হোম > শিক্ষা

আইইএলটিএস লিসনিং (পর্ব-১১.১)

এ টি এম মোজাফফর হোসেন, সেলটা

প্রতীকী ছবি

Listening to Noun

[গত সংখ্যার পর]

কেমব্রিজ বুকলেটের লিসনিংয়ের যেকোনো একটি উত্তরপত্র (আনসার কি) দেখুন তো। উত্তরগুলো অপশন (এ, বি, সি, ডি) কিংবা নম্বর কিংবা কোনো শব্দ। এবার শব্দগুলোর দিকে একটু খেয়াল করুন তো, দেখবেন প্রায় সবই বিশেষ্য (দু-একটা ছাড়া)। সুতরাং ধরে নিতে পারেন, লিসনিংয়ের শব্দগত উত্তরগুলো বিশেষ্য হবে। আর এ নিয়ে আমাদের আজকের পাঠদান।

প্রারম্ভিক

একটি মজার বিষয় হলো, লিসনিংয়ের সিংহভাগ শব্দগত উত্তরই হলো বিশেষ্য। আপনি কেমব্রিজ বইয়ের ‘আনসার কি’ পরখ করে দেখতে পারেন। সুতরাং রেকর্ডিং/টেক্সটের বিশেষ্যগুলো ধরে ফেলার অপর নাম সঠিক উত্তর ধরে ফেলা। ধরুন, আপনি কোনো প্রশ্নের সঠিক উত্তর ধরতে ব্যর্থ হয়েছেন, কিন্তু রেকর্ডিং শুনে আপনি সকল বিশেষ্য লিখতে পেরেছেন। রেকর্ডিংয়ের বিশেষ্যগুলোকে মানানসইভাবে যদি প্রশ্নে বসান, দেখবেন অধিকাংশ উত্তর সঠিক হয়েছে। কোনো ইংরেজি কথা বা পরিস্থিতিতে কোনো বক্তার কথাগুলো না-ও বুঝতে পারেন। সে ক্ষেত্রে আপনি যদি সেই কথার মধ্যকার কেবল বিশেষ্যগুলো বুঝতে পারেন, তবে সার্বিক পরিস্থিতিটা বুঝতে পারবেন অথবা বুঝাতে পারবেন নিশ্চিত।

পরীক্ষার্থীরা যে সমস্যায় পড়ে

লিসনিংয়ে বিশেষ্য পদটি আলাদা করে চিহ্নিত করতে পারলে সঠিক উত্তর ধরা খুব সহজ। কিন্তু অধিকাংশ পরীক্ষার্থী বিবষয়টি জানে না অথবা ধরতে পারে না। তাই পরীক্ষায় ভালো করতে ব্যর্থ হয়।

এখানে যে দক্ষতাগুলো দেখা হয়—

ইংরেজি কোনো কথায় বিশেষ্য পদটি আলাদা করে বোঝার দক্ষতা।

আরও পড়ুন:

জকসু নির্বাচন: ৪২ জন প্রার্থীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

কৃষি গুচ্ছের ভর্তি আবেদনের সময় বাড়ল

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা

দিনে রাজমিস্ত্রির কাজ রাতে পড়াশোনা

২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ দল

গ্রিন ইউনিভার্সিটিতে আইইইই এসটিআই ৫.০ আন্তর্জাতিক সম্মেলন

ব্যাংকে ব্যবহৃত ১০টি ইংরেজি বাক্য (পর্ব-৪)

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-১)