মাথা থেঁতলে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় চারজন গ্রেপ্তার

রামদা হাতে ভাইরাল সেই সাবেক যুবদল নেতাকে গুলি ও পায়ের রগ কেটে হত্যা

জগন্নাথপুরে এসএসসিতে সর্বোচ্চ নম্বর পাওয়া রাইদা হতে চায় চিকিৎসক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত