হোম > খেলা > ফুটবল

২৩ বছর পর প্রিমিয়ার লিগে ‘রবিন হুড’র নটিংহ্যাম ফরেস্ট 

ইংল্যান্ডের উত্তর-পশ্চিমে নটিংহ্যামের সুপ্রাচীন বনে প্রায় হাজার বছর আগে জন্ম নিয়েছিল এক লোকগাথা। ধনীদের সম্পদ ছিনিয়ে গরিবদের মাঝে বিলিয়ে দিয়ে রবিন হুড নামের এক দস্যু হাজার বছর ধরে অমর হয়ে আছে মানুষের মনে, বইয়ের পাতায় আর টেলিভিশনের পর্দায়।

রবিন হুডের এই কাহিনি আদৌ সত্যি নাকি চারণ কবিদের রচিত, তা নিয়ে দ্বিধা আছে খোদ নটিংহ্যামবাসীর। জনদরদি দস্যু নিয়ে তাদের দ্বিধায় মেশানো গর্ব থাকলেও সত্যিকারের গর্ব করার জায়গা তাদের আছে।

এই নটিংহ্যামেই রূপকথার জন্ম দিয়েছিল একটা ফুটবল দল। এলাম, দেখলাম, জয় করলাম-এই মন্ত্রে ১৯৭৯ ও ১৯৮০ সালে বিশ্ব ফুটবলকে চমকে দিয়ে টানা দুইবার ইউরোপিয়ান কাপ (এখনকার চ্যাম্পিয়নস লিগ) জিতেছিল নটিংহ্যাম ফরেস্ট ফুটবল ক্লাব।

কিংবদন্তি কোচ ব্রায়ান ক্লফের কোচিংয়ে আশির দশকে নিজেদের অন্য এক উচ্চতায় নিয়ে গিয়েছিল নটিংহ্যাম ফরেস্ট। ১৯৭৮-৭৯ ও ৭৯-৮০ মৌসুমে জিতেছিল টানা দুই ইউরোপিয়ান লিগ শিরোপা। ১৯৭৭-৭৮ মৌসুমে জিতেছিল নিজেদের প্রথম লিগ। যেভাবে চমক জাগিয়ে ইউরোপিয়ান ফুটবলে আবির্ভাব হয়েছিল নটিংহ্যামের তেমনি ধুঁকতে ধুঁকতেই একসময় প্রিমিয়ার লিগ থেকে অবনমন ঘটে দলটার। মনে অনেক অভিমান জমে থাকা সেই দলটাকে ২৩ বছর প্রিমিয়ার লিগে ফিরিয়ে এনে আরেক রূপকথার জন্ম দিয়েছেন কোচ স্টিভ কুপার।

১৯৯৯ সালে লিগ থেকে অবনমনের পর ফেরা তো দূরের কথা উল্টো চ্যাম্পিয়নশিপ লিগ থেকে অবনমন হয়ে তৃতীয় বিভাগেও নেমে গিয়েছিল নটিংহ্যাম। গত সেপ্টেম্বরেও এই দলটাই ছিল সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়নশিপ লিগের তলানির দল। সেই মাসেই নটিংহ্যামের দায়িত্ব নিয়ে দলটাকে রীতিমতো পাল্টে ফেলে নায়ক স্টিভ কুপার। গতকাল রাতে ওয়েম্বলি স্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপের প্লে-অফে ভাগ্যটা হেলেছিল নটিংহ্যামের দিকে। হার্ডাসফিল্ডের লেভি কলউইলের করা আত্মঘাতী গোলটাতেই ১৯৯৯ সালের পর প্রিমিয়ার লিগে ফেরার সুযোগ করে দেয় নটিংহ্যামকে।

লিভারপুল-রিয়াল সম্পর্কিত জানতে - এখানে ক্লিক করুন

একসময়ের ইউরোপ আর বিশ্ব সেরা দলটার এভাবে ফেরা যেন ঘুম ভেঙে শিকারের খোঁজে বের হওয়া সিংহের মতো। সর্বোচ্চ আসরে আসরে ফিরে স্টিভ কুপার বিশ্বকে মনেও করিয়ে দিলেন, নটিংহ্যাম ফিরেছে। বলেছেন, ‘বিশ্বকে আমরা মনে করিয়ে দিতে চাই এই দলটা কী অসাধারণ আর বিশাল। এটা আমার কাছে অনেক কিছু। গত আট-নয় মাসে আমরা যে পরিশ্রম করেছি এই জয়টা আমাদের প্রাপ্য ছিল। নটিংহ্যাম জাদুকরী একটা দল আর বিশ্বকে আবারও আমরা সেটা মনে করিয়ে দিতে চাই।’

খেলা সম্পর্কিত আরও পড়ুন:

জুয়া-কাণ্ডে তুরস্কের ২৯ ফুটবলারকে গ্রেপ্তারের নির্দেশ

আবারও কিংসের বড় জয়, রাকিবের হ্যাটট্রিক অ্যাসিস্ট

বিদায়ী ম্যাচের আগে আবেগপ্রবণ হয়ে পড়লেন মেসির সতীর্থ

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বকাপ ড্র আজ: বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান