হোম > বিশ্ব > ভারত

বাংলাদেশের সীমান্ত ঘেঁষে উন্মুক্ত জিম ও নারীদের স্নানাগার বানাল বিএসএফ

ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় বাংলাদেশের সীমান্ত ঘেঁষে খোলা আকাশের নিচে ৩টি জিমনেসিয়াম এবং নারীদের জন্য টিনশেডের কয়েকটি স্নানাগার নির্মাণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ৩২ ব্যাটালিয়ন।

এ বিষয়ে বিএসএফের এক কর্মকর্তা ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, স্থানীয় মানুষদের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত থাকার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে।

সম্প্রতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সীমান্তের ওই দুর্গম স্থানগুলো দেশের শেষ নয় বরং দেশের প্রথম গ্রাম। বিএসএফের মতো সীমান্তরক্ষী বাহিনীগুলোর উচিত, নিরাপত্তা–সংবেদনশীল এসব এলাকার মানুষদের জীবনমানের উন্নতির জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া।

অমিত শাহের বক্তব্যের পর বিএসএফের ৩২ ব্যাটালিয়ন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার গেদে, কাদিপুর এবং টুঙ্গি এলাকার সীমান্ত ফাঁড়ির কাছে তিনটি উন্মুক্ত জিম তৈরি করেছে। এই জিমগুলোতে সমান্তরাল বার, কোমর স্ট্রেচার, চেস্ট প্রেস, ফান রাইডার, ল্যাটারাল পুল ডাউন, সিট–আপ ট্রেনার, দ্বি–পার্শ্বযুক্ত রোটেটর এবং তাই চি স্পিনারের মতো সরঞ্জাম স্থাপন করা হয়েছে। শিশু, যুবক এবং বয়স্করা দিনের যে কোনো সময় এগুলো ব্যবহার করতে পারবেন।

বিএসএফ আরও জানিয়েছে, সীমান্তবর্তী ওই এলাকাগুলোর আগাছা এবং ঝোপঝাড় পরিষ্কার করা হয়েছে এবং তিনটি স্থানে সীমান্ত–সম্পর্কিত বড় বোর্ড লাগানো হয়েছে।

একপর্যায়ে রাস্তার পাশে অবস্থিত পানির পাইপলাইনের কাছে নারীদের দৈনন্দিন পরিচ্ছন্নতার জন্য কোনো গোপনীয়তা না থাকার বিষয়টিও নজরে আসে বিএসএফের। পরে তারা নারীদের জন্য টিনশেড আচ্ছাদিত গোসলখানাও তৈরি করেছে। ‘নারী সম্মান স্নানঘর’ নামে ফুলের মোটিফ আঁকা ওই গোসলখানাগুলো স্থানীয় নারীরাই উদ্বোধন করেছেন।

এ বিষয়ে কুমার বিশ্বাস নামে স্থানীয় এক ব্যক্তি ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘নারীরা খোলা জায়গায় স্নান করত এবং তাদের কোনো গোপনীয়তা না থাকায় আমাদের খুব খারাপ লাগত। বিএসএফ স্থানীয়দের কাছ থেকে এই বিষয়টি জানতে পেরে উদ্যোগ নিয়েছে। নারীরা এই উদ্যোগে খুব খুশি।’

বিএসএফের ৩২ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার সুজিত কুমার সংবাদমাধ্যম বলেন, এই অবকাঠামোগুলো নির্মাণ করতে বাহিনীর নিজস্ব তহবিল ব্যবহার করা হয়েছে। সুজিত বলেন, ‘বিএসএফ এখানে স্থানীয়দের পাশে আছে। সীমান্তের নিরাপত্তা ছাড়াও যেভাবে সম্ভব স্থানীয়দের সাহায্য করার বিষয়টি নিশ্চিত করা আমাদের দায়িত্ব।’

আরও খবর পড়ুন:

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার

দিল্লিতে মসজিদ এলাকায় উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ৫ পুলিশ আহত