হোম > সারা দেশ > ঢাকা

নিউমার্কেট-ঢাকা কলেজ সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু

ঢামেক প্রতিনিধি

নিউমার্কেটে ব্যবসায়ী ও ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মোরসালিন (২৭) নামের আরও এক যুবক মারা গেছেন। তিনি নিউ সুপার মার্কেটে একটি জামার দোকানে চাকরি করতেন। এ নিয়ে এই সংঘর্ষের ঘটনায় দুজন মারা গেলেন। 

আজ বৃহস্পতিবার ভোর ৪টা ৩৬ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোরসালিন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, মৃত মোরসালিনের মাথায় আঘাত ছিল। ঘটনার দিন থেকেই তাঁর অবস্থা আশঙ্কাজনক ছিল। 

মোরসালিন কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার কানাইনগর গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে। বর্তমানে স্ত্রী ও দুই সন্তান নিয়ে কামরাঙ্গীরচরের পশ্চিম রসুলপুরে ভাড়া থাকতেন। 

মোরসালিনের স্ত্রী অনি আক্তার মিতু বলেন, ‘মোরসালিন ঢাকা নিউ সুপার মার্কেটে একটি জামার দোকানে চাকরি করতেন। ঘটনার দিন সংবাদ পাই যে তিনি আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি আছেন। পরে হাসপাতালে এসে আমরা তাঁকে অচেতন অবস্থায় পাই। আমার এক ছেলে ও এক মেয়ে। বড় মেয়ে হুমায়রা ইসলাম লামহা (৭) ও ছেলে আমির হামজা (৪)। দুই ভাই ও এক বোনের মধ্যে মোরসালিন ছিলেন দ্বিতীয়।’ 

গত মঙ্গলবার সংঘর্ষের সময় নুরজাহান মার্কেটের সামনে থেকে আহত অবস্থায় মোরসালিনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন  শাকিল নামের আরেক দোকান কর্মচারী। শাকিল জানিয়েছিলেন, সংঘর্ষের সময় নুরজাহান মার্কেটের সামনের রাস্তায় মাথায় ইটের আঘাত লেগে রাস্তায় পড়ে ছিলেন মোরসালিন। পরে রিকশায় করে তাঁকে হাসপাতালে নিয়ে আসেন তিনি।

এই সম্পর্কিত পড়ুন:

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু