হোম > সারা দেশ > ঢাকা

আ.লীগের নেতা-কর্মীদের হটিয়ে মিরপুর-১০ গোলচত্বর দখলে নিল আন্দোলনকারীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের হটিয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বর দখলে নিয়েছে আন্দোলনকারীরা। ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা আন্দোলনকারীদের ধাওয়া খেয়ে মিরপুর-২ নম্বর স্টেডিয়ামের দিকে চলে যায়।

এর আগে, সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত আওয়ামী লীগের দখলে ছিল গোলচত্বর। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা গোলচত্বরের আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেয়। একপর্যায়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আন্দোলনকারী শিক্ষার্থীদের অলিগলিতে খুঁজে মারধর করে।

পরে বেলা সাড়ে ৩টার দিকে প্রায় ৫ ঘণ্টা পর আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ক্ষমতাসীনদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। একপর্যায়ে গোলচত্বর দখলে নেয় আন্দোলনকারীরা। তাদের ধাওয়ায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা মাইক রেখে চলে যায়। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষ মিরপুরের বেনারসি পল্লি, আইডিয়াল গার্লস স্কুল সড়ক, বিআরটিএ সড়ক, মিরপুর-৬ নম্বর, আল-হেলাল হাসপাতাল সড়ক ছড়িয়ে পর।

একপর্যায়ে আন্দোলনকারীদের লক্ষ্য করে, পুলিশ টিয়ার শেল ও গুলি নিক্ষেপ করে। এতে আন্দোলনকারীদের অন্তত ১৯ জনকে হাসপাতালে নিতে দেখা গেছে। সংঘর্ষের সময় আওয়ামী লীগের সমর্থকদের দুজনের হাতে আগ্নেয়াস্ত্র দেখা গেছে। তাদের মধ্যে একজনের গায়ে সাদা টি-শার্ট ও মাথায় হেলমেট দেখা গেছে।

বর্তমানে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম এলাকা ও সুইমিং কমপ্লেক্সের সামনে সংঘর্ষ চলছে। আন্দোলনে নারী শিক্ষার্থীদেরও দেখা গেছে সকাল থেকেই।

আরও খবর পড়ুন:

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল