হোম > সারা দেশ > ঢাকা

সংহতি জানাতে গিয়ে আন্দোলনকারীদের ধাওয়া খেলেন রাফসান দ্য ছোটভাই

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে স্থান ত্যাগ করেছেন রাফসান দ্যা ছোটভাই। আজ শনিবার (৩ আগস্ট) বিকেলে টিএসসিতে এ ঘটনা ঘটে। 

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, রাফসান টিএসসিতে পৌঁছালে শিক্ষার্থীরা তাঁকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনি দিতে থাকে। এ সময় উপায়ন্তর না দেখে তিনি গাড়িতে উঠে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় শিক্ষার্থীরা তাঁর গাড়িতে লাঠি ও বাঁশ দিয়ে আঘাত করেন। 

শিক্ষার্থীরা ভুয়া ভুয়া দুয়োধ্বনি দেওয়ার আগে রাফসান শিক্ষার্থীদের বলেন, ‘আপনাদের প্রোগ্রামে সংহতি জানাতে এসেছি।’ তবে শিক্ষার্থীরা তাঁর কথায় কর্ণপাত করেনি।

এর আগে, মা-বাবাকে বিলাসবহুল গাড়ি উপহার দিয়ে আলোচনায় আসেন আধেয় (কন্টেন্ট) নির্মাতা ইফতেখার রাফসান। এরপর তাঁর ‘ব্লু ড্রিংকস’ এর অননুমোদিত একটি কারখানায় গত ২৪ এপ্রিল ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করে। এ নিয়ে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয় আদালত থেকে।

আরও খবর পড়ুন:

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন