শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

সেকশন

 

গ্রেপ্তার হতে পারেন জনপ্রিয় তামিল অভিনেত্রী যশিকা আনন্দ

আপডেট : ২৫ মার্চ ২০২৩, ১৪:৪৩

 তামিল অভিনেত্রী যশিকা আনন্দ। ছবি: ইনস্টাগ্রাম গ্রেপ্তার হতে পারেন জনপ্রিয় তামিল অভিনেত্রী যশিকা আনন্দ। গত বছরের জুলাইয়ে গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছিলেন তিনি। সেই ঘটনায় তাঁর এক বন্ধু ঘটনাস্থলেই মারা যান। এরপর এ নিয়ে তাঁর বিরুদ্ধে মামলা হয়। সেই মামলায় কিছুদিন আগে তাঁকে তলব করেছিলেন আদালত। কিন্তু তিনি হাজির হননি। সম্প্রতি আদালত জানিয়েছে, আগামী ২৫ এপ্রিলের মধ্যে তিনি হাজির না হলে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে। ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।

গত বছরের ২৪ জুলাই ভারতের মহাবালিপুরমে মারাত্মক দুর্ঘটনাটি ঘটেছিল। যশিকা আনন্দ নিজেই গাড়ি চালাচ্ছিলেন। গাড়িটি ওভারটার্ন করে একটি ডিভাইডারে আঘাত হানে। সেই দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে যশিকাকে ছয় মাস বিশ্রামে থাকতে হয়েছিল। কিন্তু ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন যশিকার সবচেয়ে কাছের বন্ধু ভাল্লিচেত্তি পবনি। বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমে তখন বলা হয়েছিল, যশিকা ও তাঁর বন্ধুরা মাদক সেবন করে গাড়ি চালাচ্ছিলেন। যদিও পুলিশ নিশ্চিত করেছে, ঘটনার আগে মাদক সেবন করেননি তাঁরা।

 তামিল অভিনেত্রী যশিকা আনন্দ। ছবি: ইনস্টাগ্রাম গত বছর যশিকা আনন্দ নিজের অপরাধবোধ থেকে বন্ধুর পরিবারের কাছে ক্ষমা চেয়ে একটি নোট লিখেছিলেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমি সত্যিই তোমাকে প্রতিটি সেকেন্ড মিস করি পাভানি। আমি জানি তুমি কখনোই আমাকে ক্ষমা করতে পারবে না। আমি সত্যিই দুঃখিত। আমি তোমার পরিবারকে এমন ভয়ংকর পরিস্থিতিতে ফেলেছি। শুধু জানি আমি তোমাকে প্রতি সেকেন্ডে মিস করি এবং আমি চিরকালই আছি। আশা করি তোমার আত্মা শান্তিতে থাকবে। আমি প্রার্থনা করি, তুমি আমার কাছে ফিরে আস। আশা করি একদিন তোমার পরিবার আমাকে ক্ষমা করবে। আমি চিরকাল আমাদের স্মৃতি লালন করব।’

 ২০১৬ সালে তামিল সিনেমা ‘ভালাই ভেন্ডম’-এ একজন সাঁতার প্রশিক্ষকের চরিত্রে অভিনয় করে বড় পর্দায় অভিষেক হয় যশিকার। ওই বছরই ‘ধুরুবঙ্গল পাথিনারু’-তে অভিনয় করে তিনি ব্যাপক সাফল্য অর্জন করেন।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     

    প্লেব্যাকে সেরাকণ্ঠের টুসি

    বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই নতুন অ্যাপার্টমেন্ট কিনলেন অভিষেক

    নচিকেতার সঙ্গে জয় শাহরিয়ারের দ্বৈত অ্যালবাম ‘তথাগত’

    নভেম্বরে মুক্তি পাবে ‘রং ঢং’

    বিচার না হওয়া পর্যন্ত ঢাবি ও জাবিতে গাইবেন না সানি

    চলচ্চিত্রশিল্পকে এগিয়ে নিতে গঠিত হলো নতুন সংগঠন

    এখন একটা সাংবিধানিক প্রতিবিপ্লব ঘটে গেছে: ফরহাদ মজহার

    ট্রেনের নিচে ঝাঁপ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তার, দ্বিখণ্ডিত লাশের পাশে সুইসাইড নোট

    রাজধানীর মোহাম্মদপুরে দুই যুবককে কুপিয়ে হত্যা

    ফেরার সময় ফুল নিয়ে ফিরতে পারলেই সফলতা: নজরুল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য 

    রাশিয়ার সবচেয়ে ধনী নারীর কাছে স্বামী এখন শত্রু

    সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি পার, বৃষ্টি কবে জানাল আবহাওয়া অধিদপ্তর