হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঘূর্ণিঝড় মোখা: চট্টগ্রামে প্রস্তুত নিয়ন্ত্রণকক্ষ, ৯০টি আশ্রয়কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় জানমালের ক্ষতি কমাতে চট্টগ্রামে নিয়ন্ত্রণকক্ষ খোলার পাশাপাশি ৯০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। আজ বুধবার চসিকের দুর্যোগ ব্যবস্থাপনা উপকমিটির এক সভায় এ তথ্য জানানো হয়। 

সভায় সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, নগরীর দামপাড়া কন্ট্রোল রুমের ০২৩-৩৩৩-৬৩০-৭৩৯ জরুরিসেবা নম্বরে ঘূর্ণিঝড়-সংক্রান্ত সব ধরনের তথ্য ও সেবা পাবেন নগরবাসী। ঘূর্ণিঝড় মোখা আঘাত হানলে যাতে সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে রাখা এবং দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার কাজ দ্রুত গতিতে করা যায়, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকাতে হবে। 

এ ছাড়া সভায় নগরীর ৪১টি ওয়ার্ডে ৯০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত, কন্ট্রোল রুম, কাউন্সিলরদের নেতৃত্বে ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি সভা ও ঘূর্ণিঝড় মোখার গতিবেগ পর্যবেক্ষণের মাধ্যমে জরুরি যেকোনো পদক্ষেপ গ্রহণ। সচেতনতা তৈরি করতে প্রতিটি এলাকায় মাইকে প্রচার, আরবান মেডিকেল দল, আরবান ভলান্টিয়ার–উদ্ধারকর্মী প্রস্তুত রাখা, বিশুদ্ধ পানি, শুকনো খাবার, প্রয়োজনীয় যানবাহন, বিদ্যুৎ সরবরাহ ও সড়কবাতি নির্বিঘ্ন রাখার প্রস্তুতির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব খালেদ মাহমুদ, কাউন্সিলর মো. জহুরুল আলম জসিম, মো. ইলিয়াছ, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশ, উপসচিব আশেক রসুল চৌধুরী টিপু, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমাম হোসেন রানা, রেড ক্রিসেন্টের সিটি সম্পাদক আব্দুল জব্বার, নগর পরিকল্পনাবিদ আবদুল্লাহ আল ওমর, বস্তি উন্নয়ন কর্মকর্তা মঈনুল হোসেন আলী চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন:

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা