হোম > খেলা > ফুটবল

এখনো সম্ভাবনা রয়েছে আর্জেন্টিনার

টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে কাতার বিশ্বকাপে খেলতে এসেছিল আর্জেন্টিনা। সেই আর্জেন্টিনাই বিশ্বকাপ শুরু করল হার দিয়ে। লুসাইল স্টেডিয়ামে সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হেরেছেন লিওনেল মেসিরা। এই হার ফুটবল ইতিহাসেরই অন্যতম বড় অঘটন হিসেবে বিবেচিত হচ্ছে। এই হারে ‘সি’ গ্রুপে আর্জেন্টিনার বাকি দুই ম্যাচ হয়ে গেছে ‘ডু অর ডাই’ ম্যাচ। যেখানে আর্জেন্টাইনদের বাকি দুই প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড।

এই দল অবশ্য র‍্যাঙ্কিং ও পরিসংখ্যানে সৌদি আরবের চেয়ে তুলনামূলক শক্ত প্রতিপক্ষ। তবে আর্জেন্টিনা আশা দেখতে পারে তাদের সঙ্গে নিজেদের পরিসংখ্যানে। মেক্সিকো-পোল্যান্ড এই দুই দলের বিপক্ষেই মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আকাশি-নীলরা। ২৬ নভেম্বর এই লুসাইল স্টেডিয়ামেই মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবেন মেসিরা। মেক্সিকো-আর্জেন্টিনা এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ৩৫ ম্যাচ। আর্জেন্টিনা জিতেছে ১৬ ম্যাচ, হেরেছে ৪ ম্যাচ এবং ড্র হয়েছে ১৫ ম্যাচ। বিশ্বকাপে এখন পর্যন্ত তারা মুখোমুখি হয়েছে তিনবার, তিনবারই জিতেছে আর্জেন্টিনা।

১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে মেক্সিকোকে ৬-৩ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। ২০০৬ বিশ্বকাপে লাতিন আমেরিকার দলটি জিতেছিল ২-১ গোলে আর ২০১০ বিশ্বকাপে জিতেছিল ৩-১ ব্যবধানে। মেক্সিকোর পর আর্জেন্টিনার পরবর্তী প্রতিপক্ষ পোল্যান্ড। ৩০ নভেম্বর ৯৭৪ স্টেডিয়ামে পোলিশদের বিপক্ষে খেলবে আর্জেন্টাইনরা। এখন পর্যন্ত আর্জেন্টিনা-পোল্যান্ড মুখোমুখি হয়েছে ১১ ম্যাচে। আর্জেন্টিনা জিতেছে ৬ ম্যাচ, হেরেছে ২ ম্যাচ এবং ড্র হয়েছে ৩ ম্যাচ। বিশ্বকাপে দুবারের দেখায় একটি করে ম্যাচ জিতেছে দুই দল।

আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন

১৯৭৪ বিশ্বকাপে ৩-২ গোলে জিতেছিল পোল্যান্ড। ঠিক তার পরের বিশ্বকাপ ১৯৭৮ সালে পোলিশদের বিপক্ষে ২-০ গোলে জিতেছিল আর্জেন্টাইনরা। মেক্সিকো, পোল্যান্ড—এ দুই দলের বিপক্ষে আর্জেন্টিনাকে তো জিততে হবেই। গ্রুপ ‘সি’-এর বাকি ম্যাচগুলোর দিকেও তাকিয়ে থাকতে হবে আলবিসেলেস্তেদের।

বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান

উন্নতমানের কোচ আনতে বাফুফেকে টাকা দেবে ক্রীড়া মন্ত্রণালয়

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা কোন গ্রুপে পড়তে পারে, জানবেন কীভাবে

চোট নিয়ে সাড়ে তিন বছর পর নেইমারের হ্যাটট্রিক

জাদুকরি এমবাপ্পের প্রশংসায় পঞ্চমুখ কোচ, বার্সার আরও কাছে রিয়াল

সিঙ্গাপুর-হংকং-ভারত ম্যাচ থেকে ৪ কোটি টাকার বেশি আয় বাফুফের

প্রিমিয়ার লিগে গোলের ‘সেঞ্চুরিতে’ দ্রুততম হালান্ড

আতলেতিকোর বিপক্ষে বার্সার জয় ‘মৌসুমের সেরা ম্যাচগুলোর একটি’

হামজায় অনুপ্রাণিত হয়ে মারিয়ার এমন গোল