হোম > সারা দেশ > চট্টগ্রাম

ভেঙে পড়ছে ঘরবাড়ি, স্ত্রী অসুস্থ থাকায় যেতে পারেননি আশ্রয়কেন্দ্রে 

নিজস্ব প্রতিবেদক, টেকনাফ থেকে

স্ত্রী হাঁটতে পারেন না, তাই ঝোড়ো হাওয়াসহ দুর্যোগের মুখে দাঁড়িয়েও নিজেদের টিনের চাল ও পলিথিনে মোড়ানো বাড়ি থেকে বের হয়নি মোহাম্মদ আলীর পরিবার। এদিকে ঝোড়ো হাওয়ায় উড়ে গেছে ঘরের চাল, ছিঁড়ে গেছে পলিথিন। আজ রোববার দুপুরে কথা হয় টেকনাফের মহেশখালীর সমুদ্র উপকূলের বাসিন্দা মোহাম্মদ আলীর সঙ্গে। 

মোহাম্মদ আলী আজকের পত্রিকাকে জানান, তাঁর স্ত্রী অসুস্থ। হাঁটতে পারেন না। এখান থেকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার এখন কোনো উপায় নেই। ঝড়ে যেভাবে গাছ ভেঙে পড়ছে, তাতে সুস্থ মানুষেরই রাস্তা দিয়ে যেতে অসুবিধা হচ্ছে। 

এদিকে ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগ এখন তাণ্ডব চালাচ্ছে টেকনাফ উপজেলার উপকূলবর্তী অঞ্চলগুলোতে। দুপুর ১২টার পর থেকেই বাড়তে থাকে বাতাসে বৃষ্টির মাত্রা। ১টার মধ্যেই শুরু হয় ঝড়-বৃষ্টি। 

কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, ঘূর্ণিঝড়ের কারণে ভেঙে পড়েছে রাস্তার দুপাশে থাকা গাছ। উপকূলীয় অঞ্চলে অনেকের টিনের চাল, পলিথিন দিয়ে তৈরি ঘরবাড়ি বাতাসের তোড়ে উড়ে গেছে। তবে এখনো অনেক মানুষই বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে যায়নি। তারা বলছে, বাতাসের গতি বাড়লে তারা আশ্রয়কেন্দ্রের দিকে যাবে, এর আগে নয়। 

মহেশখালী এলাকার প্রাথমিক বিদ্যালয়টি আশ্রয়কেন্দ্র সাইক্লোন সেল্টার হিসেবে ব্যবহার করা হচ্ছে। সাইক্লোন সেল্টারের পেছনেই কয়েকটি বাড়ি-ঘর আছে, যেগুলো ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কয়েকটি বাড়ির ওপরে টিনের চাল পলিথিনের পর্দা উড়ে গেছে। 

তবে আশ্রয়কেন্দ্রে লোকজনের উপস্থিতি বাড়ছে বলে জানিয়েছেন বিদ্যালয়টির দপ্তরি মোহাম্মদ বিলাল। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এখন মানুষ ভয় পাচ্ছে এবং আশ্রয়কেন্দ্রে আসা শুরু করেছে। তবে অনেকেই এখনো আশ্রয়কেন্দ্রে আসেনি।’ 

গতকাল রাতে যারা আশ্রয়কেন্দ্রে গিয়েছিল, তারা ঝড়-বৃষ্টি না থাকায় সকালে বাড়িতে ফিরে গেছে। আজ দুপুরের পরে ঝড়ের আধিক্য বাড়তে থাকায় তারা আবার আশ্রয়কেন্দ্রে ফিরতে শুরু করেছে। 

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় মোখা কক্সবাজার থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থান করছে সাগরে। বাতাসের গতিবেগ ১৬৯ থেকে ১৮০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান গতকাল জানিয়েছিলেন, এখন পর্যন্ত ২৫ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।

আরও পড়ুন:

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার