রোববার, ০৪ জুন ২০২৩

সেকশন

 

ইউএস-বাংলার ব্যাংকক ফ্লাইট ১ সেপ্টেম্বর থেকে

আপডেট : ০৬ আগস্ট ২০২২, ২২:২৯

ইউএস-বাংলার ব্যাংকক ফ্লাইট ১ সেপ্টেম্বর থেকে ঢাকা-ব্যাংকক রুটে আবার ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই ফ্লাইট শুরু হচ্ছে। 

২০২০ সালে করোনার প্রথম ঢেউ আসার পর ব্যাংককের সঙ্গে উড়োজাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। 

ইউএস-বাংলা এয়ারলাইনসের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম জানান, আগামী ১ সেপ্টেম্বর থেকে সপ্তাহে পাঁচ দিন সকাল ১০টা ১০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে তাঁদের উড়োজাহাজ। আর স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটে ব্যাংককে অবতরণ করবে। একই দিন দুপুর ২টা ৪০ মিনিটে ব্যাংকক থেকে উড়ে ঢাকায় পৌঁছাবে বিকেল ৪টা ২০ মিনিটে। 

সোম ও বুধবার ছাড়া প্রতিদিন ইউএস-বাংলা এয়ারলাইনস বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে। 

কামরুল ইসলাম আরও জানান, ঢাকা-ব্যাংকক রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া ২৩ হাজার ২০৫ টাকা এবং রিটার্ন ভাড়া ৩৩ হাজার ৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এই ভাড়ার মধ্যে সব ধরনের ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত রয়েছে। 

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইনস দেশের সব অভ্যন্তরীণ রুটসহ সিঙ্গাপুর, চেন্নাই, মালে, গুয়াংজু, কুয়ালালামপুর, দোহা, শারজাহ, দুবাই, মাসকাট ও কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে। ইউএস-বাংলা এয়ারলাইনসের বিমানবহরে ছয়টি বোয়িং ৭৩৭-৮০০, সাতটি এটিআর ৭২-৬০০ সহ মোট ১৬টি এয়ারক্র্যাফট রয়েছে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    কাগুজে বোর্ডিং পাস পরিত্যাগের উদ্যোগ নিয়েছে এমিরেটস

    প্রথম জাতীয় চা পুরস্কার পাবে সাত প্রতিষ্ঠান ও এক ব্যক্তি: বাণিজ্যমন্ত্রী

    বড় ব্যবসায়ীরা মানি লন্ডারিং করেন: এবিবি চেয়ারম্যান

    বাংলাদেশে বিমান চলাচল বাড়াতে চায় ইউএই, বেবিচকের না

    রাজধানীতে শুরু হলো ডেনিম এক্সপো

    বাংলাদেশে ফ্লাইট চালু করছে ইজিপ্ট এয়ার

    জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রী বললেন, ক্রয় করাটা অসম্ভব হয়ে পড়েছে

    টঙ্গীতে মোটরসাইকেলে বাসের ধাক্কা, চালক পিষ্ট কাভার্ড ভ্যানের চাকায়

    প্রক্সি কাণ্ডে জড়িত ছাত্রলীগ নেতা শান্ত বহিষ্কার

    শেয়ারট্রিপের জন্য ইস্টার্ন ব্যাংকের ১ কোটি টাকা স্টার্টআপ ঋণ

    যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্ব অসহনীয় বিপর্যয় আনবে: চীনের প্রতিরক্ষামন্ত্রী

    টেকনাফে রোহিঙ্গা কিশোরের কবজি কেটে ফেরত দিল অপহরণকারীরা